সাধারন বিজ্ঞান
1152. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?
- ক. জেমস ওয়াট
- খ. হেনরিক মার্জ
- গ. আইজ্যাক নিউটন
- ঘ. স্টিফেন হকিংস
উত্তরঃ জেমস ওয়াট
1153. ‘ইনসুলিন’ হরমোনের অভাবে কোন রোগ হয়?
- ক. স্কার্ভি
- খ. রিকেট
- গ. রাতকানা
- ঘ. ডায়াবেটিস
উত্তরঃ ডায়াবেটিস
1156. LPG গ্যাসের মুল উপাদান কী?
- ক. মিথেন ও বিউটেন
- খ. মিথেন
- গ. প্রোপেন ও বিউটেন
- ঘ. ইথেন
উত্তরঃ প্রোপেন ও বিউটেন
1157. খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
- ক. জিংক
- খ. অক্সিজেন
- গ. কার্বন ডাই-অক্সাইড
- ঘ. ফসফরাস
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড
1160. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?
- ক. তামা
- খ. দস্তা
- গ. অ্যালুমিনিয়াম
- ঘ. পারদ
উত্তরঃ পারদ
1161. অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে?
- ক. তরল কার্বন ডাই-অক্সাইড
- খ. তরল অ্যামোনিয়া
- গ. তরল নাইট্রোজেন
- ঘ. অক্সিজেন তরল আকারে
উত্তরঃ তরল কার্বন ডাই-অক্সাইড
1162. মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত হয়?
- ক. হৃদযন্ত্রে
- খ. বৃক্কে
- গ. ফুসফুসে
- ঘ. প্লীহাতে
উত্তরঃ প্লীহাতে
1165. নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
- ক. ভিটামিন ডি
- খ. ভিটামিন ই
- গ. ভিটামিন সি ও বি
- ঘ. ভিটামিন এ
উত্তরঃ ভিটামিন সি ও বি
1166. প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?
- ক. রিকেট
- খ. ডিপথেরিয়া
- গ. কোয়াশিয়রকর
- ঘ. বেরিবেরি
উত্তরঃ কোয়াশিয়রকর
1167. ‘রিকেটস’ কোন ভিটামিনের অভাবে দেখা দেয়?
- ক. ভিটামিন ‘এ’
- খ. ভিটামিন ‘বি’
- গ. ভিটামিন ‘ই’
- ঘ. ভিটামিন ‘ডি’
উত্তরঃ ভিটামিন ‘ডি’
1168. বস্তুর ভর ভূপৃষ্টে বা ভুপৃষ্টের উপরে অবস্থানের পরিবর্তেনর সাথে -
- ক. পরিবর্তিত হয় না
- খ. হ্রাস পায়
- গ. পরিবর্তিত হয়
- ঘ. ৬ গুণ বৃদ্ধি পায়
উত্তরঃ পরিবর্তিত হয় না
1169. পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় -
- ক. অতিযোজন
- খ. মাধ্যাকর্ষণ
- গ. মহাকর্ষ
- ঘ. ত্বরণ
উত্তরঃ মাধ্যাকর্ষণ
1170. কোন ভিটামিনের অভাবে ‘রাতকানা’ রোগ হয়?
- ক. ভিটামিন ‘ডি’
- খ. ভিটামিন ‘বি’ কপপ্লেক্স
- গ. ভিটামিন ‘সি’
- ঘ. ভিটামিন ‘এ’
উত্তরঃ ভিটামিন ‘এ’
1171. ইনসুলিন কি?
- ক. এক ধরনের এনজাইম
- খ. এক ধরনের কৃত্রিম অঙ্গ
- গ. এক ধরনের হরমোন
- ঘ. এক ধরনের অন্ত্র
উত্তরঃ এক ধরনের হরমোন
1173. সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো -
- ক. তামা ও লোহা
- খ. তামা ও টিন
- গ. টিন ও দস্তা
- ঘ. লোহা ও দস্তা
উত্তরঃ তামা ও টিন