সাধারন বিজ্ঞান

1226. নিম্নোক্ত কোন ধাতু পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়?

  • ক. লোহা
  • খ. সিলিকন
  • গ. পারদ
  • ঘ. তামা

উত্তরঃ লোহা

বিস্তারিত

1227. কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?

  • ক. আমিষ
  • খ. শর্করা
  • গ. স্নেহ
  • ঘ. ভিটামিন

উত্তরঃ আমিষ

বিস্তারিত

1228. মাকড়সার কয়টি পা আছে?

  • ক. ৪টি
  • খ. ৬টি
  • গ. ৮টি
  • ঘ. ১০টি

উত্তরঃ ৮টি

বিস্তারিত

1229. ক্যালকুলাস কে আবিষ্কার করেন?

  • ক. কোলার
  • খ. নিউটন
  • গ. গ্যালিলিও
  • ঘ. আর্কিমিডিস

উত্তরঃ নিউটন

বিস্তারিত

1230. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে-

  • ক. সিলভার ব্রোমাইডের
  • খ. সিলভার কোরাইডের
  • গ. সিলভার আয়োডাইডের
  • ঘ. সিলভার ফ্লোরাইডের

উত্তরঃ সিলভার ব্রোমাইডের

বিস্তারিত

1231. ১০০ ওয়াট এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা বললে কত শক্তি ব্যয় হয়?

  • ক. ১০০ জুল
  • খ. ৬০ জুল
  • গ. ৭৬০০০ ‍জুল
  • ঘ. ৩৬০০০০ জুল

উত্তরঃ ৩৬০০০০ জুল

বিস্তারিত

1232. ইলেক্ট্রনিক বাল্ব এর ফিলামেন্ট যার দ্বারা তৈরী -

  • ক. আয়রন
  • খ. কার্বন
  • গ. ট্যাংস্টেন
  • ঘ. লেড

উত্তরঃ ট্যাংস্টেন

বিস্তারিত

1233. গ্রাফিন (graphene) কার বহুরূপী?

  • ক. কার্বন
  • খ. কার্বন ও অক্সিজেন
  • গ. কার্বন ও হাইড্রোজেন
  • ঘ. কার্বন ও নাইট্রোজেন

উত্তরঃ কার্বন

বিস্তারিত

1234. আইস্টাইন নোবেল পুরস্কার পান -

  • ক. আপেক্ষিক তত্ত্বের উপর
  • খ. মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
  • গ. কৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
  • ঘ. আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

উত্তরঃ আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য

বিস্তারিত

1235. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?

  • ক. ৭ দিন
  • খ. ৩০ দিন
  • গ. ১৮০ দিন
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ উপরের কোনটিই নয়

বিস্তারিত

1236. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?

  • ক. COD > BOD
  • খ. COD < BOD
  • গ. COD = BOD
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ COD > BOD

বিস্তারিত

1237. পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল -

  • ক. ১৯৯০
  • খ. ১৯৯৫
  • গ. ১৯৯৭
  • ঘ. ২০০০

উত্তরঃ ১৯৯৭

বিস্তারিত

1238. ওজোন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?

  • ক. স্ট্রাটোমন্ডল
  • খ. ট্রপোমন্ডল
  • গ. মেসোমন্ডল
  • ঘ. তাপমন্ডল

উত্তরঃ স্ট্রাটোমন্ডল

বিস্তারিত

1239. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?

  • ক. ক্লোরোপিক্রিন
  • খ. মিথেন
  • গ. নাইট্রোজেন
  • ঘ. ইথেন

উত্তরঃ ক্লোরোপিক্রিন

বিস্তারিত

1240. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?

  • ক. পুকুরের পানিতে
  • খ. লেকের পানিতে
  • গ. নদীর পানিতে
  • ঘ. সাগরের পানিতে

উত্তরঃ নদীর পানিতে

বিস্তারিত

1241. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী -

  • ক. ভেইন
  • খ. আর্টারি
  • গ. ক্যাপিলারি
  • ঘ. নার্ভ

উত্তরঃ আর্টারি

বিস্তারিত

1242. প্রোটিন তৈরি হয় -

  • ক. ফ্রাটি অ্যাসিড দিয়ে
  • খ. নিউক্লিক অ্যাসিড দিয়ে
  • গ. অ্যামিনো অ্যাসিড দিয়ে
  • ঘ. উপরের কোনটিই নয়?

উত্তরঃ অ্যামিনো অ্যাসিড দিয়ে

বিস্তারিত

1243. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

  • ক. গ্লিসারিন
  • খ. ফিটকিরি
  • গ. সোডিয়াম ক্লোরাইড
  • ঘ. ক্যালসিয়াম কার্বোনেট

উত্তরঃ ক্যালসিয়াম কার্বোনেট

বিস্তারিত

1244. সমান তাপমাত্রা দিলে দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?

  • ক. পানির তাপ গ্রহীতা বেশি বলে
  • খ. দুধ পানের চেয়ে ঘন বলে
  • গ. দুধের তাপ গ্রহীতা বেশি বলে
  • ঘ. পানি বর্ণহীন কিন্তু দুধ সাদা বলে

উত্তরঃ দুধের তাপ গ্রহীতা বেশি বলে

বিস্তারিত

1245. মানুষের দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক কে?

  • ক. উইলিয়াম হার্ভে
  • খ. রোনাল্ড রস
  • গ. রবার্ট কোচ
  • ঘ. জোনাস সাল্ক

উত্তরঃ উইলিয়াম হার্ভে

বিস্তারিত

1246. কে সর্বপ্রথম ধূমপানের সাথে ক্যান্সারের সম্পর্ক নিরূপণ করে?

  • ক. রিচার্ড ডোল
  • খ. সিডনি পোটার
  • গ. আর্থার মিলার
  • ঘ. উইলিয়াম ডেনজেল

উত্তরঃ রিচার্ড ডোল

বিস্তারিত

1247. সাবান উৎপাদন কারখানায় উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?

  • ক. ফ্যাটি এসিড
  • খ. গ্লিসারিন
  • গ. ডিটারজেন্ট
  • ঘ. সোডা

উত্তরঃ গ্লিসারিন

বিস্তারিত

1248. কোন এনজাইম প্রোটিন পরিপাকের জন্য প্রয়োজনীয়?

  • ক. লাইপেজ
  • খ. পেপটাইডেস
  • গ. অ্যামাইলেজ
  • ঘ. পিত্ত

উত্তরঃ লাইপেজ

বিস্তারিত

1249. মানবদেহের সৈনিক বলা হয় -

  • ক. লোহিত কণিকাকে
  • খ. অনুচক্রিকা
  • গ. শ্বেতকণিকা কে
  • ঘ. ফুসফুসকে

উত্তরঃ শ্বেতকণিকা কে

বিস্তারিত

1250. ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কত?

  • ক. ১২
  • খ. ১৬
  • গ. ২০
  • ঘ. ২৪

উত্তরঃ ২৪

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects