বিশ্ব পরিচিতি
401. মুসলিম কয়েদিরা ইরাকে যে কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হয়, তার নাম--
- ক. Abu Obida
- খ. Abu Gharib
- গ. Abu chalib
- ঘ. Al Qaeda
উত্তরঃ Abu Gharib
402. গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
- ক. যুক্তরাষ্ট্র(USA)
- খ. ব্রিটেন(UK)
- গ. ইরাক(Iraq)
- ঘ. কিউবা(Cuba)
উত্তরঃ কিউবা(Cuba)
403. যুক্তরাষ্ট্র গুয়ান্তানামো বে ব্যবহার করে--
- ক. জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের জন্য
- খ. সামরিক কয়েদখানা হিসাবে
- গ. জাতীয় পার্ক হিসাবে
- ঘ. পর্যটন স্থান হিসাবে
উত্তরঃ সামরিক কয়েদখানা হিসাবে
404. যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ন ভূখণ্ডটির নাম কি?
- ক. গুয়ান্তানামো বে
- খ. হ্যান্স আইল্যান্ড
- গ. মাইয়োট
- ঘ. গ্রানাডা
উত্তরঃ গুয়ান্তানামো বে
406. বারাক ওবামার পারিবারিক শিকড় আফ্রিকার কোন দেশে খুঁজে পাওয়া যায়?
- ক. জাম্বিয়া
- খ. জায়ার
- গ. তাঞ্জানিয়া
- ঘ. কেনিয়া
উত্তরঃ কেনিয়া
407. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কি?
- ক. ডেমোক্রেটিক পার্টি
- খ. রিপাবলিকান পার্টি
- গ. লেবার পার্টি
- ঘ. কনজারভেটিভ পার্টি
উত্তরঃ ডেমোক্রেটিক পার্টি
408. মুসলিম বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট হিসাবে বক্তৃতা দেন?
- ক. আল আযহার
- খ. কিং ফয়সাল
- গ. কিং সৌদি
- ঘ. কিং আবদুল্লাহ
উত্তরঃ আল আযহার
409. মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলা হয়?
- ক. Foreign Minister
- খ. Secretary of the State
- গ. Foreign Secretary
- ঘ. International Minister
উত্তরঃ Secretary of the State
410. সেক্রেটারী অব স্টেট বলা হয় কোন দেশের পররাষ্ট্র মন্ত্রীকে?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট্র
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. ফ্রান্স
উত্তরঃ যুক্তরাষ্ট্র
411. যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের অহিংসবাদী নেতা কে ছিলেন?
- ক. হেনরি
- খ. মার্টিন লুথার কিং
- গ. দেসমন্ড টুটু
- ঘ. কেনেথ কাউন্ডা
উত্তরঃ মার্টিন লুথার কিং
412. কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হন--
- ক. নেলসন ম্যান্ডেলা
- খ. মার্টিন লুথার কিং
- গ. এলিজা মোহাম্মদ
- ঘ. ম্যালকম এক্স
উত্তরঃ মার্টিন লুথার কিং
413. কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
- ক. ১৯৫৮ সালে
- খ. ১৯৬৮ সালে
- গ. ১৯৪৮ সালে
- ঘ. ১৯৭৮ সালে
উত্তরঃ ১৯৬৮ সালে
414. I have a dream শীর্ষক বিখ্যাত ভাষনটি প্রদান করেন--
- ক. মার্টিন লুথার কিং
- খ. নেলসন ম্যান্ডেলা
- গ. মহাত্মা গান্ধী
- ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তরঃ মার্টিন লুথার কিং
415. মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার?
- ক. ন্যান্সি পেলোসি
- খ. হিলারি ক্লিনটন
- গ. কিথ এলিসন
- ঘ. আরনল্ড শোয়ার্জনেগার
উত্তরঃ ন্যান্সি পেলোসি
416. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত--
- ক. কেপ টাউনে
- খ. কলম্বিয়ায়
- গ. পেন্টাগনে
- ঘ. নিউইয়র্কে
উত্তরঃ পেন্টাগনে
417. Where is the 'Pentagon' situated?/পেন্টাগন কোথায় অবস্থিত?
- ক. New Work
- খ. Arlington
- গ. Washington DC
- ঘ. New Jersey
উত্তরঃ Arlington
419. Where is Wall Street located?/ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
- ক. লন্ডন(London)
- খ. নিউইয়র্ক(New York)
- গ. সিডনি(Sydney)
- ঘ. ওয়াশিংটন ডি.সি (Washington D.C)
উত্তরঃ নিউইয়র্ক(New York)
420. Wall Street in New York is famous for what?/নিউইর্কের ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত?
- ক. World's largest financial center
- খ. World's largest tourist center
- গ. World's largest trade center
- ঘ. World's largest stock market
উত্তরঃ World's largest stock market
421. সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. জার্মানি
- ঘ. জাপান
উত্তরঃ যুক্তরাষ্ট্র
422. ওয়েস্ট পয়েন্টে অবস্থিত যুক্তরাষ্ট্রের--
- ক. নৌ একাডেমি
- খ. সামরিক একাডেমি
- গ. বিমান বাহিনী একাডেমি
- ঘ. মেরিন একাডেমি
উত্তরঃ সামরিক একাডেমি
423. এনরন(ENRON) কি?
- ক. একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
- খ. এক প্রকার রোগ জীবাণু
- গ. একটি ঔষধের নাম
- ঘ. পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
উত্তরঃ পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
424. ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে Big One বলতে বোঝায়-
- ক. চূড়ান্ত ভূমিকম্প
- খ. স্টক বাজার পতন
- গ. বাৎসরিক মটর চালনা উৎসব
- ঘ. আণবিক যুদ্ধ
উত্তরঃ চূড়ান্ত ভূমিকম্প
425. 'ইকোলজি হাউস' কি?
- ক. বিল গেটসের বাড়ির নাম
- খ. পরিবেশবাদী সংস্থা
- গ. একটি গ্রিন হাউসের নাম
- ঘ. পরিবেশ মুক্ত রাখার কর্মসূচী
উত্তরঃ বিল গেটসের বাড়ির নাম