সাধারন বিজ্ঞান

1076. বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হলে বস্তুটি -

  • ক. ভাসবে
  • খ. ডুববে
  • গ. স্থির থাকবে
  • ঘ. গতিপ্রাপ্ত হবে

উত্তরঃ ভাসবে

বিস্তারিত

1077. ‘স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক’ - সূত্রটি কার?

  • ক. চার্লসের
  • খ. গে-লুসাকের
  • গ. বয়েলের
  • ঘ. অ্যাভোগ্যাড্রোর

উত্তরঃ চার্লসের

বিস্তারিত

1078. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মিথেনের গড় পরিমাণ?

  • ক. ৯৫.৮%
  • খ. ৮৫.৮%
  • গ. ৭৫.৮%
  • ঘ. ৮০.৮%

উত্তরঃ ৯৫.৮%

বিস্তারিত

1079. তাপ ইঞ্জিনের পিস্টন সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় কেন?

  • ক. এটি ওজনে হালকা
  • খ. এটি উত্তম তাপ পরিবাহক
  • গ. এতে মরিচা ধরে না
  • ঘ. উপরের সবগুলি

উত্তরঃ উপরের সবগুলি

বিস্তারিত

1080. কয়লার ফিক্সড কার্বনের পরিমাপ হলো যে কার্বন -

  • ক. অন্য মৌলিক পদার্থের সাথে যুক্ত থাকে
  • খ. অন্য মৌলিক পদার্থের সাথে যুক্ত থাকে না
  • গ. উদ্বায়ী পদার্থের সাথে যুক্ত থাকে
  • ঘ. কয়লার ছাইয়ের সাথে যুক্ত থাকে

উত্তরঃ কয়লার ছাইয়ের সাথে যুক্ত থাকে

বিস্তারিত

1081. আদর্শ আপমাত্রা ও চাপের ক্ষেত্রে কোনটি সঠিক?

  • ক. ২৫C ও ৭৬০ মিমি পারদ
  • খ. সকল গ্যাসের আয়তন ২২.৪ লিটার
  • গ. ০C ও ৭৬ মিমি পারদ
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ সকল গ্যাসের আয়তন ২২.৪ লিটার

বিস্তারিত

1082. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ -

  • ক. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
  • খ. উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি হয়
  • গ. বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি হয়

বিস্তারিত

1083. গ্যাসীয় জ্বালানিতে অদাহ্য উপাদান কোনটি থাকতে পারে?

  • ক. মিথেন
  • খ. কার্বন মনোক্সাইড
  • গ. হাইড্রোজেন
  • ঘ. কার্বন ড্রাই-অক্সাইড

উত্তরঃ কার্বন ড্রাই-অক্সাইড

বিস্তারিত

1084. কোনটি খরপানি নয়?

  • ক. নলকূপের পানি
  • খ. নদীর পানি
  • গ. পাতিত পানি
  • ঘ. সমুদ্রের পানি

উত্তরঃ পাতিত পানি

বিস্তারিত

1085. সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে?

  • ক. বিকিরণ
  • খ. পরিবহণ
  • গ. পরিচলন
  • ঘ. বিকিরণ ও পরিবহণ

উত্তরঃ বিকিরণ

বিস্তারিত

1086. তাপশক্তি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

  • ক. এনার্জি মিটার
  • খ. থার্মোমিটার
  • গ. ক্যালরিমিটার
  • ঘ. এনিমোমিটার

উত্তরঃ ক্যালরিমিটার

বিস্তারিত

1087. পিজোমিটার টিউব কী কাজে ব্যবহার করা হয়?

  • ক. প্রবাহ পরিমাপ
  • খ. তাপমাত্রা পরিমাপ
  • গ. চাপ পরিমাপ
  • ঘ. চাপের তীব্রতা পরিমাপ

উত্তরঃ চাপ পরিমাপ

বিস্তারিত

1089. Proton এর ভর Electron এর ভরের -

  • ক. কম
  • খ. সমান
  • গ. ২০০০ গুণ
  • ঘ. ১৮৩৭ গুণ

উত্তরঃ ১৮৩৭ গুণ

বিস্তারিত

1090. দুধের শ্বেতসার বা শর্করাকে কি বলা হয়?

  • ক. স্টার্চ
  • খ. গ্লুকোজ
  • গ. সুক্রোজ
  • ঘ. ল্যাকটোজ

উত্তরঃ ল্যাকটোজ

বিস্তারিত

1091. Standard BOD is measured at :

  • ক. 20 c - 1day
  • খ. 25c - 3day
  • গ. 20c - 5day
  • ঘ. 30c - 5day

উত্তরঃ 20c - 5day

বিস্তারিত

1092. Integrated Circuit (IC) তৈরিতে কোন দ্রব্যটি ব্যবহৃত হয়?

  • ক. প্লাস্টিক
  • খ. সিলিকন
  • গ. তামা
  • ঘ. লোহা

উত্তরঃ সিলিকন

বিস্তারিত

1093. লেবুর রসে যে এসিড থাকে তার নাম -

  • ক. এসিটিক এসিড
  • খ. ফলিক এসিড
  • গ. নাইট্রিক এসিড
  • ঘ. সাইট্রিক এসিড

উত্তরঃ সাইট্রিক এসিড

বিস্তারিত

1094. কোন রং বেশি দূর থেকে দেয়া যায়?

  • ক. লাল
  • খ. হলুদ
  • গ. সাদা
  • ঘ. কালো

উত্তরঃ লাল

বিস্তারিত

1095. কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন ‘ডি’ তৈরিতে সাহায্য করে?

  • ক. বিটা রশ্মি
  • খ. আলট্রা ভায়োলেট রশ্মি
  • গ. আলফা রশ্মি
  • ঘ. এক্স রশ্মি

উত্তরঃ আলট্রা ভায়োলেট রশ্মি

বিস্তারিত

1096. কোন মৌলিক পদার্থ পৃথিবীতে সবচেয়ে বেশি আছে?

  • ক. অক্সিজেন
  • খ. নাইট্রোজেন
  • গ. হাইড্রোজেন
  • ঘ. লৌহ

উত্তরঃ অক্সিজেন

বিস্তারিত

1097. মাশরুম এক ধরনের -

  • ক. ফাংগাস
  • খ. অপুষ্পক উদ্ভিদ
  • গ. পরজীবী উদ্ভিদ
  • ঘ. অর্কিড

উত্তরঃ ফাংগাস

বিস্তারিত

1098. Motor ঘূর্ণনের দিক নির্ণয়ের জন্য কোনটি প্রযোজ্য?

  • ক. ফ্যারাডের সূত্র
  • খ. লেনজের সূত্র
  • গ. ফ্লেমিংয়ের ডানহস্ত সূত্র
  • ঘ. ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র

উত্তরঃ ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র

বিস্তারিত

1099. করোনার কারণে কোন গ্যাসের সৃষ্টি হয়?

  • ক. CO2
  • খ. O2
  • গ. O3
  • ঘ. সবকয়টি

উত্তরঃ O3

বিস্তারিত

1100. চা পাতায় কোন ভিটামিন থাকে?

  • ক. ভিটামিন কে
  • খ. ভিটামিন বি কমপ্লেক্স
  • গ. ভিটামিন এ
  • ঘ. ভিটামিন ই

উত্তরঃ ভিটামিন বি কমপ্লেক্স

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects