সাধারন বিজ্ঞান
1126. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
- ক. খাদ্য পরিবহন করা
- খ. হরমোন বহন করা
- গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
- ঘ. অক্সিজেন পরিবহন করা
উত্তরঃ অক্সিজেন পরিবহন করা
1128. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
- ক. লোহা
- খ. দস্তা
- গ. পটাশিয়াম
- ঘ. অ্যালুমিনিয়াম
উত্তরঃ অ্যালুমিনিয়াম
1130. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?
- ক. পিসিকালচার
- খ. এপিকালচার
- গ. মেরিকালচার
- ঘ. সেরিকালচার
উত্তরঃ এপিকালচার
1132. ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি?
- ক. অ্যানোফিলিস
- খ. এডিস
- গ. কিউলেক্স
- ঘ. হেমাপেয়াস
উত্তরঃ এডিস
1133. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
- ক. শূন্য মাধ্যম
- খ. বায়বীয় মাধ্যম
- গ. তরল মাধ্যম
- ঘ. কঠিন মাধ্যম
উত্তরঃ কঠিন মাধ্যম
1134. নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?
- ক. কমা
- খ. কক্কাস
- গ. ব্যাসিলাস
- ঘ. স্পাইরিলাস
উত্তরঃ কক্কাস
1136. দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
- ক. অগ্ন্যাশয়
- খ. আন্ত্রিক গ্রন্থি
- গ. যকৃৎ
- ঘ. গ্যাস্ট্রিক গ্রন্থি
উত্তরঃ যকৃৎ
1140. কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulent) হিসেবে ব্যবহৃত হয় না?
- ক. সোডিয়াম অ্যালুমিনিয়াম
- খ. ব্লিচিং পাউডার
- গ. ফিটকিরি
- ঘ. ফেরিক সালফেট
উত্তরঃ ব্লিচিং পাউডার
1141. বস্তুর ওজন কোন স্থানে সবচেয়ে বেশি?
- ক. বিষুব অঞ্চলে
- খ. পাহাড়ের উপর
- গ. মেরু অঞ্চলে
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ মেরু অঞ্চলে
1143. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে -
- ক. হাইড্রোজেন
- খ. কার্বন ডাই অক্সাইড
- গ. অক্সিজেন
- ঘ. নাইট্রোজেন
উত্তরঃ নাইট্রোজেন
1144. বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়?
- ক. বর্গমিটার
- খ. ঘনমিটার
- গ. মিলিমিটার
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ মিলিমিটার
1145. CNG এর পূর্ণরূপ কি?
- ক. Compound Natual Gas
- খ. Coated Natural Gas
- গ. Compressed Natural Gas
- ঘ. Common Natural Gas
উত্তরঃ Compressed Natural Gas
1149. নিচের কোন উপাদান কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে?
- ক. Silica
- খ. Magnesium
- গ. Sodium
- ঘ. Alumina
উত্তরঃ Silica
1150. উষ্ণতার জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি?
- ক. মিথেন
- খ. কার্বন ডাই অক্সাইড
- গ. নাইট্রোজেন
- ঘ. ওজোন
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড