সাধারন বিজ্ঞান
976. নিচের কোন যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে?
- ক. বেনজিন
- খ. ক্লোরোবেনজিন
- গ. জাইলিন
- ঘ. ফেনল
উত্তরঃ বেনজিন
977. একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 mmol/L । mg/dL এককে এর মান কত হবে?
- ক. 360
- খ. 240
- গ. 180
- ঘ. 560
উত্তরঃ 180
978. সোডা অ্যাশ শিল্পক্ষেত্রে কোন পদ্ধতিতে তৈরি করা হয়?
- ক. Solvay পদ্ধতি
- খ. Bessemer পদ্ধতি
- গ. Chamber পদ্ধতি
- ঘ. Haber পদ্ধতি
উত্তরঃ Solvay পদ্ধতি
- ক. NaCI
- খ. AgNO3
- গ. ZnSO42.5
- ঘ. AICI3
উত্তরঃ AgNO3
- ক. 5
- খ. 50
- গ. .05
- ঘ. 500
উত্তরঃ 50
983. পেপার ক্রোমাটোগ্রাফিতে কোনটি স্থির দশা হিসেবে কাজ করে?
- ক. পেপার
- খ. পানি
- গ. সেলুলোজ
- ঘ. গ্লুকোজ
উত্তরঃ পানি
985. কার্বন ব্যতীত অন্য কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়?
- ক. এলুমিনিয়াম
- খ. সিলিকন
- গ. গ্যালিয়াম
- ঘ. আর্সেনিক
উত্তরঃ সিলিকন
986. pH ফ্যাক্টর ৫ এরূপ একটি দ্রবণ আরেকটি দ্রবণ যার pH ফ্যাক্টর ২ তার থেকে কত ভাগ অম্লীয়?
- ক. ৩
- খ. ১০০
- গ. ১০০০
- ঘ. ৩০০
উত্তরঃ ১০০০
987. নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
- ক. গ্লিসারিন
- খ. ফিটকিরি
- গ. সোডিয়াম ক্লোরাইড
- ঘ. ক্যালসিয়াম কার্বনেট
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট
988. দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে -
- ক. রক্তরস
- খ. শ্বেতকণিকা
- গ. অণুচক্রিকা
- ঘ. লোহিত কণিকা
উত্তরঃ শ্বেতকণিকা
989. স্কার্ভি রোগের প্রতিষেধক কোন ভিটামিন?
- ক. ভিটামিন - E
- খ. ভিটামিন - K
- গ. ভিটামিন -B
- ঘ. ভিটামিন - C
উত্তরঃ ভিটামিন - C
991. প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি?
- ক. UNIVAC - 1
- খ. IBM - 705
- গ. IBM - 650
- ঘ. IBM - 702
উত্তরঃ UNIVAC - 1
992. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি?
- ক. N2 গ্যাস
- খ. H2 গ্যাস
- গ. CH4 গ্যাস
- ঘ. CH3 গ্যাস
উত্তরঃ CH4 গ্যাস
993. টমাস আলভা এডিসন আবিষ্কার করেন -
- ক. বৈদ্যুতিক বাতি
- খ. ফনোগ্রাফ
- গ. সিনেমা প্রজেক্টর
- ঘ. উপরের সবকটি
উত্তরঃ উপরের সবকটি
995. 'Green House' effect is the cause of -
- ক. Over temperature
- খ. Sudden rise of temperature
- গ. Gradual rise of tempature
- ঘ. Emission of gass
উত্তরঃ Emission of gass
996. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
- ক. পরমাণু শক্তি
- খ. কয়লা
- গ. পেট্রোল
- ঘ. প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ পরমাণু শক্তি
999. কোলেস্টেরল এক ধরনে -
- ক. অ্যামাইনো এসিড
- খ. পলিমার
- গ. জৈব এসিড
- ঘ. অসম্পৃক্ত অ্যালকোহল
উত্তরঃ অসম্পৃক্ত অ্যালকোহল
1000. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের মাধ্যমে তা হলো -
- ক. অ্যামপ্লিফায়ার
- খ. জেনারেটর
- গ. লাউড স্পিকার
- ঘ. মাইক্রোফোন
উত্তরঃ লাউড স্পিকার