সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান

151. কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশ পার হলে নাবিকদের তারিখ বদলাতে হয়?

  • ক. ০° দ্রাঘিমা
  • খ. ১৮০° দ্রাঘিমা
  • গ. ০° অক্ষাংশ
  • ঘ. ৯০° অক্ষাংশ

উত্তরঃ ১৮০° দ্রাঘিমা

বিস্তারিত

152. কল্পিত আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে কোনটির ওপর দিয়ে?

  • ক. স্থলভাগ
  • খ. ভূ-পৃষ্ঠের নিচ
  • গ. মহাশূন্য
  • ঘ. জলভাগ

উত্তরঃ জলভাগ

বিস্তারিত

153. আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে যে তথ্যাটি সত্যি নয়-

  • ক. উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটি কাল্পনিক রেখা
  • খ. প্রশান্ত মহাসাগরে অবস্থিত
  • গ. রেখাটি আঁকাবাঁকা
  • ঘ. রেখাটি জাপানের কয়েকটি দ্বীপের উপর দিয়ে গিয়েছে

উত্তরঃ রেখাটি জাপানের কয়েকটি দ্বীপের উপর দিয়ে গিয়েছে

বিস্তারিত

154. আন্তর্জাতিক তারিখ রেখা বাংলাদেশের কোন জেলার ওপর দিয়ে গিয়েছে?

  • ক. সিলেট
  • খ. চট্টগ্রাম
  • গ. ফরিদপুর
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ কোনটাই নয়

বিস্তারিত

155. ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?

  • ক. চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
  • খ. মেক্সিকোর নিকট প্রশান্ত মহাসাগরে
  • গ. নিউইয়র্কের নিকট আটলান্টিক মহাসাগরে
  • ঘ. সানফ্রান্সিসকোর নিকট প্রশান্ত মহাসাগরে

উত্তরঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে

বিস্তারিত

156. আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়---

  • ক. ০° বরাবর
  • খ. ১৮০° বরাবর
  • গ. ৩৬০° বরাবর
  • ঘ. ১২০° বরাবর

উত্তরঃ ১৮০° বরাবর

বিস্তারিত

157. গ্রিনউইচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত?

  • ক. সময়
  • খ. দুরত্ব
  • গ. ওজন
  • ঘ. দৈর্ঘ্য

উত্তরঃ সময়

বিস্তারিত

158. কোন স্থানের সূর্য যখন মাথার উপর থাকে, তখন ঐ স্থানের সময় কত ধরা হয়?

  • ক. দুপুর ১২টা
  • খ. দুপুর ১২টা ৩০ মিনিট
  • গ. দুপুর ১টা
  • ঘ. দুপুর ১টা ৩০ মিনিট

উত্তরঃ দুপুর ১২টা

বিস্তারিত

159. GMT বা গ্রিনিচ মিন টাইম এবং কোন শহরের সময়ে কোন ব্যবধান নেই?

  • ক. ব্রালেস
  • খ. লন্ডন
  • গ. প্যারিস
  • ঘ. রোম

উত্তরঃ লন্ডন

বিস্তারিত

160. ১° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের জন্য সময়ের পার্থক্য কত মিনিট?

  • ক. ৩০ মিনিট
  • খ. ১ মিনিট
  • গ. ২৫ মিনিট
  • ঘ. ৪ মিনিট

উত্তরঃ ৪ মিনিট

বিস্তারিত

161. ১৫° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান কত?

  • ক. ৪৫ মিনিট
  • খ. ৫০ মিনিট
  • গ. ৫৫ মিনিট
  • ঘ. ৬০ মিনিট

উত্তরঃ ৬০ মিনিট

বিস্তারিত

162. কোন স্থানের সময় ৩টা হলে তার ১° পূর্বের সময় হবে-

  • ক. ২ টা ৫৬ মিনিট
  • খ. ৩ টা ৪ মিনিট
  • গ. ৩ টা ৪ সেকেন্ড
  • ঘ. ২ টা ৪ সেকেন্ডে

উত্তরঃ ৩ টা ৪ মিনিট

বিস্তারিত

163. কোন স্থানের সময় ৩টা হলে ১০° পূর্বের স্থানে সময় কত হবে?

