সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান
126. কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?
- ক. কর্কটক্রান্তি
- খ. মকরক্রান্তি
- গ. বিষুবরেখা
- ঘ. মূল মধ্যরেখা
উত্তরঃ বিষুবরেখা
127. নিরক্ষরেখা থেকে যতই উত্তরে এবং দক্ষিণে যাওয়া যায় ততই বাড়তে থাকে-
- ক. অক্ষাংশ
- খ. দ্রাঘিমাংশ
- গ. মধ্যাংশ
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ অক্ষাংশ
130. ২৩.৫° উত্তর অক্ষাংশকে কি বলা হয়?
- ক. মকরক্রান্তি
- খ. বিষুবলম্ব
- গ. মূলমধ্যরেখা
- ঘ. কর্কট ক্রান্তি
উত্তরঃ কর্কট ক্রান্তি
131. What is Tropic of Capricon?
- ক. ২৩.৫ N latitude
- খ. ২৩.৫ S latitude
- গ. ৩০ N latitude
- ঘ. ৩০ S latitude
উত্তরঃ ২৩.৫ S latitude
132. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
- ক. ট্রাপিক অব ক্যাপ্রিকন
- খ. ট্রপিক অব ক্যানসার
- গ. ইকুয়েটর
- ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ ট্রপিক অব ক্যানসার
133. এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে-
- ক. কুমেরুরেখা
- খ. কর্কট ক্রান্তি রেখা
- গ. মকর ক্রান্তি রেখা
- ঘ. সুমেরুরেখা
উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা
134. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-
- ক. মূল মধ্যরেখা
- খ. কর্কট ক্রান্তি রেখা
- গ. মকর ক্রান্তি রেখা
- ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা
135. কর্কট ক্রান্তি রেখা-
- ক. বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
- খ. বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
- গ. বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
- ঘ. বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত
উত্তরঃ বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
136. নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে?
- ক. বিষুবরেখা
- খ. মকরক্রান্তি রেখা
- গ. কর্কটক্রান্তি রেখা
- ঘ. সুমেরুরেখা
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা
137. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে-
- ক. উষ্ণমণ্ডল
- খ. হিমমণ্ডল
- গ. আপেক্ষিকমণ্ডল
- ঘ. নিরক্ষীয় মণ্ডল
উত্তরঃ নিরক্ষীয় মণ্ডল
138. আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে-
- ক. মূল মধ্যরেখা
- খ. কর্কটক্রান্তি রেখা
- গ. বিষুব রেখা
- ঘ. মকরক্রান্তি রেখা
উত্তরঃ বিষুব রেখা
139. নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত-
- ক. অস্ট্রেলিয়া
- খ. ইন্দোনেশিয়া
- গ. ইরাক
- ঘ. সৌদি আরব
উত্তরঃ অস্ট্রেলিয়া
140. ৬৬.৫ উত্তর অক্ষাংশ কি নামে পরিচিত?
- ক. কুমেরুবৃত্ত
- খ. বিষুবরেখা
- গ. সুমেরুবৃত্ত
- ঘ. মূল মধ্যরেখা
উত্তরঃ সুমেরুবৃত্ত
141. মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তবিন্দুকে বলা হয়----
- ক. বিষুবরেখা
- খ. সুমেরু
- গ. কুমেরু
- ঘ. দ্রাঘিমা রেখা
উত্তরঃ কুমেরু
142. What is there in the north Polar region?/উত্তর মেরুতে কি আছে?
- ক. Arctic Ocean
- খ. Antarctic Ocean
- গ. Arctic Continent
- ঘ. Antarctic Continent
উত্তরঃ Arctic Ocean
143. The South Pole is located in the.../দক্ষিণ মেরু কোথায় অবস্থিত?
- ক. Arctic
- খ. Antarctic
- গ. Antipodes
- ঘ. Occide
উত্তরঃ Antarctic
- ক. ৮০ ডিগ্রী
- খ. ১৮০ ডিগ্রী
- গ. ০ ডিগ্রী
- ঘ. ৩০ ডিগ্রী
উত্তরঃ ০ ডিগ্রী
145. মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানে কোণিক দূরত্বকে ঐ স্থানের কি বলে?
- ক. দেশান্তর
- খ. অক্ষাংশ
- গ. দ্রাঘিমাংশ
- ঘ. প্রতিপাদ স্থান
উত্তরঃ দ্রাঘিমাংশ
148. গ্রিনউইচ যে দেশে অবস্থিত তার নাম-
- ক. কানাডা
- খ. ডেনমার্ক
- গ. রাশিয়া
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ইংল্যান্ড
149. কোন রেখা অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয়?
- ক. বিষুবরেখা
- খ. দ্রাঘিমা রেখা
- গ. মূল মধ্যরেখা
- ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ আন্তর্জাতিক তারিখ রেখা
150. কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়?
- ক. নিরক্ষরেখা
- খ. দ্রাঘিমা রেখা
- গ. মূল মধ্যরেখা
- ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ আন্তর্জাতিক তারিখ রেখা