বিশ্ব পরিচিতি

402. গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?

  • ক. যুক্তরাষ্ট্র(USA)
  • খ. ব্রিটেন(UK)
  • গ. ইরাক(Iraq)
  • ঘ. কিউবা(Cuba)

উত্তরঃ কিউবা(Cuba)

বিস্তারিত

403. যুক্তরাষ্ট্র গুয়ান্তানামো বে ব্যবহার করে--

  • ক. জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের জন্য
  • খ. সামরিক কয়েদখানা হিসাবে
  • গ. জাতীয় পার্ক হিসাবে
  • ঘ. পর্যটন স্থান হিসাবে

উত্তরঃ সামরিক কয়েদখানা হিসাবে

বিস্তারিত

404. যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ন ভূখণ্ডটির নাম কি?

  • ক. গুয়ান্তানামো বে
  • খ. হ্যান্স আইল্যান্ড
  • গ. মাইয়োট
  • ঘ. গ্রানাডা

উত্তরঃ গুয়ান্তানামো বে

বিস্তারিত

406. বারাক ওবামার পারিবারিক শিকড় আফ্রিকার কোন দেশে খুঁজে পাওয়া যায়?

  • ক. জাম্বিয়া
  • খ. জায়ার
  • গ. তাঞ্জানিয়া
  • ঘ. কেনিয়া

উত্তরঃ কেনিয়া

বিস্তারিত

407. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কি?

  • ক. ডেমোক্রেটিক পার্টি
  • খ. রিপাবলিকান পার্টি
  • গ. লেবার পার্টি
  • ঘ. কনজারভেটিভ পার্টি

উত্তরঃ ডেমোক্রেটিক পার্টি

বিস্তারিত

408. মুসলিম বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট হিসাবে বক্তৃতা দেন?

  • ক. আল আযহার
  • খ. কিং ফয়সাল
  • গ. কিং সৌদি
  • ঘ. কিং আবদুল্লাহ

উত্তরঃ আল আযহার

বিস্তারিত

409. মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলা হয়?

  • ক. Foreign Minister
  • খ. Secretary of the State
  • গ. Foreign Secretary
  • ঘ. International Minister

উত্তরঃ Secretary of the State

বিস্তারিত

410. সেক্রেটারী অব স্টেট বলা হয় কোন দেশের পররাষ্ট্র মন্ত্রীকে?

  • ক. যুক্তরাজ্য
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

411. যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের অহিংসবাদী নেতা কে ছিলেন?

  • ক. হেনরি
  • খ. মার্টিন লুথার কিং
  • গ. দেসমন্ড টুটু
  • ঘ. কেনেথ কাউন্ডা

উত্তরঃ মার্টিন লুথার কিং

বিস্তারিত

412. কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হন--

  • ক. নেলসন ম্যান্ডেলা
  • খ. মার্টিন লুথার কিং
  • গ. এলিজা মোহাম্মদ
  • ঘ. ম্যালকম এক্স

উত্তরঃ মার্টিন লুথার কিং

বিস্তারিত

413. কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?

  • ক. ১৯৫৮ সালে
  • খ. ১৯৬৮ সালে
  • গ. ১৯৪৮ সালে
  • ঘ. ১৯৭৮ সালে

উত্তরঃ ১৯৬৮ সালে

বিস্তারিত

414. I have a dream শীর্ষক বিখ্যাত ভাষনটি প্রদান করেন--

  • ক. মার্টিন লুথার কিং
  • খ. নেলসন ম্যান্ডেলা
  • গ. মহাত্মা গান্ধী
  • ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

উত্তরঃ মার্টিন লুথার কিং

বিস্তারিত

415. মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার?

  • ক. ন্যান্সি পেলোসি
  • খ. হিলারি ক্লিনটন
  • গ. কিথ এলিসন
  • ঘ. আরনল্ড শোয়ার্জনেগার

উত্তরঃ ন্যান্সি পেলোসি

বিস্তারিত

416. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত--

  • ক. কেপ টাউনে
  • খ. কলম্বিয়ায়
  • গ. পেন্টাগনে
  • ঘ. নিউইয়র্কে

উত্তরঃ পেন্টাগনে

বিস্তারিত

417. Where is the 'Pentagon' situated?/পেন্টাগন কোথায় অবস্থিত?

  • ক. New Work
  • খ. Arlington
  • গ. Washington DC
  • ঘ. New Jersey

উত্তরঃ Arlington

বিস্তারিত

418. ব্রডওয়ে অবস্থিত-

  • ক. লন্ডনে
  • খ. সানফ্রান্সিসকোতে
  • গ. নিউইয়র্কে
  • ঘ. মস্কোতে

উত্তরঃ নিউইয়র্কে

বিস্তারিত

419. Where is Wall Street located?/ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?

  • ক. লন্ডন(London)
  • খ. নিউইয়র্ক(New York)
  • গ. সিডনি(Sydney)
  • ঘ. ওয়াশিংটন ডি.সি (Washington D.C)

উত্তরঃ নিউইয়র্ক(New York)

বিস্তারিত

420. Wall Street in New York is famous for what?/নিউইর্কের ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত?

  • ক. World's largest financial center
  • খ. World's largest tourist center
  • গ. World's largest trade center
  • ঘ. World's largest stock market

উত্তরঃ World's largest stock market

বিস্তারিত

421. সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. জার্মানি
  • ঘ. জাপান

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

422. ওয়েস্ট পয়েন্টে অবস্থিত যুক্তরাষ্ট্রের--

  • ক. নৌ একাডেমি
  • খ. সামরিক একাডেমি
  • গ. বিমান বাহিনী একাডেমি
  • ঘ. মেরিন একাডেমি

উত্তরঃ সামরিক একাডেমি

বিস্তারিত

423. এনরন(ENRON) কি?

  • ক. একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
  • খ. এক প্রকার রোগ জীবাণু
  • গ. একটি ঔষধের নাম
  • ঘ. পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি

উত্তরঃ পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি

বিস্তারিত

424. ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে Big One বলতে বোঝায়-

  • ক. চূড়ান্ত ভূমিকম্প
  • খ. স্টক বাজার পতন
  • গ. বাৎসরিক মটর চালনা উৎসব
  • ঘ. আণবিক যুদ্ধ

উত্তরঃ চূড়ান্ত ভূমিকম্প

বিস্তারিত

425. 'ইকোলজি হাউস' কি?

  • ক. বিল গেটসের বাড়ির নাম
  • খ. পরিবেশবাদী সংস্থা
  • গ. একটি গ্রিন হাউসের নাম
  • ঘ. পরিবেশ মুক্ত রাখার কর্মসূচী

উত্তরঃ বিল গেটসের বাড়ির নাম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects