সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান

201. গ্রিন হাউজ এফেক্ট এর পরিণতি কি-

  • ক. সবুজ গাছের বনায়ন
  • খ. তাপমাত্রা বৃদ্ধি
  • গ. পানির তাপমাত্রা হ্রাস পাওয়া
  • ঘ. মরুকরণ

উত্তরঃ তাপমাত্রা বৃদ্ধি

বিস্তারিত

202. গ্রিণ হাউস প্রতিক্রিয়া হল-

  • ক. জীবাশ্ম জ্বালানী যেমন- কয়লা, তেল ইত্যাদি দহনের ফলে বায়ুমণ্ডলের দূষণ
  • খ. বৃক্ষকর্তনের মাধ্যমে অবাধে বনভূমি উজাড় করা
  • গ. সবুজ বৃক্ষকর্তনের পরিপূর্ণ এক বাড়িতে বসবাসের প্রতিক্রিয়া
  • ঘ. সবুজ ঘরে বৃক্ষ ও শাকশব্জি জন্মানোর প্রক্রিয়া

উত্তরঃ জীবাশ্ম জ্বালানী যেমন- কয়লা, তেল ইত্যাদি দহনের ফলে বায়ুমণ্ডলের দূষণ

বিস্তারিত

203. গ্রিন হাউজ প্রক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে

  • ক. সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
  • খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
  • গ. নদ-নদীর পানি কমে যেতে পারে
  • ঘ. ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে

উত্তরঃ সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে

বিস্তারিত

204. বৈশ্বিক উষ্ণতার কারণ-

  • ক. সৌর বিকিরণ
  • খ. বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড জমা হওয়া
  • গ. শিল্পকারখানার দূষণ
  • ঘ. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া

উত্তরঃ বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড জমা হওয়া

বিস্তারিত

205. আর্কটিক-এর বরফ গলে যাবার কারণ-

  • ক. বৈশ্বিক উষ্ণতা
  • খ. প্রলম্বিত গ্রীষ্মকাল
  • গ. ভূমিকম্প
  • ঘ. অতিরিক্ত বৃষ্টিপাত

উত্তরঃ বৈশ্বিক উষ্ণতা

বিস্তারিত

206. জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন গ্যাসের পরিমাণ সব চাইতে বেশী বৃদ্ধি পাচ্ছে-

  • ক. জলীয় বাষ্প
  • খ. ক্লোরো ফ্লোরো কার্বন
  • গ. কার্বন ডাই অক্সাইড
  • ঘ. মিথেন

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড

বিস্তারিত

207. নিচের গ্রিন হাউজ গ্যাসগুলোর কোনটির অবদান বায়ুমন্ডলের উষ্ণতা সংরক্ষণে সর্বাধিক?

  • ক. জলীয় বাষ্প
  • খ. কার্বন ডাই অক্সাইড
  • গ. মিথেন
  • ঘ. ক্লোরোফ্লোরো কার্বন

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড

বিস্তারিত

210. কোনটি গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক?

  • ক. সি-এফ-সি
  • খ. সি-এন-জি
  • গ. নিওন
  • ঘ. হিলিয়াম

উত্তরঃ সি-এফ-সি

বিস্তারিত

211. যে গ্রুপের সবগুলো অণুই গ্রিন হাউস গ্যাস?

  • ক. CO2,N2,O2
  • খ. CO2,H2O,CH4
  • গ. N2,H2O,CH4
  • ঘ. CO2,N2,CH4

উত্তরঃ CO2,H2O,CH4

বিস্তারিত

212. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নহে?

  • ক. কার্বন ডাই অক্সাইড
  • খ. সালফার ডাই অক্সাইড
  • গ. মিথেন
  • ঘ. ক্লোরোফ্লোরোকার্বন

উত্তরঃ সালফার ডাই অক্সাইড

বিস্তারিত

213. বিশ্ব উষ্ণায়নের লক্ষণ-

  • ক. অতি বৃষ্টি
  • খ. অনাবৃষ্টি
  • গ. ঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি
  • ঘ. সবগুলোই

উত্তরঃ ঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি

বিস্তারিত

214. গ্রিন হাউজ গ্যাস নির্গমনকারী শীর্ষ দেশ দুটি হচ্ছে-

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান
  • খ. মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
  • গ. মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  • ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন

বিস্তারিত

215. ওজোনের রং কি?

  • ক. গাঢ় সবুজ
  • খ. গাঢ় নীল
  • গ. হলদে বেগুনি
  • ঘ. ধবধবে সাদা

উত্তরঃ গাঢ় নীল

বিস্তারিত

216. অতিবেগুনি রাশ্মি কোথা হতে আসে?

  • ক. চন্দ্র
  • খ. বৃহস্পতি
  • গ. সূর্য
  • ঘ. পেট্রোলিয়াম

উত্তরঃ সূর্য

বিস্তারিত

217. বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুণি রশ্মিকে শোষণ করে?

  • ক. নাইট্রোজেন
  • খ. অক্সিজেন
  • গ. ওজোন
  • ঘ. হিলিয়াম

উত্তরঃ ওজোন

বিস্তারিত

218. ফ্রিয়ন কার ট্রেড নাম?

  • ক. CFC
  • খ. DDT
  • গ. CTS
  • ঘ. BCF

উত্তরঃ CFC

বিস্তারিত

220. Chlorofluro Carbon আবিষ্কার করেন?

  • ক. Prof a. Salam
  • খ. Prof A. Einstien
  • গ. Prof. T. Midgley
  • ঘ. Prof. M. Calvin

উত্তরঃ Prof. T. Midgley

বিস্তারিত

221. বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয় বা ছিদ্র বা ফাটলের জন্য কোন গ্যসটির ভূমিকা সর্বোচ্চ?

  • ক. কার্বন ডাই অক্সাইড
  • খ. জলীয় বাষ্প
  • গ. নাইট্রিক অক্সাইড
  • ঘ. CFC বা ক্লোরো ফ্লোরো কার্বন

উত্তরঃ CFC বা ক্লোরো ফ্লোরো কার্বন

বিস্তারিত

222. Upper atmospheric O3 layer is depleted by--

  • ক. Ammonia gas
  • খ. Carbon dioxide gas
  • গ. Freon gas
  • ঘ. Helium gas

উত্তরঃ Freon gas

বিস্তারিত

223. কোন গ্যাসটি ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে?

  • ক. কার্বন ডাই অক্সাইড
  • খ. হাইড্রোজেন সালফাইড
  • গ. ব্রোমিন
  • ঘ. ক্লোরো ফ্লোরো কার্বন

উত্তরঃ ক্লোরো ফ্লোরো কার্বন

বিস্তারিত

224. ওজোনস্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস?

  • ক. হাইড্রোজেন সালফাইড
  • খ. ক্লোরিন
  • গ. ফ্লোরিন
  • ঘ. ব্রোমিন

উত্তরঃ ক্লোরিন

বিস্তারিত

225. কোন গ্রাসটি ওজোন ভাঙতে সাহায্য করে?

  • ক. হাইড্রোজেন সালফাইড
  • খ. ক্লোরিন
  • গ. ব্রোমিন
  • ঘ. ফ্লোরিন

উত্তরঃ ক্লোরিন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects