সাধারন বিজ্ঞান

1051. মুক্ততলে তরল পদার্থের চাপের তীব্রতা -

  • ক. বেশি
  • খ. কম
  • গ. শূন্য
  • ঘ. সমান

উত্তরঃ শূন্য

বিস্তারিত

1052. কোনটি হট ওয়ার্কিং প্রসেস?

  • ক. রোলিং
  • খ. ড্রইং
  • গ. ফোডিং
  • ঘ. সবগুলো

উত্তরঃ রোলিং

বিস্তারিত

1053. ইস্পাত বা স্টিলকে প্রধানত কিসের সংকর বলা হয়?

  • ক. পিগ আয়রন ও কার্বন
  • খ. লৌহ ও কার্বন
  • গ. লৌহ ও সালফার
  • ঘ. লৌহ ও সিলিকন

উত্তরঃ লৌহ ও কার্বন

বিস্তারিত

1054. প্লবতার সূত্র আবিষ্কার করেন -

  • ক. আর্কিমিডিস
  • খ. গ্যালিলিও
  • গ. নিউটন
  • ঘ. মার্কোনি

উত্তরঃ আর্কিমিডিস

বিস্তারিত

1055. বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং করা হয়?

  • ক. গ্যাস ওয়েল্ডিং
  • খ. রেজিস্ট্যান্স ওয়েল্ডিং
  • গ. থারমিট ওয়েল্ডিং
  • ঘ. সব

উত্তরঃ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং

বিস্তারিত

1056. প্রতি একক ক্ষেত্রের উপর যে সব ক্রিয়া করে তাকে বলে -

  • ক. তাপ
  • খ. তীব্রচাপ
  • গ. চাপ
  • ঘ. নিম্নচাপ

উত্তরঃ চাপ

বিস্তারিত

1057. কাজ করার সামর্থ্যকে বলে -

  • ক. শক্তি
  • খ. ক্ষমতা
  • গ. কাজ
  • ঘ. কর্মক্ষমতা

উত্তরঃ শক্তি

বিস্তারিত

1058. তামার সাথে কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি হয়?

  • ক. টিন
  • খ. সীসা
  • গ. দস্তা
  • ঘ. রৌপ্য

উত্তরঃ দস্তা

বিস্তারিত

1059. কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে?

  • ক. বিমান ইঞ্জিনে
  • খ. রকেট ইঞ্জিনে
  • গ. ডিজেল ইঞ্জিনে
  • ঘ. পেট্রোল ইঞ্জিনে

উত্তরঃ পেট্রোল ইঞ্জিনে

বিস্তারিত

1060. পৃথিবীর প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?

  • ক. ইস্পাত
  • খ. হীরা
  • গ. পিতল
  • ঘ. গ্রানাইট

উত্তরঃ হীরা

বিস্তারিত

1061. স্পার্ক প্লাগ থাকে -

  • ক. সিলিন্ডার হেডে
  • খ. লাইনারে
  • গ. ব্লকে
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ সিলিন্ডার হেডে

বিস্তারিত

1062. এসআই এককে ওজনের একক কোনটি?

  • ক. নিউটন
  • খ. কেজি
  • গ. পাইন্ড
  • ঘ. প্যাসকেল

উত্তরঃ নিউটন

বিস্তারিত

1063. তাপমাত্রা বাড়লে ওয়েলের ভিসকোসিটি -

  • ক. কমে
  • খ. বাড়ে
  • গ. ঠিক থাকে
  • ঘ. যেকোনোটিই হতে পারে

উত্তরঃ কমে

বিস্তারিত

1064. কাজের ব্যবহারিক একক -

  • ক. আর্গ
  • খ. জুল
  • গ. নিউটন
  • ঘ. কিলোগ্রাম-মিটার

উত্তরঃ জুল

বিস্তারিত

1065. কোন ইঞ্জিনের মধ্যে বাতাসকে সিলিন্ডারের মধ্যে কম্প্রেস করা হয়?

  • ক. পেট্রোল
  • খ. ডিজেল
  • গ. স্টীম
  • ঘ. গ্যাস

উত্তরঃ ডিজেল

বিস্তারিত

1066. কোনো পরিমাপ যন্ত্র দিয়ে সর্বনম্নি যে সূক্ষ্মতায় পরিমাপ গ্রহণ করা যায় তাকে কী বলে?

  • ক. ভার্নিয়ার ধ্রুব
  • খ. লিস্ট কাউন্ট
  • গ. লিমিট
  • ঘ. এলডিন্স

উত্তরঃ লিস্ট কাউন্ট

বিস্তারিত

1067. রড তৈরি করা হয় -

  • ক. রোলিং
  • খ. বেন্ডিং
  • গ. পাঞ্চিং
  • ঘ. ডায়িং

উত্তরঃ রোলিং

বিস্তারিত

1068. রেফ্রিজারেশন সিস্টেমের COP সবসময় একের চাইতে -

  • ক. সমান
  • খ. কম
  • গ. বেশি
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ বেশি

বিস্তারিত

1069. যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম কী?

  • ক. টেকোমিটার
  • খ. অ্যাভোমিটার
  • গ. ব্যারোমিটার
  • ঘ. ওহম মিটার

উত্তরঃ ব্যারোমিটার

বিস্তারিত

1070. পারমাণবিক চুল্লীতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?

  • ক. সোডিয়াম
  • খ. পটাশিয়াম
  • গ. ম্যাগনেশিয়াম
  • ঘ. জিংক

উত্তরঃ সোডিয়াম

বিস্তারিত

1071. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

  • ক. কম হয়
  • খ. বেশি হয়
  • গ. একই হয়
  • ঘ. খুব কম হয়

উত্তরঃ একই হয়

বিস্তারিত

1072. স্টেইনলেস স্টিলে আয়রন ও কার্বন ছাড়া কী থাকে?

  • ক. নিকেল
  • খ. ক্রোমিয়াম
  • গ. টিন
  • ঘ. ক ও খ

উত্তরঃ ক ও খ

বিস্তারিত

1073. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?

  • ক. সংকর
  • খ. সীসা
  • গ. টাংস্টেন
  • ঘ. তামা

উত্তরঃ টাংস্টেন

বিস্তারিত

1074. অক্সিজেন সিলিন্ডারে সাধারণত কোন রং দেয়া থাকে?

  • ক. কালো
  • খ. সাদা
  • গ. খয়েরি
  • ঘ. হলুদ

উত্তরঃ কালো

বিস্তারিত

1075. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?

  • ক. ফ্রেয়নকে ঘনীভূত করা
  • খ. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
  • গ. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
  • ঘ. ফ্রেয়নকে ঠাণ্ডা করা

উত্তরঃ ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects