সাধারন বিজ্ঞান

1201. তাপ এক ধরনের -

  • ক. পদার্থ
  • খ. আলো
  • গ. বল
  • ঘ. শক্তি

উত্তরঃ শক্তি

বিস্তারিত

1202. কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধে সাহায্য করে?

  • ক. ভিটামিন ‘সি’
  • খ. ভিটামিন ‘ডি’
  • গ. ভিটামিন ‘কে’
  • ঘ. ভিটামিন ‘বি২’

উত্তরঃ ভিটামিন ‘কে’

বিস্তারিত

1203. ‘গাছের প্রাণ আছে’ - কে প্রমাণ করেন?

  • ক. আইনস্টাইন
  • খ. জগদীশচন্দ্র বসু
  • গ. নিউটন
  • ঘ. ডারউইন

উত্তরঃ জগদীশচন্দ্র বসু

বিস্তারিত

1204. ১ কিলোগ্রাম = কত পাউন্ড?

  • ক. ১২
  • খ. ০.২২
  • গ. ২.২
  • ঘ. ২.৪৭

উত্তরঃ ২.২

বিস্তারিত

1205. ১ নটিক্যাল মাইল = কত কিমি?

  • ক. ০.৬২১
  • খ. ১.৪৭২
  • গ. ১.৮৫২
  • ঘ. ২.২৫৪

উত্তরঃ ১.৮৫২

বিস্তারিত

1206. ১ ক্যারেট = কত গ্রাম?

  • ক. ০.২ গ্রাম
  • খ. ১৮ গ্রাম
  • গ. ২ গ্রাম
  • ঘ. ৫ গ্রাম

উত্তরঃ ০.২ গ্রাম

বিস্তারিত

1207. আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে?

  • ক. ইলেকট্রন
  • খ. প্রোটন
  • গ. নিউট্রন
  • ঘ. কারণ অনাবিস্কৃত

উত্তরঃ নিউট্রন

বিস্তারিত

1208. রোদে কাপড় শুকায় কোন প্রক্রিয়ায়?

  • ক. স্ফুটন
  • খ. বাষ্পীভবন
  • গ. উধ্র্বপাতন
  • ঘ. ঘনীভবন

উত্তরঃ বাষ্পীভবন

বিস্তারিত

1209. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো -

  • ক. এ রোগে মানবদেহে কিডনী নষ্ট হয়
  • খ. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
  • গ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
  • ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়

উত্তরঃ চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়

বিস্তারিত

1210. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?

  • ক. ব্যারোমিটার
  • খ. সিসমোগ্রাফ
  • গ. ম্যানোমিটার
  • ঘ. ট্র্যাপোমিটার

উত্তরঃ সিসমোগ্রাফ

বিস্তারিত

1211. মস্তিস্ক কোন তন্ত্রের অস্ত্র?

  • ক. স্নায়ুতন্ত্রের
  • খ. রেচন তন্ত্রের
  • গ. পরিপাক তন্ত্রের
  • ঘ. শ্বাস তন্ত্রের

উত্তরঃ স্নায়ুতন্ত্রের

বিস্তারিত

1212. কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?

  • ক. ডিজেল
  • খ. পেট্রোল
  • গ. অকটেন
  • ঘ. সিএনজি

উত্তরঃ ডিজেল

বিস্তারিত

1214. সুনামির (Tsunami) কারণ হলো -

  • ক. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
  • খ. ঘূর্ণিঝড়
  • গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
  • ঘ. সমুদ্র তলদেশের ভূমিকম্প

উত্তরঃ সমুদ্র তলদেশের ভূমিকম্প

বিস্তারিত

1215. কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিস্কে থাকে?

  • ক. ১ সেকেন্ড
  • খ. ০.১ সেকেন্ড
  • গ. ০.০১ সেকেন্ড
  • ঘ. ০.০০১ সেকেন্ড

উত্তরঃ ০.১ সেকেন্ড

বিস্তারিত

1216. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?

  • ক. মেলানিন
  • খ. থায়ামিন
  • গ. ক্যারোটিন
  • ঘ. হিমোগ্লোবিন

উত্তরঃ মেলানিন

বিস্তারিত

1217. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় -

  • ক. প্যাথজেনিক
  • খ. ইনফেকশন
  • গ. টক্সিন
  • ঘ. জীবাণু

উত্তরঃ প্যাথজেনিক

বিস্তারিত

1218. প্রেসার কুকারে পানির স্টুটনাঙ্ক -

  • ক. কম হয়
  • খ. বেশি হয়
  • গ. ঠিক থাকে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বেশি হয়

বিস্তারিত

1219. নিচের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?

  • ক. সড়ক দুর্ঘটনা
  • খ. তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
  • গ. ক্যান্সার
  • ঘ. বায়ু দূষণ

উত্তরঃ বায়ু দূষণ

বিস্তারিত

1220. কোলেস্টেরল এক ধরনের -

  • ক. অসম্পৃক্ত এলকোহল
  • খ. জৈব এসিড
  • গ. পলিমার
  • ঘ. এমিনো এসিড

উত্তরঃ অসম্পৃক্ত এলকোহল

বিস্তারিত

1221. সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি?

  • ক. ম্যানোমিটার
  • খ. হাইড্রোমিটার
  • গ. সনোমিটার
  • ঘ. ফ্যাদোমিটার

উত্তরঃ ফ্যাদোমিটার

বিস্তারিত

1222. পৃথিবীর আহ্নিক গতির কারণে নীচের কোনটি হয়?

  • ক. দিন-রাত্রি
  • খ. ঋতু পরিবর্তন
  • গ. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
  • ঘ. খরা

উত্তরঃ দিন-রাত্রি

বিস্তারিত

1223. কোন গ্যাস নিজে জ্বলে, কিন্তু দহনে সহায়তা করে না?

  • ক. নাইট্রোজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. অক্সিজেন
  • ঘ. কার্বন ডাই-অক্সাইড

উত্তরঃ হাইড্রোজেন

বিস্তারিত

1224. এলুমিনিয়াম সালফেট সাধারণভাবে কি নামে পরিচিত?

  • ক. ন্যাপথলিন
  • খ. ফিটকিরি
  • গ. কর্পুর
  • ঘ. গন্ধক

উত্তরঃ ফিটকিরি

বিস্তারিত

1225. ভিটামিটন ‘ই’ এর সবচেয়ে ভালো উৎস কি?

  • ক. ডাব
  • খ. ভোজ্য তেল
  • গ. দুধ
  • ঘ. শস্যদানা

উত্তরঃ ভোজ্য তেল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects