সাধারন বিজ্ঞান
76. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
- ক. গামা রশ্মি
 - খ. বিটা রশ্মি
 - গ. কসমিক রশ্মি
 - ঘ. রঞ্জক রশ্মি
 
উত্তরঃ গামা রশ্মি
77. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
- ক. কম হয়
 - খ. খুবকম হয়
 - গ. একই হয়
 - ঘ. বেশি হয়
 
উত্তরঃ একই হয়
- ক. তামা ও টিন
 - খ. তামা ও দস্তা
 - গ. তামা ও নিকেল
 - ঘ. তামা ও সিসা
 
উত্তরঃ তামা ও দস্তা
79. গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
- ক. বৃষ্টিপাত কমে যাবে
 - খ. নিম্নভূমি নিমজ্জিত হবে
 - গ. উত্তাপ অনেক বেড়ে যাবে
 - ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
 
উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে
80. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
- ক. হাইড্রোজেন সরবরাহ করে
 - খ. নাইট্রোজেন সরবরাহ করে
 - গ. অক্সিজেন সরবরাহ করে
 - ঘ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
 
উত্তরঃ অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
82. ফটোইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয়?
- ক. বিদ্যুৎ
 - খ. তাপ
 - গ. চুম্বক
 - ঘ. কিছুই হয় না
 
উত্তরঃ বিদ্যুৎ
83. যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কী বলা হয়?
- ক. আেইসোটোপ
 - খ. আইসোটোন
 - গ. আইসোমার
 - ঘ. আইসোবার
 
উত্তরঃ আইসোটোন
85. বৈদুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?
- ক. সংকর ধাতু
 - খ. সীসা
 - গ. টাংস্টেন
 - ঘ. তামা
 
উত্তরঃ টাংস্টেন
- ক. ইলেকট্রন বর্জন
 - খ. ইলেকট্রন আদান-প্রদান
 - গ. ইলেকট্রন বর্জন
 - ঘ. শুধু তাপ উৎপন্ন হয়
 
উত্তরঃ ইলেকট্রন বর্জন
88. কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
- ক. ম্যাগনেশিয়াম
 - খ. ক্যালসিয়াম
 - গ. সোডিয়াম
 - ঘ. পটাশিয়াম
 
উত্তরঃ সোডিয়াম
89. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
- ক. সোডিয়াম
 - খ. পটাশিয়াম
 - গ. ম্যাগনেশিয়াম
 - ঘ. জিংক
 
উত্তরঃ সোডিয়াম
90. কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
- ক. ডারউইন
 - খ. লুই পাস্তুর
 - গ. প্রিস্টলী
 - ঘ. ল্যাভয়েসিয়ে
 
উত্তরঃ লুই পাস্তুর
92. গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন?
- ক. উষ্ণতা থেকে রক্ষার জন্য
 - খ. অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
 - গ. আলো থেকে রক্ষার জন্য
 - ঘ. ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
 
উত্তরঃ অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
93. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
- ক. আর্লির্বাড হল
 - খ. এস্ট্রোলার হল
 - গ. ওরেরী হল
 - ঘ. কসমস
 
উত্তরঃ আর্লির্বাড হল
- ক. ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
 - খ. ৮০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
 - গ. ১০০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
 - ঘ. ১২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
 
উত্তরঃ ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
96. অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
- ক. চুন
 - খ. সেভিং সোপ
 - গ. ফিটকিরি
 - ঘ. কস্টিক সোডা
 
উত্তরঃ ফিটকিরি
97. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহৃত করা হয়?
- ক. পায়খানা, প্রসাবখানা
 - খ. গোসলখানায়
 - গ. পুকুরে
 - ঘ. নালায়
 
উত্তরঃ পায়খানা, প্রসাবখানা
99. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-
- ক. ব্রেইল
 - খ. কোপার্নিকাস
 - গ. ডেভিটবোর
 - ঘ. টমাস আলভা এডিসন
 
উত্তরঃ ব্রেইল
100. বৈদুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
- ক. তামা
 - খ. নাইক্রোম
 - গ. স্টেনিয়াম
 - ঘ. প্লাটিনাম
 
উত্তরঃ নাইক্রোম