সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান
2. Big Bang Theory এর প্রবক্তা কোন বিজ্ঞানী?
- ক. আলবার্ট আইনস্টাইন
- খ. নিউটন
- গ. জর্জ লেমিটিয়ার
- ঘ. স্টিফেন হকিং
উত্তরঃ জর্জ লেমিটিয়ার
3. ‘বিগ ব্যাঙ’ তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন কে?
- ক. জি লেমেটার
- খ. স্টিফেন হকিং
- গ. গ্যালিলও
- ঘ. নিউটন
উত্তরঃ স্টিফেন হকিং
4. A brief History of time' গ্রন্থের লেখক কে?
- ক. গিবন
- খ. স্টিফেন হকিং
- গ. গ্যালিলও
- ঘ. নিউটন
উত্তরঃ স্টিফেন হকিং
5. বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন-
- ক. মহাবিশ্ব ভেঙ্গে নতুন মহাবিশ্ব হচ্ছে
- খ. মহাবিশ্বের ছায়াপথগুলো ক্রমেই নিকটে আসছে
- গ. মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে
- ঘ. মহাবিশ্ব স্থির হচ্ছে
উত্তরঃ মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে
7. সূর্য, চাঁদ ও তারা এগুলোকে একত্রে কি বলে?
- ক. নক্ষত্র
- খ. গ্রহ
- গ. জ্যোতিষ্ক
- ঘ. নীহারিকা
উত্তরঃ জ্যোতিষ্ক
8. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
- ক. লুব্ধক
- খ. বার্নাড স স্টার
- গ. আলফা সেন্টারাই
- ঘ. প্রক্সিমা সেন্টেরাই
উত্তরঃ প্রক্সিমা সেন্টেরাই
9. সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
- ক. বলকাম
- খ. সেটাম
- গ. নেবুলা
- ঘ. প্রক্সিমা সেন্টেরাই
উত্তরঃ প্রক্সিমা সেন্টেরাই
10. সপ্তর্ষিমণ্ডল আকাশে কিসের মত দেখায়?
- ক. এস আকৃতির
- খ. যতি আকৃতির
- গ. জিজ্ঞাসা চিহ্নের মত
- ঘ. কোনটিই না
উত্তরঃ জিজ্ঞাসা চিহ্নের মত
11. ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায়?
- ক. উত্তর গোলার্ধে
- খ. দক্ষিণ গোলার্ধে
- গ. পূর্ব গোলার্ধে
- ঘ. পশ্চিম গোলার্ধে
উত্তরঃ উত্তর গোলার্ধে
12. ‘কসমিক ইয়ার’ বলতে কি বুঝায়?
- ক. সূর্যের নিকট অক্ষে আবর্তনকাল
- খ. পৃথিবীর নিজ অক্ষে আবর্তনকাল
- গ. নক্ষত্রের নিজ অক্ষে আবর্তনকাল
- ঘ. ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
উত্তরঃ ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
15. ‘হেল-বপ’ ধুমকেতু আবিষ্কৃত হয়-
- ক. ১৯৯৩ সালে
- খ. ১৯৯৭ সালে
- গ. ১৯৯৫ সালে
- ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ১৯৯৫ সালে
18. হ্যালির ধুমকেতু আবার দেখা যাবে---
- ক. ২০৪২ খ্রি.
- খ. ২০৭২ খ্রি.
- গ. ২০৫২ খ্রি.
- ঘ. ২০৬২ খ্রি.
উত্তরঃ ২০৬২ খ্রি.
20. উল্কা বৃষ্টি কি?
- ক. মহাকাশ থেকে আসা এক ঝাঁক উজ্জ্বল বস্তু
- খ. খসে পড়া তারা
- গ. কোন ধুমকেতুর অংশবিশেষ কক্ষপথ হইতে বিচ্যুত বস্তু কণা যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে
- ঘ. কোন গ্রহের ভগ্নাবশেষ যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের ফলে ঘর্ষণে জ্বলে উঠে
উত্তরঃ কোন ধুমকেতুর অংশবিশেষ কক্ষপথ হইতে বিচ্যুত বস্তু কণা যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে
21. তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?
- ক. হোয়াইট ডোয়ার্ফ
- খ. ব্লাকহোল
- গ. রেড জায়েন্ট
- ঘ. নাথিংনেস
উত্তরঃ রেড জায়েন্ট
22. মহাশূণ্য থেকে আগত রশ্মি বা কণাকে কি বলে?
- ক. আলফা রে
- খ. বিটা রে
- গ. গামা রে
- ঘ. কসমিক রে
উত্তরঃ কসমিক রে
23. মহাজাগতিক রশ্মি আবিস্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
- ক. হেস
- খ. গোল্ডস্টাইন
- গ. রাদারফোর্ড
- ঘ. আইনস্টাইন
উত্তরঃ হেস
- ক. গ্যালিলিও
- খ. কেপলার
- গ. কোপার্নিকাস
- ঘ. টাইকো ব্রাহে
উত্তরঃ কোপার্নিকাস
25. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে-এ মতবাদ প্রথম প্রমাণ করেন-
- ক. গ্যালিলিও
- খ. হ্যানিম্যান
- গ. কোপার্নিকাস
- ঘ. লুইপাস্তুর
উত্তরঃ কোপার্নিকাস