সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান
226. সি.এফ.সি বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষতি করেছে?
- ক. আয়নোস্ফোয়ার
- খ. স্ট্রাটোস্ফেয়ার
- গ. থার্মোস্ফেয়ার
- ঘ. মেসোস্ফেয়ার
উত্তরঃ স্ট্রাটোস্ফেয়ার
227. ক্লোরো ফ্লোরো কার্বন (CFC) গ্যাস কিসের জন্য দায়ী?
- ক. বায়ুর উত্তাপ বাড়ার জন্য
- খ. এসিড বৃষ্টি সৃষ্টি করার জন্য
- গ. বেশি বৃষ্টিপাতের জন্য
- ঘ. ওজোন স্তর নষ্ট করার জন্য
উত্তরঃ ওজোন স্তর নষ্ট করার জন্য
228. নিত্য ব্যবহার্য বহু ‘এরোসোল’ এর কৌটায় এখন লেখা থাকে সি.এস.সি বিহীন। ঈঋঈ গ্যাস কেন ক্ষতিকারক?
- ক. ফুসফুসে রোগ সৃষ্টি করে
- খ. গ্রীন হাউজ এফেক্টে অবদান রাখে
- গ. ওজন স্তর ফুটো সৃষ্টি করে
- ঘ. দাহ্য বলে অগ্নিকাণ্ডেরসম্ভাবনা ঘটায়
উত্তরঃ ওজন স্তর ফুটো সৃষ্টি করে
229. বায়ুমণ্ডলের ওজোন স্তরের গর্ত সম্পর্কে যে তথ্যাটি সত্যি নয়-
- ক. বৎসরের নির্দিষ্ট ঋতুতে এই গর্ত সৃষ্টি হয়
- খ. দক্ষিণ মেরুতে এই গর্ত সৃষ্টি হয়
- গ. এলনিনো প্রভাবের ফলে এই গর্ত সৃষ্টি হয়
- ঘ. বায়ুমণ্ডলে নির্গত ক্লোরোফ্লোরো কার্বন এই গর্ত সৃষ্টির জন্য দায়ী
উত্তরঃ এলনিনো প্রভাবের ফলে এই গর্ত সৃষ্টি হয়
231. ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান--
- ক. ১৯৫৬ সালে
- খ. ১৯৬১ সালে
- গ. ১৯৬৪ সালে
- ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৬১ সালে
232. ভূপৃষ্টের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে--
- ক. ঊষা
- খ. গোধূলি
- গ. গুরুবৃত্ত
- ঘ. ছায়াবৃত্ত
উত্তরঃ ছায়াবৃত্ত
233. গ্রিন হাউস ইফেক্টের পরিণিতিতে বাংলাদেশর সবচেয়ে গুরুত্ব ক্ষতি কি হবে?
- ক. বৃষ্টিপাত কমে যাবে
- খ. নিম্নভূমি নিমজ্জিতত হবে
- গ. উত্তাপ অনেক বেড়ে যাবে
- ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিতত হবে
234. এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূককেতু কোনটি?
- ক. হেলির ধূমকেতু
- খ. হেলবপ ধূমকেতু
- গ. শুমেকার-লেভী ধূমকেতু
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ হেলবপ ধূমকেতু
235. Hubble Telscope- ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল?
- ক. Endeavour
- খ. Challanger
- গ. Pathfinder
- ঘ. Apollo
উত্তরঃ Endeavour
236. ধূমকেতু শুমেকার লেভী-৯ এর ভাঙা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
- ক. ১৫ জুলাই, ১৯৯৪
- খ. ১৬ জুলাই, ১৯৯৪
- গ. ১৭ জুলাই, ১৯৯৪
- ঘ. ১৮ জুলাই, ১৯৯৪
উত্তরঃ ১৬ জুলাই, ১৯৯৪
237. পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক---
- ক. পূর্ব হতে পশ্চিম দিকে
- খ. পশ্চিম হতে পূর্ব দি্কে
- গ. উত্তর হতে দক্ষিণ দিকে
- ঘ. দক্ষিণ হতে উত্তর দিকে
উত্তরঃ পশ্চিম হতে পূর্ব দি্কে
238. উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে
- ক. ২১ জুন
- খ. ১ জানুয়ারি
- গ. ২৩ সেপ্টেম্বর
- ঘ. ২২ ডিসেম্বর
উত্তরঃ ২১ জুন
239. মজাজাগতিক রশ্মি--
- ক. বিদ্যুৎ চার্যহীন
- খ. বিদ্যুৎ চার্যযুক্ত
- গ. চার্য নিষ্কৃয়
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিদ্যুৎ চার্যযুক্ত