বিশ্ব পরিচিতি

201. আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল?

  • ক. সেন্ট চার্লস
  • খ. সেন্ট হেলেনা
  • গ. সেন্ট জবন
  • ঘ. সেন্ট পল

উত্তরঃ সেন্ট হেলেনা

বিস্তারিত

202. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?

  • ক. ওয়াটার লু নামক স্থানে
  • খ. দ্বীপ এনাবার্তে
  • গ. ভার্সাই নগরিতে
  • ঘ. সেন্ট হেলেনা দ্বীপে

উত্তরঃ সেন্ট হেলেনা দ্বীপে

বিস্তারিত

203. ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধেও নেতৃত্ব দেন?

  • ক. চার্লস ডি গ্যালে
  • খ. নেলসন ম্যান্ডেলা
  • গ. জুমো কেনিয়াটা
  • ঘ. কিনেথ কাউন্ডা

উত্তরঃ চার্লস ডি গ্যালে

বিস্তারিত

204. Eifel Tower এর পাশ দিয়ে কোন নদী প্রবাহিত?

  • ক. Saar
  • খ. Daniub
  • গ. Rhine
  • ঘ. Seine

উত্তরঃ Seine

বিস্তারিত

205. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

  • ক. লন্ডনে
  • খ. মিউনিখে
  • গ. হংকং-এ
  • ঘ. প্যারিসে

উত্তরঃ প্যারিসে

বিস্তারিত

206. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?

  • ক. নিকোলাস সার্কোজি
  • খ. জ্যাক শিরাক
  • গ. ফ্রঁসিয়ে মিতেরাঁ
  • ঘ. জেনারেল দ্য গল

উত্তরঃ নিকোলাস সার্কোজি

বিস্তারিত

207. ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বৎসর?

  • ক. ৪ বৎসর
  • খ. ৫ বৎসর
  • গ. ৬ বৎসর
  • ঘ. ৭ বৎসর

উত্তরঃ ৫ বৎসর

বিস্তারিত

208. ফ্রান্স এর সরকার পদ্ধতি কোন ধরনের?

  • ক. রাষ্ট্রপতি শাসিত
  • খ. আধা রাষ্ট্রপতি শাসিত
  • গ. সংসদীয়
  • ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র

উত্তরঃ আধা রাষ্ট্রপতি শাসিত

বিস্তারিত

209. ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?

  • ক. মারদেকা প্রসাদ
  • খ. এলিসি প্রাসাদ
  • গ. বাকিংহাম প্রাসাদ
  • ঘ. মানালা প্রাসাদ

উত্তরঃ এলিসি প্রাসাদ

বিস্তারিত

210. এলিসি প্রাসাদ হলো-

  • ক. স্পেনের রানীর প্রাসাদ
  • খ. ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন
  • গ. ভারতের রাষ্ট্রপতির বাসভবন
  • ঘ. ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন

উত্তরঃ ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন

বিস্তারিত

211. ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য-

  • ক. ২০ কিলোমিটার
  • খ. ২৫ কিলোমিটার
  • গ. ৪০ কিলোমিটার
  • ঘ. ৫০ কিলোমিটার

উত্তরঃ ৫০ কিলোমিটার

বিস্তারিত

212. পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায়?

  • ক. চীনে
  • খ. যুক্তরাজ্যে
  • গ. ফ্রান্সে
  • ঘ. জাপানে

উত্তরঃ জাপানে

বিস্তারিত

213. ফরাসি বিপ্লবের মেয়াদকাল--

  • ক. ১৮৮৯-১৮৯৯
  • খ. ১৭৮৯-১৭৯৯
  • গ. ১৭৭৬-১৭৮৬
  • ঘ. ১৮৮৬-১৮৯৬

উত্তরঃ ১৭৮৯-১৭৯৯

বিস্তারিত

214. নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন?

  • ক. সিসিলি
  • খ. মাল্টা
  • গ. কর্সিকা
  • ঘ. সার্দিনিয়া

উত্তরঃ কর্সিকা

বিস্তারিত

215. বিসামর্ক কে ছিলেন?

  • ক. ফ্রান্সের প্রেসিডেন্ট
  • খ. জার্মানির চ্যান্সেলর
  • গ. ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
  • ঘ. অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী

উত্তরঃ জার্মানির চ্যান্সেলর

বিস্তারিত

216. জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে?

  • ক. মাইকেল অ্যাঞ্জেলা
  • খ. অ্যাঞ্জেলা মার্কেল
  • গ. মাইকেল গ্রিফিন
  • ঘ. পল উলফোভিৎস

উত্তরঃ অ্যাঞ্জেলা মার্কেল

বিস্তারিত

217. জার্মানিনর বর্তমান চ্যান্সেলরের নাম কি?

  • ক. শ্রোয়েডার
  • খ. অ্যাঞ্জেলা মার্কেল
  • গ. হেলমুট স্মিথ
  • ঘ. হেলমুট কোল

উত্তরঃ অ্যাঞ্জেলা মার্কেল

বিস্তারিত

218. নিম্নের জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?

  • ক. প্রথম জর্জ
  • খ. দ্বিতীয় জর্জ
  • গ. তৃতীয় জর্জ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ প্রথম জর্জ

বিস্তারিত

219. এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন?

  • ক. অস্ট্রিয়া
  • খ. ইতালি
  • গ. জার্মানি
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ অস্ট্রিয়া

বিস্তারিত

220. হিটলারের দলের নাম?

  • ক. জাতীয় সমাজতান্ত্রিক দল
  • খ. সমাজতান্ত্রিক দল
  • গ. জাতীয়তাবাদী দল
  • ঘ. জার্মান ফ্যাসীবাদী দল

উত্তরঃ জার্মান ফ্যাসীবাদী দল

বিস্তারিত

221. Mein-Kampf-এর লেখক কে?

  • ক. উইনস্টোন চার্চিল
  • খ. কার্ল মার্কস
  • গ. এডলফ হিটলার
  • ঘ. আবুল কালাম

উত্তরঃ এডলফ হিটলার

বিস্তারিত

222. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল?

  • ক. ফুয়েরার
  • খ. সি.আই.এ
  • গ. কে.জি.বি
  • ঘ. গেস্টাপো

উত্তরঃ গেস্টাপো

বিস্তারিত

223. বার্লিনের দেওয়াল (Barlin Wall) কোন সালে নির্মিত হয়েছিল?

  • ক. ১৯৪৬
  • খ. ১৯৪৮
  • গ. ১৯৬১
  • ঘ. ১৯৬২

উত্তরঃ ১৯৬১

বিস্তারিত

224. বার্লিন প্রাচীর তৈরী করেছিলেন--

  • ক. সাবেক পূর্ব জার্মানি
  • খ. সাবেক পশ্চিম জার্মানি
  • গ. দুই জর্মানি একত্রে
  • ঘ. রাশিয়া

উত্তরঃ সাবেক পূর্ব জার্মানি

বিস্তারিত

225. বর্লিন দেওয়াল কোন সালে ভেঙে ফেলা হয়?

  • ক. ১৯৬১
  • খ. ১৯৭৫
  • গ. ১৯৮৯
  • ঘ. ১৯৯০

উত্তরঃ ১৯৮৯

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects