সাধারন বিজ্ঞান

1176. ঈশ্বর কনিা কোনটি?

  • ক. হিগস বোসন
  • খ. ফোটন
  • গ. ইলেকট্রন
  • ঘ. লেপটন

উত্তরঃ হিগস বোসন

বিস্তারিত

1177. উদ্ভিদের বৃদ্ধি হয় নীচের কোনটির প্রভাবে?

  • ক. পানির প্রভাবে
  • খ. Urea সারের প্রভাবে
  • গ. TSP সারের প্রভাবে
  • ঘ. MP সারের প্রভাবে

উত্তরঃ Urea সারের প্রভাবে

বিস্তারিত

1179. ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশার নাম কি?

  • ক. ইষ্টিগোরিয়া
  • খ. এনোফিলিস
  • গ. কিউলেক্স
  • ঘ. এডিস

উত্তরঃ এনোফিলিস

বিস্তারিত

1180. 'g' এর মান কোথায় সর্বাধিক?

  • ক. ভূ-কেন্দ্রে
  • খ. পাহাড়ের চূড়া
  • গ. বিষুব অঞ্চলে
  • ঘ. মেরু অঞ্চলে

উত্তরঃ মেরু অঞ্চলে

বিস্তারিত

1181. কোনটি শব্দের ?(Sound) ক্ষেত্রে সত্য?

  • ক. শব্দ তরল মাধ্যমে চলতে পারে না
  • খ. শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না
  • গ. শব্দ কঠিন মাধ্যমে চলতে পারে না
  • ঘ. উপরের সব কয়টি

উত্তরঃ শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না

বিস্তারিত

1182. এক মিটার সমান কত ইঞ্চি?

  • ক. ৩৭.৩৭ ইঞ্চি
  • খ. ৩৮.৩৭ ইঞ্চি
  • গ. ৩৯.৩৭ ইঞ্চি
  • ঘ. ৪০.৩৭ ইঞ্চি

উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি

বিস্তারিত

1183. ‘অতিবেগুনী’ রশ্মির উৎস কী?

  • ক. চন্দ্র
  • খ. সূর্য
  • গ. পৃথিবী
  • ঘ. অন্যান্য গ্রহ

উত্তরঃ সূর্য

বিস্তারিত

1184. জন্মের পর হতে শিশুকে কম সময় পর্যন্ত কেবল মাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত?

  • ক. ৩ মাস পর্যন্ত
  • খ. ৬ মাস পর্যন্ত
  • গ. ৯ মাস পর্যন্ত
  • ঘ. ১ বছর পর্যন্ত

উত্তরঃ ৬ মাস পর্যন্ত

বিস্তারিত

1185. একটি মর্টারের মধ্যে বাঁধাইয়ের উপাদান কোনটি?

  • ক. বালি
  • খ. সুরকী
  • গ. সিমেন্ট
  • ঘ. সব কয়টি

উত্তরঃ সব কয়টি

বিস্তারিত

1186. WBC (White Blood Cell) এর জীবন কতদিন?

  • ক. ১ দিন
  • খ. ৩০ দিন
  • গ. ৬০ দিন
  • ঘ. ৯০ দিন

উত্তরঃ ১ দিন

বিস্তারিত

1187. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো :

  • ক. দর্পনের কাজ করে
  • খ. প্রতিফলনের কাজ করে
  • গ. প্রিজমের কাজ করে
  • ঘ. লেন্সের কাজ করে

উত্তরঃ প্রিজমের কাজ করে

বিস্তারিত

1188. কোনটি ANC (Ante Natal Care) এর Routine test?

  • ক. Urine R\E
  • খ. S. Creatinine
  • গ. Liver function test
  • ঘ. Thyroad function test

উত্তরঃ Urine R\E

বিস্তারিত

1189. ভূমির সাথে আলতোভাবে ঢিল ছুঁড়লে তা যে পথে পুনরায় ভূমি স্পর্শ করে তা -

  • ক. অধিবৃত্তাকার
  • খ. উপবৃত্তাকার
  • গ. সরলরৈখিক
  • ঘ. পরাবৃত্তাকার

উত্তরঃ অধিবৃত্তাকার

বিস্তারিত

1190. কোন বস্তুটি বহু দিন পানি বা রোদে থাকলে নষ্ট হয় না -

  • ক. কাঠ
  • খ. কাঁচ
  • গ. লোহা
  • ঘ. প্লাস্টিক

উত্তরঃ প্লাস্টিক

বিস্তারিত

1192. আকাশ নীল দেখায় কেন?

  • ক. নীল আলোর প্রতিফলন বেশি বলে
  • খ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
  • গ. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
  • ঘ. নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে

উত্তরঃ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে

বিস্তারিত

1193. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

  • ক. পরমাণু শক্তি
  • খ. প্রাকৃতিক গ্যাস
  • গ. পেট্রোল
  • ঘ. কয়লা

উত্তরঃ পরমাণু শক্তি

বিস্তারিত

1194. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে কি বুঝায়?

  • ক. এক কিলোওয়াট
  • খ. এক কিলোওয়াট-ঘণ্টা
  • গ. এক ওয়াট
  • ঘ. ১ ওয়াট-ঘণ্টা

উত্তরঃ এক কিলোওয়াট-ঘণ্টা

বিস্তারিত

1195. শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কি?

  • ক. প্রতিফলন
  • খ. প্রতিসরণ
  • গ. শোষণ
  • ঘ. অপবর্তন

উত্তরঃ প্রতিফলন

বিস্তারিত

1196. বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?

  • ক. ৯৭.৮৯%
  • খ. ৯৮.৭৫%
  • গ. ৯৯.৯৭%
  • ঘ. ৯৯.৯৯%

উত্তরঃ ৯৯.৯৭%

বিস্তারিত

1197. ভিটামিন ‘সি’ কোন ফলে অধিক আছে?

  • ক. আম
  • খ. কাঁঠাল
  • গ. লেবু
  • ঘ. লিচু

উত্তরঃ লেবু

বিস্তারিত

1198. পানি কত ডিগ্রী Centrigrade এ ফুটে?

  • ক. ১০০ C
  • খ. ২০০ C
  • গ. ২৩২ C
  • ঘ. ১১০ C

উত্তরঃ ১০০ C

বিস্তারিত

1199. পাথ ফাইন্ডার (Path Finder) কি?

  • ক. চাঁদে অবতরণকারী নভোযান
  • খ. মঙ্গলগ্রহে প্রদর্শনকারী নভোযান
  • গ. মহাকাশে স্টেশন
  • ঘ. মঙ্গলগ্রহে অবতরণকারী নভোযান

উত্তরঃ মঙ্গলগ্রহে অবতরণকারী নভোযান

বিস্তারিত

1200. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কী গ্যাস ব্যবহৃত হয়?

  • ক. আর্গন
  • খ. হাইড্রোজেন
  • গ. সালফার
  • ঘ. ফসফরাস

উত্তরঃ আর্গন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects