সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান

126. কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?

  • ক. কর্কটক্রান্তি
  • খ. মকরক্রান্তি
  • গ. বিষুবরেখা
  • ঘ. মূল মধ্যরেখা

উত্তরঃ বিষুবরেখা

বিস্তারিত

127. নিরক্ষরেখা থেকে যতই উত্তরে এবং দক্ষিণে যাওয়া যায় ততই বাড়তে থাকে-

  • ক. অক্ষাংশ
  • খ. দ্রাঘিমাংশ
  • গ. মধ্যাংশ
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ অক্ষাংশ

বিস্তারিত

128. ভূ-গোলকে কতগুলি অক্ষাংশ রেখা আছে?

  • ক. ৯০ টি
  • খ. ৯১ টি
  • গ. ১৮০ টি
  • ঘ. ১৮১ টি

উত্তরঃ ১৮১ টি

বিস্তারিত

129. কর্কট ক্রান্তির অক্ষাংশ কত?

  • ক. ২২°
  • খ. ২২°২০'
  • গ. ২৩°৩০'
  • ঘ. ২৩°

উত্তরঃ ২৩°৩০'

বিস্তারিত

130. ২৩.৫° উত্তর অক্ষাংশকে কি বলা হয়?

  • ক. মকরক্রান্তি
  • খ. বিষুবলম্ব
  • গ. মূলমধ্যরেখা
  • ঘ. কর্কট ক্রান্তি

উত্তরঃ কর্কট ক্রান্তি

বিস্তারিত

131. What is Tropic of Capricon?

  • ক. ২৩.৫ N latitude
  • খ. ২৩.৫ S latitude
  • গ. ৩০ N latitude
  • ঘ. ৩০ S latitude

উত্তরঃ ২৩.৫ S latitude

বিস্তারিত

132. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?

  • ক. ট্রাপিক অব ক্যাপ্রিকন
  • খ. ট্রপিক অব ক্যানসার
  • গ. ইকুয়েটর
  • ঘ. আর্কটিক সার্কেল

উত্তরঃ ট্রপিক অব ক্যানসার

বিস্তারিত

133. এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে-

  • ক. কুমেরুরেখা
  • খ. কর্কট ক্রান্তি রেখা
  • গ. মকর ক্রান্তি রেখা
  • ঘ. সুমেরুরেখা

উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা

বিস্তারিত

134. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-

  • ক. মূল মধ্যরেখা
  • খ. কর্কট ক্রান্তি রেখা
  • গ. মকর ক্রান্তি রেখা
  • ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা

উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা

বিস্তারিত

135. কর্কট ক্রান্তি রেখা-

  • ক. বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
  • খ. বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
  • গ. বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
  • ঘ. বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত

উত্তরঃ বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে

বিস্তারিত

136. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে?

  • ক. বিষুবরেখা
  • খ. মকরক্রান্তি রেখা
  • গ. কর্কটক্রান্তি রেখা
  • ঘ. সুমেরুরেখা

উত্তরঃ কর্কটক্রান্তি রেখা

বিস্তারিত

137. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে-

  • ক. উষ্ণমণ্ডল
  • খ. হিমমণ্ডল
  • গ. আপেক্ষিকমণ্ডল
  • ঘ. নিরক্ষীয় মণ্ডল

উত্তরঃ নিরক্ষীয় মণ্ডল

বিস্তারিত

138. আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে-

  • ক. মূল মধ্যরেখা
  • খ. কর্কটক্রান্তি রেখা
  • গ. বিষুব রেখা
  • ঘ. মকরক্রান্তি রেখা

উত্তরঃ বিষুব রেখা

বিস্তারিত

139. নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত-

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. ইন্দোনেশিয়া
  • গ. ইরাক
  • ঘ. সৌদি আরব

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

140. ৬৬.৫ উত্তর অক্ষাংশ কি নামে পরিচিত?

  • ক. কুমেরুবৃত্ত
  • খ. বিষুবরেখা
  • গ. সুমেরুবৃত্ত
  • ঘ. মূল মধ্যরেখা

উত্তরঃ সুমেরুবৃত্ত

বিস্তারিত

141. মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তবিন্দুকে বলা হয়----

  • ক. বিষুবরেখা
  • খ. সুমেরু
  • গ. কুমেরু
  • ঘ. দ্রাঘিমা রেখা

উত্তরঃ কুমেরু

বিস্তারিত

142. What is there in the north Polar region?/উত্তর মেরুতে কি আছে?

  • ক. Arctic Ocean
  • খ. Antarctic Ocean
  • গ. Arctic Continent
  • ঘ. Antarctic Continent

উত্তরঃ Arctic Ocean

বিস্তারিত

143. The South Pole is located in the.../দক্ষিণ মেরু কোথায় অবস্থিত?

  • ক. Arctic
  • খ. Antarctic
  • গ. Antipodes
  • ঘ. Occide

উত্তরঃ Antarctic

বিস্তারিত

144. মূল মধ্যরেখার মান কত?

  • ক. ৮০ ডিগ্রী
  • খ. ১৮০ ডিগ্রী
  • গ. ০ ডিগ্রী
  • ঘ. ৩০ ডিগ্রী

উত্তরঃ ০ ডিগ্রী

বিস্তারিত

145. মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানে কোণিক দূরত্বকে ঐ স্থানের কি বলে?

  • ক. দেশান্তর
  • খ. অক্ষাংশ
  • গ. দ্রাঘিমাংশ
  • ঘ. প্রতিপাদ স্থান

উত্তরঃ দ্রাঘিমাংশ

বিস্তারিত

146. দ্রাঘিমা রেখাগুলো-

  • ক. গোলাকৃতি
  • খ. ডিম্বাকৃতি
  • গ. অর্ধবৃত্তাকার
  • ঘ. চৌকা

উত্তরঃ অর্ধবৃত্তাকার

বিস্তারিত

147. গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রী

  • ক. ৫°
  • খ. ১°
  • গ. ০.৫°
  • ঘ. ০°

উত্তরঃ ০°

বিস্তারিত

148. গ্রিনউইচ যে দেশে অবস্থিত তার নাম-

  • ক. কানাডা
  • খ. ডেনমার্ক
  • গ. রাশিয়া
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ইংল্যান্ড

বিস্তারিত

149. কোন রেখা অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয়?

  • ক. বিষুবরেখা
  • খ. দ্রাঘিমা রেখা
  • গ. মূল মধ্যরেখা
  • ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা

উত্তরঃ আন্তর্জাতিক তারিখ রেখা

বিস্তারিত

150. কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়?

  • ক. নিরক্ষরেখা
  • খ. দ্রাঘিমা রেখা
  • গ. মূল মধ্যরেখা
  • ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা

উত্তরঃ আন্তর্জাতিক তারিখ রেখা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects