সাধারন বিজ্ঞান
- ক. তাপমাত্রা
- খ. pulse
- গ. ইউরিনের পরিমান
- ঘ. Lymph node
উত্তরঃ ইউরিনের পরিমান
802. সারা শরীরে পানি জমে যাওয়াকে বলে -
- ক. Anuria
- খ. Acidosis
- গ. Alkalosis
- ঘ. Anasarca
উত্তরঃ Anasarca
- ক. পরিপাকতন্ত্র
- খ. শ্বাসতন্ত্র
- গ. স্নায়ুতন্ত্র
- ঘ. রেচন তন্ত্র
উত্তরঃ শ্বাসতন্ত্র
805. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের প্রভাবে?
- ক. অ্যাডরেনালিন
- খ. ইনসুলিন
- গ. থাইরোক্সিন
- ঘ. গ্লুকাসন
উত্তরঃ অ্যাডরেনালিন
806. Expressed breast milk room temparature এ সংরক্ষণ সম্ভব -
- ক. ২ ঘণ্টা
- খ. ৫ ঘণ্টা
- গ. ৮ ঘণ্টা
- ঘ. ২৪ ঘণ্টা
উত্তরঃ ৮ ঘণ্টা
807. অপারেশন থিয়েটারে প্রবেশ করার আগে বাইরের কাপড় পরিবর্তন করে OT Dress পরতে হয় কেন?
- ক. সৌন্দর্য বর্ধন করার জন্য
- খ. OT staff দের সঠিকভাবে চিহ্নিত করার জন্য
- গ. Infection prevention করার জন্য
- ঘ. নিজস্ব কাপড়ে রক্ত ও ময়লা লেগে যেতে পারে সেজন্য
উত্তরঃ Infection prevention করার জন্য
809. এইডস রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি?
- ক. Herpes simple
- খ. Picoma virus
- গ. Coxsachie virus
- ঘ. Human immunodeficiency virus
উত্তরঃ Human immunodeficiency virus
810. প্রসব পরবর্তী জটিলতা কোনটি?
- ক. Antepartum hemorrhage
- খ. Premature rupture of membrane
- গ. Antepartum eclampsia
- ঘ. post partum hemorrhage
উত্তরঃ post partum hemorrhage
- ক. Genetic disorder
- খ. রক্তের সমস্যা
- গ. Thyroid জনিত সমস্যা
- ঘ. কিডনির সমস্যা
উত্তরঃ Genetic disorder
813. নিচের কোন ঔষধটি এনেসথেসিয়ায় ব্যবহৃত হয়?
- ক. Oxytocin
- খ. Amoxycillin
- গ. Salbutamol
- ঘ. Ketamine
উত্তরঃ Ketamine
814. শরীরে Oedema হওয়া একটি কারণ হলো -
- ক. Lymphatic blockage
- খ. উচ্চরক্তচাপ
- গ. প্রচুর পরিমাণে পানি পান করা
- ঘ. ডায়াবেটিস
উত্তরঃ Lymphatic blockage
815. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন -
- ক. ব্রেইল
- খ. কপার্নিকাস
- গ. ডেভিটবোর
- ঘ. টমাস আলভা এডিসন
উত্তরঃ ব্রেইল
816. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. নিইজিল্যান্ড
- গ. বাহামা
- ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ নিইজিল্যান্ড
817. গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
- ক. নিম্নভূমি নিমজ্জিত হবে
- খ. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
- গ. বৃষ্টিপাত কমে যাবে
- ঘ. বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে
818. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো -
- ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
- খ. এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
- গ. এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
- ঘ. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
উত্তরঃ চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
819. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
- ক. গ্লিসারিন
- খ. ফিটকিরি
- গ. সোডিয়াম ক্লোরাইড
- ঘ. ক্যালসিয়াম কার্বনেট
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট
820. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায় -
- ক. এক কিলোওয়াট-ঘণ্টা
- খ. এক ওয়াট -ঘণ্টা
- গ. এক-কিলোওয়াট
- ঘ. এক ওয়াট
উত্তরঃ এক কিলোওয়াট-ঘণ্টা
821. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ -
- ক. রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
- খ. বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
- গ. উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
- ঘ. সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
উত্তরঃ উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
822. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
- ক. বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
- খ. আলোর বিচ্ছুরণে
- গ. অপবর্তনে
- ঘ. দৃষ্টিভ্রমে
উত্তরঃ বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
824. তাপ ইঞ্জিনের কাজ (Heat Engine)
- ক. যান্ত্রিকশক্তিতে রূপান্তর
- খ. তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
- গ. বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
- ঘ. তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর
উত্তরঃ তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
825. ‘সুপার ব্লু ব্লাড মুন’ সর্বশেষ কোন সালে দেখা গিয়েছিল?
- ক. ১৮৬৬
- খ. ১৯৬৬
- গ. ১৯৯৬
- ঘ. ২০১৮
উত্তরঃ ২০১৮