  • ক. ২টা ৫৬ সেকেন্ড
  • খ. ৩ টাকা ৪ সেকেন্ড
  • গ. ৩ টা ৪ মিনিট
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

164. কোন স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬° পম্চিমের স্থানের সময় হবে-

  • ক. ১১ টা ২৪ মিনিট
  • খ. ১১ টা ১২ মিনিট
  • গ. ১০ টা ৩৬ মিনিট
  • ঘ. ১০ টা ৪৮ মিনিট

উত্তরঃ ১০ টা ৩৬ মিনিট

বিস্তারিত

165. কোন স্থানের সময় দুপুর ১১টা হলে তার ৫° পশ্চিমের স্থানের সময় হবে-

  • ক. ১২ টা ১০ মিনিট
  • খ. ১২ টা ২০ মিনিট
  • গ. ১০ টা ৪০ মিনিট
  • ঘ. ১১ টা ৫০ মিনিট

উত্তরঃ ১০ টা ৪০ মিনিট

বিস্তারিত

166. ঢাকায় যখন দুপুর বারটা তখন এর থেকে ২০° দ্রাঘিমাংশ পশ্চিমে অবস্থিত কোন স্থানের সময় কত?

  • ক. সকাল ১০টা ৩০মিঃ
  • খ. দুপুর ১টা ৩০ মিঃ
  • গ. দুপুর ১২টা ৪০ মিঃ
  • ঘ. সকাল ১০ টা ৪০ মিঃ

উত্তরঃ সকাল ১০ টা ৪০ মিঃ

বিস্তারিত

168. গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা?

  • ক. ছয় ঘন্টা
  • খ. আট ঘন্টা
  • গ. দশ ঘন্টা
  • ঘ. পাঁচ ঘন্টা

উত্তরঃ ছয় ঘন্টা

বিস্তারিত

169. Which of the following time zones is Bangladesh is?

  • ক. GMT + 6:00 hours
  • খ. GMT - 5:00 hours
  • গ. GMT - 6:00 hours
  • ঘ. GMT + 5:00 hours

উত্তরঃ GMT + 6:00 hours

বিস্তারিত

170. গ্রিনিচে যখন রবিবার সকাল ৬টা তখন ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমায় সময় যথাক্রমে--

  • ক. রবিবার দুপুর ১২টা ও শনিবার সকাল ৬টা
  • খ. রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার দুপুর ১২টা
  • গ. রবিবার রাত ১২টা ও শনিবার রাত ১২টা
  • ঘ. রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার সন্ধ্যা ৬টা

উত্তরঃ রবিবার সন্ধ্যা ৬টা ও শনিবার সন্ধ্যা ৬টা

বিস্তারিত

171. বাংলাদেশে যখন সকাল ৯টা পাকিস্তানে তখন-

  • ক. সকাল ৮টা
  • খ. সকাল ১০টা
  • গ. সকাল সাড়ে ৮টা
  • ঘ. সকাল সাড়ে ৯টা

উত্তরঃ সকাল ৮টা

বিস্তারিত

172. Which of the following is the longest time ?/নিচের কোনটি সময়ের মানটি বৃহত্তম?

  • ক. ১৫০০০ seconds
  • খ. ১৫০০ minutes
  • গ. ১০ hours
  • ঘ. ১ day

উত্তরঃ ১৫০০ minutes

বিস্তারিত

173. বাংলাদেশ দিবালোক সংরক্ষণে সময়সূচী প্রবর্তিত হয়েছে-

  • ক. ১৭ জুন ২০০৯
  • খ. ১৯ জুন ২০০৯
  • গ. ২০ জুন ২০০৯
  • ঘ. ৩০ জনু ২০০৯

উত্তরঃ ১৯ জুন ২০০৯

বিস্তারিত

174. গ্রিনিচ সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?

  • ক. ৬ ঘন্টা
  • খ. ৫ ১/২ ঘন্টা
  • গ. ৬ ১/২ ঘন্টা
  • ঘ. ৫ ঘন্টা

উত্তরঃ ৬ ঘন্টা

বিস্তারিত

175. বাংলাদেশের প্রমাণ সময় কোনটি?

  • ক. গ্রিনিচ সময় হতে ৬ ঘন্টা আগে
  • খ. গ্রিনিচ সময় হতে ৬ ঘন্টা পরে
  • গ. গ্রিনিচ সময় হতে ৭ ঘন্টা আগে
  • ঘ. গ্রিনিচ সময় হতে ৭ ঘন্টা পরে

উত্তরঃ গ্রিনিচ সময় হতে ৬ ঘন্টা আগে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects