সাধারন বিজ্ঞান

1101. জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত?

  • ক. কার্বনেট
  • খ. ফসফেট
  • গ. নাইট্রেস
  • ঘ. সালফেট

উত্তরঃ কার্বনেট

বিস্তারিত

1102. ‘অগ্নিশ্বর’ কোন ফসলের উন্নত জাত?

  • ক. তরমুজ
  • খ. কলা
  • গ. গম
  • ঘ. ধান

উত্তরঃ কলা

বিস্তারিত

1103. নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?

  • ক. কার্বন-ডাই -অক্সাইড
  • খ. অক্সিজেন
  • গ. মিথেন
  • ঘ. নাইট্রাস অক্সাইড

উত্তরঃ অক্সিজেন

বিস্তারিত

1104. ক্ষারীয় মাটির পিএইচ কত?

  • ক. ৩া
  • খ. ৪
  • গ. ৭
  • ঘ. ৭ এর উপরে

উত্তরঃ ৭ এর উপরে

বিস্তারিত

1105. নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়?

  • ক. ঢোল কলমি
  • খ. বাকলা
  • গ. গর্জন
  • ঘ. নিশিন্দা

উত্তরঃ গর্জন

বিস্তারিত

1107. মাছ চাষের পুকুরে কোন সময় অক্সিজেন সবচেয়ে কম থাকে?

  • ক. সকালে
  • খ. দুপুরে
  • গ. বিকালে
  • ঘ. রাতে

উত্তরঃ সকালে

বিস্তারিত

1109. নিচের কোন শর্করাটি উদ্ভিদের কোষ প্রাচীরে পাওয়া যায়?

  • ক. স্টার্চ
  • খ. সেলুলোজ
  • গ. গ্লাইকোজেন
  • ঘ. ক ও খ

উত্তরঃ সেলুলোজ

বিস্তারিত

1110. নিচের কোন রাসায়নিক সারটি নাইট্রোজেনের অভাব পূরণ করে?

  • ক. টিএসপি
  • খ. ইউরিয়া
  • গ. জিংক ফসফেট
  • ঘ. জিপসাম

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

1111. নিচের কোনটি উফশী ধানের বৈশিষ্ট্য?

  • ক. সার গ্রহণ ক্ষমতা বেশি
  • খ. খরা সহিষ্ণু
  • গ. পাতা খাড়া
  • ঘ. ক ও গ উভয়ই

উত্তরঃ ক ও গ উভয়ই

বিস্তারিত

1114. ভেজাল টিএসপি সার চেনার উপায় কি?

  • ক. পানিতে মিশালে ঘোলা দ্রবণ তৈরি করে
  • খ. অম্লস্বাদ যুক্ত ঝাঝালো গন্ধের অনুপস্থিতি
  • গ. ভঙ্গুর
  • ঘ. ক, খ ও গ সবগুলোই

উত্তরঃ ক, খ ও গ সবগুলোই

বিস্তারিত

1115. নিচের কোন গাছগুলোকে ক্যাপিসিং করা হয়?

  • ক. শাল, গামারি, কড়ই
  • খ. আম, জাম, কাঁঠাল
  • গ. নারিকেল, শুপারি
  • ঘ. পেঁপে, পেয়ারা

উত্তরঃ শাল, গামারি, কড়ই

বিস্তারিত

1116. পুকুরে চাষকৃত মাছকে আলফাটক্সিন সংক্রমিত ও অপরিশোধিত তৈরি খাদ্য খাওয়ালে কোন রোগ হয়?

  • ক. হেপাটোমা
  • খ. রক্ত শূন্যতা
  • গ. অস্ত্রে রক্ষক্ষরণ
  • ঘ. যকৃত ফুলে যাওয়া

উত্তরঃ হেপাটোমা

বিস্তারিত

1117. কোন জাতীয় ধানের চাষাবাদ সম্পূর্ণ সেচ নির্ভর?

  • ক. আমন
  • খ. বোরো
  • গ. আউশ
  • ঘ. নাবি আমন

উত্তরঃ বোরো

বিস্তারিত

1119. নিচের কোনটি বহুবর্ষজীবী আগাছা?

  • ক. ঝিলমরিচ
  • খ. শ্যামা
  • গ. বন্য গাজর
  • ঘ. মুথা

উত্তরঃ মুথা

বিস্তারিত

1121. সালোকসংশ্লেষণের অন্ধকার বিক্রিয়ার গতিপথ কতটি?

  • ক. দুইটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

1122. নিচের কোন গাছটি কাটং এর মাধ্যমে বংশ বিস্তার করতে পারে?

  • ক. আপেল
  • খ. পাথরকুচি
  • গ. জলপাই
  • ঘ. চন্দ্রমল্লিকা

উত্তরঃ পাথরকুচি

বিস্তারিত

1123. ‘এপিকালচার’ বলতে কী বুঝায়?

  • ক. মৌমাছি পালন
  • খ. পাখি পালন
  • গ. রেশম গুটি চাষ
  • ঘ. পশু পালন

উত্তরঃ মৌমাছি পালন

বিস্তারিত

1124. SMOG হচ্ছে -

  • ক. সিগারেটের ধোঁয়া
  • খ. কুয়াশা
  • গ. কালধোঁয়া
  • ঘ. দূষিত বাতাস

উত্তরঃ দূষিত বাতাস

বিস্তারিত

1125. ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?

  • ক. ব্যারোমিটার
  • খ. ফ্যাদোমিটার
  • গ. সিসমোগ্রাফ
  • ঘ. কম্পাস

উত্তরঃ সিসমোগ্রাফ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects