বিশ্ব পরিচিতি
251. কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠিত হয়েছে-
- ক. সাবেক ব্রিটিশ কালোনিসমূহ
- খ. ল্যটিন আমেরিকার দেশগুলো নিয়ে
- গ. এশিয়া ও আফ্রিকার জাতি-রাষ্ট্র এর সমন্বয়ে
- ঘ. সেভিয়েত ইউনিয়ন ভেঙ্গে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ নিয়ে
উত্তরঃ সেভিয়েত ইউনিয়ন ভেঙ্গে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ নিয়ে
254. কোন দেশটি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (CIS) এর সদস্য রাষ্ট্র?
- ক. পোল্যান্ড
- খ. চীন
- গ. বেলারুশ
- ঘ. জার্মানি
উত্তরঃ জার্মানি
255. রাশিয়ার কোন অংশে চেচনিয়া অবস্থিত?
- ক. সাইবেরিয়ায়
- খ. তাতারিস্তানে
- গ. কাস্পিয়ানে
- ঘ. ককেশাসে
উত্তরঃ ককেশাসে
256. কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত?
- ক. আমেরিকা
- খ. নরওয়ে
- গ. কানাডা
- ঘ. রাশিয়া
উত্তরঃ রাশিয়া
- ক. মাও সেতুং
- খ. সান ইয়াৎ সেন
- গ. চিয়াং কাইশেক
- ঘ. লিও শাও চি
উত্তরঃ মাও সেতুং
262. কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল?
- ক. ১৮৩৯
- খ. ১৮৪২
- গ. ১৮৪৩
- ঘ. ১৮৫৬
উত্তরঃ ১৮৪২
263. কত খ্রিষ্টাব্দে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং শহর নিজ গ্রহণ করে?
- ক. ১৬৯৮
- খ. ১৭৯৮
- গ. ১৮৯৮
- ঘ. ১৯৪৪
উত্তরঃ ১৮৯৮
264. হংকং কোন সালে যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে চীনের হাতে চলে আসে?
- ক. ১ জানুয়ারী, ১৯৯৭
- খ. ১ মার্চ, ৯৯৯৭
- গ. ১ জুলাই, ১৯৯৭
- ঘ. ১ সেপ্টেম্বর, ১৯৯৭
উত্তরঃ ১ জুলাই, ১৯৯৭
265. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘এক দেশ, দুই পদ্ধতি’ নীতি চালু হবে?
- ক. লাওস
- খ. ভিয়েতনাম
- গ. মঙ্গোলিয়া
- ঘ. গণচীন
উত্তরঃ গণচীন
266. চীনের “দ্বৈত অর্থনীতির” ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত?
- ক. বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
- খ. মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
- গ. হংকং এর অর্থনীতিকে সচল রাখা
- ঘ. তাইওয়নকে চীনের অন্তর্ভূক্তি করণ
উত্তরঃ হংকং এর অর্থনীতিকে সচল রাখা
267. কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
- ক. হংকং
- খ. শ্রীলংকা
- গ. ম্যাকাউ
- ঘ. বাংলাদেশ
উত্তরঃ ম্যাকাউ
268. What is the largest man made atructure on Earth?/ মানুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি
- ক. Petronas Tower
- খ. Phramid of Giza
- গ. The Eiffel Tower
- ঘ. The great wall of China
উত্তরঃ The great wall of China
270. চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত?
- ক. ৬৪০০ কি.মি.
- খ. ৬০০০ কি.মি.
- গ. ৫০০০ কি.মি.
- ঘ. ৪৮০০ কি.মি
উত্তরঃ ৬৪০০ কি.মি.
271. ‘চীনের প্রাচীর’ চীন দেশের কোন সীমান্তে অবস্থিত?
- ক. উত্তর
- খ. পশ্চিম
- গ. পূর্ব
- ঘ. দক্ষিণ
উত্তরঃ উত্তর