বিশ্ব পরিচিতি

251. কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠিত হয়েছে-

  • ক. সাবেক ব্রিটিশ কালোনিসমূহ
  • খ. ল্যটিন আমেরিকার দেশগুলো নিয়ে
  • গ. এশিয়া ও আফ্রিকার জাতি-রাষ্ট্র এর সমন্বয়ে
  • ঘ. সেভিয়েত ইউনিয়ন ভেঙ্গে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ নিয়ে

উত্তরঃ সেভিয়েত ইউনিয়ন ভেঙ্গে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ নিয়ে

বিস্তারিত

252. সিঅঅইএস (CIS) এর সদর দপ্তর

  • ক. মস্কোতে
  • খ. বাকুতে
  • গ. মিনস্কে
  • ঘ. দুশানবে

উত্তরঃ মিনস্কে

বিস্তারিত

254. কোন দেশটি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (CIS) এর সদস্য রাষ্ট্র?

  • ক. পোল্যান্ড
  • খ. চীন
  • গ. বেলারুশ
  • ঘ. জার্মানি

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

255. রাশিয়ার কোন অংশে চেচনিয়া অবস্থিত?

  • ক. সাইবেরিয়ায়
  • খ. তাতারিস্তানে
  • গ. কাস্পিয়ানে
  • ঘ. ককেশাসে

উত্তরঃ ককেশাসে

বিস্তারিত

256. কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত?

  • ক. আমেরিকা
  • খ. নরওয়ে
  • গ. কানাডা
  • ঘ. রাশিয়া

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

257. গণচীনের প্রতিষ্ঠাতা কে?

  • ক. মাও সেতুং
  • খ. সান ইয়াৎ সেন
  • গ. চিয়াং কাইশেক
  • ঘ. লিও শাও চি

উত্তরঃ মাও সেতুং

বিস্তারিত

258. চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৭১
  • খ. ১৯৫০
  • গ. ১৯৮০
  • ঘ. ১৯৪৯

উত্তরঃ ১৯৪৯

বিস্তারিত

259. সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়?

  • ক. কিউবা
  • খ. চীন
  • গ. রাশিয়া
  • ঘ. চিলি

উত্তরঃ চীন

বিস্তারিত

260. চীনের সাথে কয়টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে?

  • ক. ১২টি
  • খ. ১৪টি
  • গ. ১৬টি
  • ঘ. ১৮টি

উত্তরঃ ১৪টি

বিস্তারিত

261. তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত?

  • ক. বেইজিং
  • খ. সাংহাই
  • গ. হংকং
  • ঘ. ক্যান্টন

উত্তরঃ বেইজিং

বিস্তারিত

264. হংকং কোন সালে যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে চীনের হাতে চলে আসে?

  • ক. ১ জানুয়ারী, ১৯৯৭
  • খ. ১ মার্চ, ৯৯৯৭
  • গ. ১ জুলাই, ১৯৯৭
  • ঘ. ১ সেপ্টেম্বর, ১৯৯৭

উত্তরঃ ১ জুলাই, ১৯৯৭

বিস্তারিত

265. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘এক দেশ, দুই পদ্ধতি’ নীতি চালু হবে?

  • ক. লাওস
  • খ. ভিয়েতনাম
  • গ. মঙ্গোলিয়া
  • ঘ. গণচীন

উত্তরঃ গণচীন

বিস্তারিত

266. চীনের “দ্বৈত অর্থনীতির” ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত?

  • ক. বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
  • খ. মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
  • গ. হংকং এর অর্থনীতিকে সচল রাখা
  • ঘ. তাইওয়নকে চীনের অন্তর্ভূক্তি করণ

উত্তরঃ হংকং এর অর্থনীতিকে সচল রাখা

বিস্তারিত

267. কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?

  • ক. হংকং
  • খ. শ্রীলংকা
  • গ. ম্যাকাউ
  • ঘ. বাংলাদেশ

উত্তরঃ ম্যাকাউ

বিস্তারিত

268. What is the largest man made atructure on Earth?/ মানুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি

  • ক. Petronas Tower
  • খ. Phramid of Giza
  • গ. The Eiffel Tower
  • ঘ. The great wall of China

উত্তরঃ The great wall of China

বিস্তারিত

269. চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত মাইল?

  • ক. ২৪৮০
  • খ. ২২০০
  • গ. ৩৪২৪
  • ঘ. ৩২০০

উত্তরঃ ৩৪২৪

বিস্তারিত

270. চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত?

  • ক. ৬৪০০ কি.মি.
  • খ. ৬০০০ কি.মি.
  • গ. ৫০০০ কি.মি.
  • ঘ. ৪৮০০ কি.মি

উত্তরঃ ৬৪০০ কি.মি.

বিস্তারিত

271. ‘চীনের প্রাচীর’ চীন দেশের কোন সীমান্তে অবস্থিত?

  • ক. উত্তর
  • খ. পশ্চিম
  • গ. পূর্ব
  • ঘ. দক্ষিণ

উত্তরঃ উত্তর

বিস্তারিত

272. গ্রেট হল অবস্থিত

  • ক. মস্কো
  • খ. চীন
  • গ. বার্লিন
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ চীন

বিস্তারিত

273. তিয়েনমেন স্কয়ার অবস্থিত

  • ক. নিউইয়র্ক
  • খ. লন্ডন
  • গ. বেইজিং
  • ঘ. প্যারিস

উত্তরঃ বেইজিং

বিস্তারিত

274. তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয়

  • ক. পোপ
  • খ. ভিক্ষু
  • গ. দালাইলামা
  • ঘ. কনফুসিয়াস

উত্তরঃ দালাইলামা

বিস্তারিত

275. দালাইনামা কোন দেশের নাগরিক?

  • ক. ভারত
  • খ. চীন
  • গ. মঙ্গোলিয়া
  • ঘ. তিব্বত

উত্তরঃ তিব্বত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects