সাধারন বিজ্ঞান

1026. মানবদেহে ক্যান্সারের মূল কারণ কোনটি?

  • ক. কোষ বিভাজন
  • খ. অনিয়ন্ত্রিত কোষ বিভাজন
  • গ. ভাইরাসের আক্রমণ
  • ঘ. নির্দিষ্ট কেমিক্যাল গ্রহণ

উত্তরঃ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন

বিস্তারিত

1027. উষ্ণতার একক কিভাবে প্রকাশ করা হয়?

  • ক. মিটার
  • খ. অ্যাম্পিয়ার
  • গ. কেলভিন
  • ঘ. ফারেনহাইট

উত্তরঃ কেলভিন

বিস্তারিত

1028. আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন কে?

  • ক. স্নেল
  • খ. রবার্ট রয়েল
  • গ. ভন ওয়েরিক
  • ঘ. রোমার

উত্তরঃ রোমার

বিস্তারিত

1029. বস্তুর ওজন কোথায় শূন্য হয়?

  • ক. ভূপৃষ্ঠে
  • খ. ভূ-কেন্দ্রে
  • গ. সমুদ্র সমতলে
  • ঘ. শূন্য হতে পারে না

উত্তরঃ ভূ-কেন্দ্রে

বিস্তারিত

1030. ডিমের সাদা অংশে থাকে -

  • ক. ভিটামিন সি
  • খ. অ্যালবুমিন
  • গ. গ্লুকোজ
  • ঘ. লিনোলিক এসিড

উত্তরঃ অ্যালবুমিন

বিস্তারিত

1031. কোন উপাদানের ঘাটতির কারণে ডায়াবেটিস রোগ হয়?

  • ক. বিলিরুবিন
  • খ. মেলানিন
  • গ. ইনসুলিন
  • ঘ. হিমোগ্লোবিন

উত্তরঃ ইনসুলিন

বিস্তারিত

1033. দুধের বিশুদ্ধতা মাপা হয় কিসে?

  • ক. ন্যানোমিটার
  • খ. ল্যাকটোমিটার
  • গ. ফ্যাদোঁমিটার
  • ঘ. অলটিমিটার

উত্তরঃ ল্যাকটোমিটার

বিস্তারিত

1034. হাঙর মাছের তেলে কোন ভিটামিন থাকে?

  • ক. ভিটামিন E এবং D
  • খ. ভিটামিন C এবং D
  • গ. ভিটামিন A এবং D
  • ঘ. ভিটামিন B এবং D

উত্তরঃ ভিটামিন A এবং D

বিস্তারিত

1035. ইউরিয়া সারের প্রধান কাঁচামাল -

  • ক. চুনাপাথর
  • খ. খনিজ তেল
  • গ. অ্যামোনিয়া
  • ঘ. মিথেন গ্যাস

উত্তরঃ মিথেন গ্যাস

বিস্তারিত

1036. পেনিসিলিনের আবিষ্কর্তা কে?

  • ক. আলেক্সান্ডার ফ্লেমিং
  • খ. হিপাক্রেটস
  • গ. ইবনে সিনা
  • ঘ. ইউক্লিড

উত্তরঃ আলেক্সান্ডার ফ্লেমিং

বিস্তারিত

1037. ক্যালকুলেটরের ডায়ালে কোনটি ব্যবহৃত হয়?

  • ক. আয়রন চিপ
  • খ. কপার চিপ
  • গ. কার্কা চিপ
  • ঘ. সিলিকন চিপ

উত্তরঃ সিলিকন চিপ

বিস্তারিত

1038. কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী?

  • ক. ক্লোরিন
  • খ. টাইটেনিয়াম
  • গ. গ্রাফাইট
  • ঘ. গ্যালিয়াম

উত্তরঃ ক্লোরিন

বিস্তারিত

1039. ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কী বোঝেন?

  • ক. কেওড়া বন
  • খ. উপকূলীয় বন
  • গ. শালবন
  • ঘ. মানবসৃষ্ট বন

উত্তরঃ উপকূলীয় বন

বিস্তারিত

1040. অ্যালুমিনিয়াম ফসফেটকে চলতি বাংলায় কী বলে?

  • ক. চুন
  • খ. ফিটকিরি
  • গ. কস্টিক সোডা
  • ঘ. বেকিং পাউডার

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1041. One kg force is equal to -

  • ক. 7.8 N
  • খ. 8.9 N
  • গ. 9.8 N
  • ঘ. 11.8

উত্তরঃ 9.8 N

বিস্তারিত

1042. The presence of bacteria in water causes -

  • ক. hardness
  • খ. alkalinity
  • গ. diseases
  • ঘ. bad taste

উত্তরঃ diseases

বিস্তারিত

1043. পানির ঘনত্ব সবচেয়ে বেশি -

  • ক. 4 F তাপমাত্রায়
  • খ. 4K তাপমাত্রায়
  • গ. 4R তাপমাত্রায়
  • ঘ. 4C তাপমাত্রায়

উত্তরঃ 4C তাপমাত্রায়

বিস্তারিত

1044. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?

  • ক. ওয়াট আওয়ারে
  • খ. ওয়াটে
  • গ. ভোল্টে
  • ঘ. কিলোওয়াট আওয়ারে

উত্তরঃ কিলোওয়াট আওয়ারে

বিস্তারিত

1046. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

  • ক. উত্তল
  • খ. অবতল
  • গ. জুম
  • ঘ. সিলিন্ড্রিক্যাল

উত্তরঃ অবতল

বিস্তারিত

1047. ক্যান্সার রোগের কারণ কী?

  • ক. কোষের অস্বাভাবিক মৃত্যু
  • খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি
  • গ. কোষের অস্বাভাবিক জমাট বাধা
  • ঘ. উল্লিখিত সবগুলোই

উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি

বিস্তারিত

1048. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

  • ক. শনি
  • খ. বুধ
  • গ. বৃহস্পতি
  • ঘ. মঙ্গল

উত্তরঃ বৃহস্পতি

বিস্তারিত

1049. পরম শূন্য তাপমাত্রা কোনটি?

  • ক. 273 C
  • খ. -273 C
  • গ. 237 C
  • ঘ. -237 C

উত্তরঃ -273 C

বিস্তারিত

1050. হাই কার্বন স্টিলে কার্বনের পরিমাণ কত?

  • ক. ০.০৫-০.১%
  • খ. ০.১-০.৩%
  • গ. ০.৫-১.৭%
  • ঘ. ১২%

উত্তরঃ ০.৫-১.৭%

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects