সাধারন বিজ্ঞান
1001. ৫০ ফারেনহাইট উষ্ণতার সমান
- ক. ১০০ সেন্টিগ্রেড
- খ. ৫০ সেন্টিগ্রেড
- গ. ৩২ সেন্টিগ্রেড
- ঘ. ১০ সেন্টিগ্রেড
উত্তরঃ ১০ সেন্টিগ্রেড
1002. চলার পথে প্রতিবন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয়ে বাদুড় কি ব্যবহার করে?
- ক. শব্দের তরঙ্গ
- খ. শ্রাব্যতার তরঙ্গ
- গ. শব্দোত্তর তরঙ্গ
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ শব্দোত্তর তরঙ্গ
1003. সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি, কারণ লাল আলোর -
- ক. তরঙ্গ দৈর্ঘ্য কম
- খ. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
- গ. প্রতিরণ বেশি
- ঘ. কম্পাঙ্ক বেশি
উত্তরঃ তরঙ্গ দৈর্ঘ্য বেশি
1004. মোটর, জেনারেটর ও ট্রান্সফরমার ইত্যাদিতে কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
- ক. অস্থায়ী চুম্বক
- খ. স্থায়ী চুম্বক
- গ. প্রাকৃতিক চুম্বক
- ঘ. সিরামিক চুম্বক
উত্তরঃ অস্থায়ী চুম্বক
1005. কোন অবস্থায় তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয়?
- ক. কোনো রকম প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে
- খ. যখন সেটি উত্তপ্ত করা হয়
- গ. যখন কার উপর উচ্চ চাপ প্রয়োগ করা হয়
- ঘ. যখন অন্য পদার্থের সাথে সংঘর্ষ হয়
উত্তরঃ কোনো রকম প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে
1006. বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় -
- ক. কপার তার
- খ. এন্টিমনি তার
- গ. টাংস্টেন তার
- ঘ. নাইক্রোম তার
উত্তরঃ নাইক্রোম তার
1008. পানির লবণাক্ততা কোনটি মাধ্যমে নির্ণয় করা হয়?
- ক. ক্লোরাইড আয়ন
- খ. Electrical conductivity
- গ. Alkalinity
- ঘ. ক এবং খ
উত্তরঃ ক এবং খ
1009. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
- ক. ব্রোমিন
- খ. ক্লোরিন
- গ. আয়োডিন
- ঘ. সালফার
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1011. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী?
- ক. কার্বন ডাই অক্সাইড
- খ. মিথেন
- গ. ওজোন
- ঘ. কার্বন মনো অক্সাইড
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
1015. যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিন্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলে -
- ক. শিরা
- খ. ধমনি
- গ. হৃৎপিণ্ড
- ঘ. কৈশিক জালিকা
উত্তরঃ ধমনি
1018. টেস্টিং সল্টের রাসায়নিক নাম হলো -
- ক. সোডিয়াম ক্লোরাইড
- খ. সোডিয়াম কার্বনেট
- গ. সোডিয়াম স্টিয়ারেট
- ঘ. সোডিয়াম গ্লুটামেট
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1019. সুনামি সৃষ্টি হতে পারে যে কারণে -
- ক. সমুদ্র তলদেশে ভূমিকম্প
- খ. আগ্নেয়গিরির অগ্ল্যৎপাত
- গ. ভূমিধস
- ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো
1020. Incandescent bulb এর filament কী দিয়ে তৈরি?
- ক. Nickel
- খ. Nichrom
- গ. Tungsten
- ঘ. Aluminium
উত্তরঃ Tungsten
1021. বাতাসে নাইট্রোজেন গ্যাস আছে কত ভাগ?
- ক. শতকরা ৬০ ভাগ
- খ. শতকরা ৬৫ ভাগ
- গ. শতকরা ৭০ ভাগ
- ঘ. শতকরা ৭৭ভাগ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1022. Biogas উৎপাদনের প্রধান উৎস কী?
- ক. human waste
- খ. wet cow dung
- গ. poultry waste
- ঘ. সবকটি
উত্তরঃ সবকটি
1023. আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করাকে কী বলে?
- ক. আলোর প্রতিফলন
- খ. আলোর প্রতিসরণ
- গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- ঘ. সংকট কোণ
উত্তরঃ আলোর প্রতিসরণ
1024. চোখের কোনটি মস্তিস্কে দর্শনের অনুভূতি জাগায়?
- ক. চোখের মণি
- খ. আইরিশ
- গ. রেটিনা
- ঘ. কর্নিয়া
উত্তরঃ রেটিনা
1025. মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ ব্যবহৃত হয় কোনটি?
- ক. এক্স-রে
- খ. ইসিজি
- গ. ইটিটি
- ঘ. সিটি স্ক্যান
উত্তরঃ ইসিজি