সাধারন বিজ্ঞান
576. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
- ক. লিথিয়াম
- খ. পটাসিয়াম
- গ. প্লাটিনাম
- ঘ. এ্যালুমিনিয়াম
উত্তরঃ প্লাটিনাম
578. কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
- ক. বৃষ্টিপাত
- খ. সাগর
- গ. বিলের পানি
- ঘ. নদী
উত্তরঃ বৃষ্টিপাত
579. ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
- ক. স্যাংগার ও পলিং
- খ. লুই পাস্তুর ও ওয়াটসন
- গ. ওয়াটমন ও ক্রিক
- ঘ. পলিং ও ক্রিক
উত্তরঃ ওয়াটমন ও ক্রিক
581. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম -
- ক. ক্রনোমিটার
- খ. কম্পাস
- গ. সিসমোগ্রাফ
- ঘ. সেক্সট্যান্ট
উত্তরঃ ক্রনোমিটার
582. মানবদেহের রক্ত চাপ নির্ণায়ক যন্ত্র -
- ক. স্ফিগমোম্যানোমিটার
- খ. স্টেথস্কোপ
- গ. কার্ডিওগ্রাফ
- ঘ. ইকোকার্ডিওগ্রাফ
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার
583. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -
- ক. ক্রনোমিটার
- খ. ট্যাকোমিটার
- গ. হাইড্রোমিটার
- ঘ. ওডোমিটার
উত্তরঃ ট্যাকোমিটার
584. ‘বেকেরেল’ কিসের একক?
- ক. লেন্সের ক্ষমতা
- খ. এক্সরে
- গ. দীপন ক্ষমতা
- ঘ. তেজস্ত্রিয়তা
উত্তরঃ তেজস্ত্রিয়তা
585. সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
- ক. ভিটামিন এ
- খ. ভিটামিন বি
- গ. ভিটামিন ই
- ঘ. ভিটামিন ডি
উত্তরঃ ভিটামিন ডি
586. এডিস মশা নিচের কোন রোগটির বাহন?
- ক. গোদ রোগ
- খ. ম্যালেরিয়া
- গ. চিকুনগুনিয়া
- ঘ. ফাইলেরিয়া
উত্তরঃ চিকুনগুনিয়া
587. পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে -
- ক. অ্যাসকরবিক এসিড
- খ. অক্সালিক এসিড
- গ. মিথানয়িক এসিড
- ঘ. টারটারিক এসিড
উত্তরঃ মিথানয়িক এসিড
588. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?
- ক. থার্মোমিটার
- খ. ফ্যাদোমিটার
- গ. স্ফিগমোম্যানোমিটার
- ঘ. রিখটার স্কেল
উত্তরঃ ফ্যাদোমিটার
589. পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?
- ক. অক্সালিক এসিড
- খ. সাইট্রিক এসিড
- গ. ফরমিক এসিড
- ঘ. নাইট্রিক এসিড
উত্তরঃ ফরমিক এসিড
590. চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ?
- ক. পানিবাহিত
- খ. পতঙ্গবাহিত
- গ. বায়ুবাহিত
- ঘ. রক্তবাহিত
উত্তরঃ পতঙ্গবাহিত
594. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
- ক. আলফা রশ্মি
- খ. বিটা রশ্মি
- গ. গামা রশ্মি
- ঘ. আল্ট্রাভায়োলেট রশ্মি
উত্তরঃ গামা রশ্মি
596. এক বর্গইঞ্চি -
- ক. 0,0929 বর্গ সেমি
- খ. 7.32 বর্গ সেমি
- গ. 6.45 বর্গ সেমি
- ঘ. 64.50 বর্গ সেমি
উত্তরঃ 6.45 বর্গ সেমি
597. তাপের পরিবহন যে মাধ্যমে সবচেয়ে বেশি তা হলো -
- ক. বায়বীয়
- খ. কঠিন
- গ. তরল
- ঘ. কোনোটিই না
উত্তরঃ কঠিন
598. E = mc2 সূত্রটি প্রতিপাদন করেন -
- ক. নিউটন
- খ. আর্কিমিডিস
- গ. আইনস্টাইন
- ঘ. গ্যালিলিও
উত্তরঃ আইনস্টাইন