সাধারন বিজ্ঞান

1126. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

  • ক. খাদ্য পরিবহন করা
  • খ. হরমোন বহন করা
  • গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
  • ঘ. অক্সিজেন পরিবহন করা

উত্তরঃ অক্সিজেন পরিবহন করা

বিস্তারিত

1127. AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী

  • ক. SARS
  • খ. র‌্যাবিস
  • গ. HIV
  • ঘ. ইবোলা

উত্তরঃ HIV

বিস্তারিত

1128. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?

  • ক. লোহা
  • খ. দস্তা
  • গ. পটাশিয়াম
  • ঘ. অ্যালুমিনিয়াম

উত্তরঃ অ্যালুমিনিয়াম

বিস্তারিত

1130. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?

  • ক. পিসিকালচার
  • খ. এপিকালচার
  • গ. মেরিকালচার
  • ঘ. সেরিকালচার

উত্তরঃ এপিকালচার

বিস্তারিত

1131. নবায়যোগ্য শক্তি কোনটি?

  • ক. তেল
  • খ. গ্যাস
  • গ. কয়লা
  • ঘ. সমুদ্রের পানি

উত্তরঃ সমুদ্রের পানি

বিস্তারিত

1132. ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি?

  • ক. অ্যানোফিলিস
  • খ. এডিস
  • গ. কিউলেক্স
  • ঘ. হেমাপেয়াস

উত্তরঃ এডিস

বিস্তারিত

1133. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

  • ক. শূন্য মাধ্যম
  • খ. বায়বীয় মাধ্যম
  • গ. তরল মাধ্যম
  • ঘ. কঠিন মাধ্যম

উত্তরঃ কঠিন মাধ্যম

বিস্তারিত

1134. নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?

  • ক. কমা
  • খ. কক্কাস
  • গ. ব্যাসিলাস
  • ঘ. স্পাইরিলাস

উত্তরঃ কক্কাস

বিস্তারিত

1135. আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?

  • ক. কয়লা
  • খ. পোলিও টিকা
  • গ. ডিনামাইট
  • ঘ. বিদ্যুৎ

উত্তরঃ ডিনামাইট

বিস্তারিত

1136. দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?

  • ক. অগ্ন্যাশয়
  • খ. আন্ত্রিক গ্রন্থি
  • গ. যকৃৎ
  • ঘ. গ্যাস্ট্রিক গ্রন্থি

উত্তরঃ যকৃৎ

বিস্তারিত

1137. কোনটি শক্তির অনবায়ন যোগ্য উৎস?

  • ক. বায়ু
  • খ. পানির স্রোত
  • গ. সৌরশক্তি
  • ঘ. কয়লা

উত্তরঃ কয়লা

বিস্তারিত

1138. শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত?

  • ক. ৩৩২ m / s
  • খ. ৪৩২ m / s
  • গ. ২৮০ m / s
  • ঘ. ০

উত্তরঃ

বিস্তারিত

1139. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?

  • ক. সোডিয়াম
  • খ. পারদ
  • গ. ইউরেনিয়াম
  • ঘ. লিথিয়াম

উত্তরঃ পারদ

বিস্তারিত

1140. কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulent) হিসেবে ব্যবহৃত হয় না?

  • ক. সোডিয়াম অ্যালুমিনিয়াম
  • খ. ব্লিচিং পাউডার
  • গ. ফিটকিরি
  • ঘ. ফেরিক সালফেট

উত্তরঃ ব্লিচিং পাউডার

বিস্তারিত

1141. বস্তুর ওজন কোন স্থানে সবচেয়ে বেশি?

  • ক. বিষুব অঞ্চলে
  • খ. পাহাড়ের উপর
  • গ. মেরু অঞ্চলে
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ মেরু অঞ্চলে

বিস্তারিত

1143. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে -

  • ক. হাইড্রোজেন
  • খ. কার্বন ডাই অক্সাইড
  • গ. অক্সিজেন
  • ঘ. নাইট্রোজেন

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

1144. বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়?

  • ক. বর্গমিটার
  • খ. ঘনমিটার
  • গ. মিলিমিটার
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ মিলিমিটার

বিস্তারিত

1145. CNG এর পূর্ণরূপ কি?

  • ক. Compound Natual Gas
  • খ. Coated Natural Gas
  • গ. Compressed Natural Gas
  • ঘ. Common Natural Gas

উত্তরঃ Compressed Natural Gas

বিস্তারিত

1146. রংধনুতে কয়টি রং?

  • ক. ৫টি
  • খ. ৬টি
  • গ. ৮টি
  • ঘ. ৭টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

1147. SI পদ্ধতিতে ওজনের একক কোনটি?

  • ক. নিউটন
  • খ. কেজি
  • গ. পাউন্ড
  • ঘ. প্যাসকেল

উত্তরঃ নিউটন

বিস্তারিত

1148. পানযোগ্য পানির pH কত?

  • ক. 7 to 8
  • খ. 5 to 9
  • গ. 6.5 to 8.5
  • ঘ. 8 to 12

উত্তরঃ 6.5 to 8.5

বিস্তারিত

1150. উষ্ণতার জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি?

  • ক. মিথেন
  • খ. কার্বন ডাই অক্সাইড
  • গ. নাইট্রোজেন
  • ঘ. ওজোন

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects