বিশ্ব পরিচিতি
376. কোন সময়ে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়?
- ক. ১৯১৮ থেকে ১৯৩৩
- খ. ১৯২৮ থেকে ১৯৩৩
- গ. ১৯২৮ থেকে ১৯৪০
- ঘ. ১৮২৮ থেকে ১৮৩৩
উত্তরঃ ১৯২৮ থেকে ১৯৪০
377. চলতি বছরের মতো শতাব্দীর যে বছরে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল?
- ক. ১৯০৫
- খ. ১৯২০
- গ. ১৯২১
- ঘ. ১৯৩০
উত্তরঃ ১৯৩০
378. ইসরাইল প্যালেস্টাইন 'রোডম্যাপ' কর্মসূচীর উদ্দেশ্য কি?
- ক. সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্টা করা
- খ. দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা করা
- গ. দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বিণিজ্য স্থাপন
- ঘ. দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিত করণ
উত্তরঃ সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্টা করা
379. মহামন্দা মোকাবিলার জন্যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন--
- ক. হুভার
- খ. উইলসন
- গ. নিক্সন
- ঘ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট
380. আমেরিকার কোন প্রেসিডেন্ট তিন মেয়াদ ক্ষমতায় ছিলেন?
- ক. ট্রুমান
- খ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
- গ. জেমস মেডিসন
- ঘ. থিওডর রুজভেল্ট
উত্তরঃ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
381. পশ্চিম ইউরোপে ট্রুমান ডকট্রিন কবে ঘোষণা করা হয়?
- ক. ১৯৪৭ সালে
- খ. ১৯৪৯ সালে
- গ. ১৯৫০ সালে
- ঘ. ১৯৫৩ সালে
উত্তরঃ ১৯৪৭ সালে
382. আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?
- ক. ডেভিড আইসেন হাওয়ার
- খ. লিন্ডন বেনিন জনসন
- গ. জন এফ কেনেডি
- ঘ. হ্যারি এস ট্রুম্যান
উত্তরঃ জন এফ কেনেডি
383. কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
- ক. রিচার্ড এম নিক্সন
- খ. জন এফ কেনেডী
- গ. লিন্ডন বেইনস জনসন
- ঘ. হ্যারি এস ট্রুম্যান
উত্তরঃ জন এফ কেনেডী
- ক. রিচার্ড নিক্সন
- খ. জন এফ কেনেডী
- গ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
- ঘ. রোনাল্ড রিগান
উত্তরঃ জন এফ কেনেডী
386. কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটার গেট কেলেঙ্কারির সাথে জড়িত?
- ক. জিমি কার্টার
- খ. জন এফ কেনেডী
- গ. রোনাল্ড রিগান
- ঘ. রিচার্ড নিক্সন
উত্তরঃ রিচার্ড নিক্সন
387. যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন?
- ক. জেরাল্ড ফোর্ড
- খ. রোনাল্ড রিগান
- গ. জর্জ বুশ
- ঘ. জন এফ কেনেডী
উত্তরঃ রোনাল্ড রিগান
388. যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের সময় নক্ষত্র যুদ্ধ প্রোগ্রাম শুরু হয়?
- ক. রিচার্ড নিক্সন
- খ. জিমি কার্টার
- গ. রোনাল্ড রিগান
- ঘ. জর্জ বুশ
উত্তরঃ রোনাল্ড রিগান
389. যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে----
- ক. ব্রিটেন
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. সোভিয়েত ইউনিয়ন
উত্তরঃ যুক্তরাষ্ট্র
390. গ্রানাডাতে যুক্তরাষ্ট্র কত সালে সামরিক আগ্রাসন চালিয়েছিল?
- ক. ১৯৭৯ সালে
- খ. ১৯৮৩ সালে
- গ. ১৯৮৫ সালে
- ঘ. ১৯৮৭ সালে
উত্তরঃ ১৯৮৩ সালে
391. Which of the following US presidents visited Dhaka?/কোন মার্কিন প্রেসিডেন্ট ঢাকা সফরে এসেছিলেন?
- ক. জিমি কার্টার(Jimmy Carter)
- খ. বিল ক্লিনটন(Bill Clinton)
- গ. ঞ্জর্জ বুশ(GW Bush)
- ঘ. রিচার্ড নিক্সন(Richard Nixon)
উত্তরঃ বিল ক্লিনটন(Bill Clinton)
392. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন?
- ক. রোনাল্ড রিগান
- খ. জর্জ বুশ(জুনিয়র)
- গ. জিমি কার্টার
- ঘ. বিল ক্লিনটন
উত্তরঃ বিল ক্লিনটন
393. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিনটন কোন তারিখে বাংলাদেশ সফরে আসেন---
- ক. ১লা মার্চ ২০০০
- খ. ২০ মার্চ ২০০০
- গ. ১লা জানুয়ারি ২০০১
- ঘ. ১৭ এপ্রিল ২০০১
উত্তরঃ ২০ মার্চ ২০০০
394. How tall was the American world trade center?/বিশ্ববাণিজ্য কেন্দ্র কত উচু ছিল?
- ক. 100 stories
- খ. 101 stories
- গ. 110 stories
- ঘ. 120 stories
উত্তরঃ 110 stories
395. নিউইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত?
- ক. ডেড সিটি
- খ. ফেয়ার ফিল্ড
- গ. গ্রাউন্ড জিরো
- ঘ. ডেড ভ্যালি
উত্তরঃ গ্রাউন্ড জিরো
397. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম?
- ক. অষ্টম
- খ. নবম
- গ. দ্বাদশ
- ঘ. চতুর্দশ
উত্তরঃ অষ্টম
398. 'The USS New York' is the----
- ক. Tallest Building in New York
- খ. Name of the Building built in the place of Twin Tower
- গ. Name of a ship built with Salvaged Steel of the destroyed world trade center of USA
- ঘ. US Defense in south Korea
উত্তরঃ Name of a ship built with Salvaged Steel of the destroyed world trade center of USA
399. ৯/১১ ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র কোন বিভাগটি প্রতিষ্ঠা করে?
- ক. ডিপার্টমেন্ট অব স্টেট
- খ. ডিপার্টমেন্ট অব কমার্স
- গ. ডিপার্টমেন্ট অব ডিফেন্স
- ঘ. ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি
উত্তরঃ ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি