বিশ্ব পরিচিতি

301. ভারতের মোট অঙ্গরাজ্য সংখ্যা---

  • ক. ২৫ টি
  • খ. ২৭ টি
  • গ. ২৮টি
  • ঘ. ২৯ টি

উত্তরঃ ২৯ টি

বিস্তারিত

302. ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়?

  • ক. উত্তরাঞ্চল
  • খ. উত্তর-পশ্চিমাঞ্চল
  • গ. উত্তর-পূর্বাঞ্চল
  • ঘ. দক্ষিণাঞ্চল

উত্তরঃ উত্তর-পূর্বাঞ্চল

বিস্তারিত

303. ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যসমূহের অন্তভূক্ত নয়

  • ক. কেরালা
  • খ. মনিপুর
  • গ. ত্রিপুরা
  • ঘ. মিজোরাম

উত্তরঃ কেরালা

বিস্তারিত

304. ভারতের পশ্চিমবঙ্গের আইন সভার নাম

  • ক. বিধানসভা
  • খ. রাজ্যসভা
  • গ. লোকসভা
  • ঘ. পঞ্চায়েত

উত্তরঃ বিধানসভা

বিস্তারিত

305. কখনো ভারতেরবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না---

  • ক. দেবগৌড়া
  • খ. জৌতি বসু
  • গ. মোরারজী দেশাই
  • ঘ. লালবাহাদুর শাস্ত্রী

উত্তরঃ জৌতি বসু

বিস্তারিত

306. ব্লাক ক্যাট কোন দেশের কমান্ডো বার্হিনী?

  • ক. নেপাল
  • খ. ভারত
  • গ. মায়ানমার
  • ঘ. ইরান

উত্তরঃ ভারত

বিস্তারিত

307. কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়?

  • ক. ১৪ আগস্ট ১৯৯০
  • খ. ১৭ নভেম্বর ১৯৯১
  • গ. ৭ মার্চ ১৯৯২
  • ঘ. ৬ ডিসেম্বর ১৯৯২

উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯২

বিস্তারিত

308. বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত ছিল?

  • ক. দিল্লী
  • খ. বোম্বাই
  • গ. অযোধ্যা
  • ঘ. পাটনা

উত্তরঃ অযোধ্যা

বিস্তারিত

309. যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত

  • ক. নূরজাহান
  • খ. ঘসেটি বেগম
  • গ. মমতাজ
  • ঘ. জেবুন্নেসা

উত্তরঃ মমতাজ

বিস্তারিত

310. ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা গুহাদ্বয় অবস্থিত?

  • ক. গুজরাট
  • খ. মহারাষ্ট্র
  • গ. তামিলনাড়
  • ঘ. কর্ণাটক

উত্তরঃ মহারাষ্ট্র

বিস্তারিত

311. আলীগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত?

  • ক. মধ্য প্রদেশ
  • খ. উত্তর প্রদেশ
  • গ. পশ্চিমবঙ্গে
  • ঘ. রাজস্থান

উত্তরঃ উত্তর প্রদেশ

বিস্তারিত

312. চিকেন নেক কোনটি

  • ক. সিগিগুড়ি করিডোর
  • খ. কোলিলি করিডোর
  • গ. দুই জার্মানির সংযোগস্থাল
  • ঘ. তিনবিঘা করিডোর

উত্তরঃ সিগিগুড়ি করিডোর

বিস্তারিত

313. নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কোন জন ভারতবর্ষে হিন্দুত্বাবাদী জঙ্গী শিবসেনা প্রধান?

  • ক. বাল থ্যাকার
  • খ. অটল বিহারী বাজপেয়ী
  • গ. শারদ পাওয়ার
  • ঘ. লালু প্রসাদ

উত্তরঃ বাল থ্যাকার

বিস্তারিত

314. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

  • ক. আলবেনিয়া
  • খ. মেসেডোনিয়া
  • গ. সার্বিয়া
  • ঘ. ইতালী

উত্তরঃ মেসেডোনিয়া

বিস্তারিত

315. মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রয় খোলেন?

  • ক. কলকাতা
  • খ. কাবুল
  • গ. বৈরুত
  • ঘ. বাগদাদ

উত্তরঃ কলকাতা

বিস্তারিত

316. মাদার তেরেসা পরিচালিত দাতাব্য প্রতিষ্ঠানটির নাম কি?

  • ক. মাদার তেরেসা প্রতিষ্ঠান
  • খ. মিশনারিজ অব চ্যারিটি
  • গ. চ্যারিটিঅব মিশনারিজ
  • ঘ. চ্যারিটি অব মাদার তেরেসা

উত্তরঃ মিশনারিজ অব চ্যারিটি

বিস্তারিত

317. Who used to be called a Living Saint?

  • ক. Pope John Paul
  • খ. Desmond Tutu
  • গ. Mother Teresa
  • ঘ. Florence Nightingale

উত্তরঃ Mother Teresa

বিস্তারিত

318. বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ

  • ক. মার্টিন লুথার কিং
  • খ. মাদার তেরেসা
  • গ. প্রিন্সেস ডায়ানা
  • ঘ. নেলসন ম্যান্ডেলা

উত্তরঃ মাদার তেরেসা

বিস্তারিত

319. ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় সদস্য কে ছিলেন?

  • ক. দাদাভাই নওরোজী
  • খ. রমেশ চন্দ্র দত্ত
  • গ. মওলানা মোহাম্মদ আলী
  • ঘ. স্যার সৈয়দ আহমদ

উত্তরঃ দাদাভাই নওরোজী

বিস্তারিত

320. ঝাড়খন্ড ভারতের কততম প্রদেশ?

  • ক. ২৫ তম
  • খ. ২৬ তম
  • গ. ২৭ তম
  • ঘ. ২৮ তম

উত্তরঃ ২৮ তম

বিস্তারিত

321. ভারতের ২৬ তম রাজ্য কোনটি?

  • ক. অরুণাচল প্রদেশ
  • খ. ঝাড়খন্ড
  • গ. ছত্রিশগড়
  • ঘ. গোয়া

উত্তরঃ ছত্রিশগড়

বিস্তারিত

322. 7 sisters কোন দেশে অবস্থিত?

  • ক. ভারত
  • খ. পাকিস্তান
  • গ. মায়ানমার
  • ঘ. শ্রীলঙ্কা

উত্তরঃ ভারত

বিস্তারিত

323. ভারতের কোন রাজ্যের রাজধানী ইস্ফল?

  • ক. মিজোরাম
  • খ. অরুণাচল
  • গ. মনিপুর
  • ঘ. মেঘালয়

উত্তরঃ মনিপুর

বিস্তারিত

324. ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল?

  • ক. অন্ধ্র
  • খ. বোম্বাই
  • গ. রাজস্থান
  • ঘ. উত্তর প্রদেশ

উত্তরঃ উত্তর প্রদেশ

বিস্তারিত

325. তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল?

  • ক. ষোড়শ
  • খ. সপ্তদশ
  • গ. অষ্টাদশ
  • ঘ. উনবিংশ

উত্তরঃ সপ্তদশ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects