সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান

51. পৃথিবী চাঁদের তুলনায় কতগুণ বড়?

  • ক. ৩৯
  • খ. ৪৯
  • গ. ৫৯
  • ঘ. ৬৯

উত্তরঃ ৪৯

বিস্তারিত

52. The distance between the earth and the moon is about?/পৃথিবী হতে চাঁদের দুরত্ব গড়ে কত মাইল?

  • ক. 2,39,000 miles
  • খ. 2,49,000 miles
  • গ. 2,59,000 miles
  • ঘ. 2,69,000 miles

উত্তরঃ 2,39,000 miles

বিস্তারিত

53. Approximate distancen of the moon from the earth:/পৃথিবী হতে চাঁদের দুরত্ব প্রায়-

  • ক. 257x105 miles
  • খ. 250x103 miles
  • গ. 930x105 miles
  • ঘ. 67x105 miles

উত্তরঃ 250x103 miles

বিস্তারিত

54. আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে?

  • ক. ১৫ সেকেন্ড
  • খ. প্রায় ১.৫ সেকেন্ড
  • গ. ১.৫ মিনিট
  • ঘ. প্রায় ১৫ মিনিট

উত্তরঃ প্রায় ১.৫ সেকেন্ড

বিস্তারিত

55. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?

  • ক. শনি
  • খ. বৃহস্পতি
  • গ. ইউরেনাস
  • ঘ. প্লুটো

উত্তরঃ শনি

বিস্তারিত

56. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?

  • ক. টাইটান
  • খ. ফোবস
  • গ. ডিমোস
  • ঘ. ক্যারন

উত্তরঃ টাইটান

বিস্তারিত

57. কোন গ্রহের কোন চাঁদ নেই?

  • ক. মঙ্গল
  • খ. বুধ
  • গ. বৃহস্পতি
  • ঘ. শনি

উত্তরঃ বুধ

বিস্তারিত

58. কোনটি অপর তিনটি থেকে আলাদা?

  • ক. ধ্রুবতারা
  • খ. বুধ
  • গ. শনি
  • ঘ. প্লুটো

উত্তরঃ ধ্রুবতারা

বিস্তারিত

60. চন্দ্রগ্রহণের সময়-

  • ক. পৃথিবী, সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে
  • খ. চন্দ্র, সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে
  • গ. সূর্য, চন্দ্র ও পৃথিবীর মাঝে অবস্থান করে
  • ঘ. পৃথিবী ও চন্দ্র সোজসুজি অবস্থান করে

উত্তরঃ পৃথিবী, সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে

বিস্তারিত

61. Lunar eclipse occurs on-/চন্দ্রগ্রহণ হয়--

  • ক. A new moon day
  • খ. A full moon day
  • গ. A half moon day
  • ঘ. A moonless day

উত্তরঃ A full moon day

বিস্তারিত

62. কোন দেশ প্রথম রকেট আবিষ্কার করে?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. রাশিয়া
  • গ. চীন
  • ঘ. জাপান

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

63. প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. রাশিয়া
  • গ. চীন
  • ঘ. জাপান

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

64. মহাশূন্য প্রথম নভোচারী একজন-

  • ক. আমেরিকান
  • খ. ব্রিটিশ
  • গ. ফরাসি
  • ঘ. রাশিয়ান

উত্তরঃ রাশিয়ান

বিস্তারিত

65. মহাশূন্যে উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?

  • ক. অ্যাপোলো
  • খ. চ্যালেঞ্জার
  • গ. স্পুটনিক
  • ঘ. এক্সপ্লোরার

উত্তরঃ অ্যাপোলো

বিস্তারিত

66. স্পুটনিক-১ কখন ভূ-উপগ্রহ কক্ষপথে সাফল্যজনকভাবে নিক্ষেপ করা হয়?

  • ক. ১৯৫৭ সালে
  • খ. ১৯৬০ সালে
  • গ. ১৯৬৬ সালে
  • ঘ. ১৯৬৯ সালে

উত্তরঃ ১৯৫৭ সালে

বিস্তারিত

67. কোন সনে প্রথম নভোযান আকাশে পাঠানো হয়?

  • ক. ১৯৫৭
  • খ. ১৯৫৯
  • গ. ১৯৬১
  • ঘ. ১৯৬৩

উত্তরঃ ১৯৫৭

বিস্তারিত

68. মহাশূন্য প্রথম কোন দেশ কুকুর লাইকা পাঠায়?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. রাশিয়া
  • গ. চীন
  • ঘ. জাপান

উত্তরঃ রাশিয়া

বিস্তারিত

69. মহাকাশে কোন প্রাণী প্রথম গিয়েছিল?

  • ক. বানর
  • খ. কুকুর
  • গ. মানুষ
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ কুকুর

বিস্তারিত

70. প্রথম মহাকাশচারী-

  • ক. আর্মস্ট্রং
  • খ. কনরেড
  • গ. অলড্রিন
  • ঘ. গ্যাগারিন

উত্তরঃ গ্যাগারিন

বিস্তারিত

71. 'Sputnik' is the name of:

  • ক. A comet
  • খ. An American space object
  • গ. The first space satellite
  • ঘ. None of the avobe

উত্তরঃ The first space satellite

বিস্তারিত

72. কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন?

  • ক. নেইল আর্মষ্ট্রং
  • খ. ইউরি আন্দ্রোপভ
  • গ. জন পে
  • ঘ. ইউরি গ্যাগারিন

উত্তরঃ ইউরি গ্যাগারিন

বিস্তারিত

73. ইউরি গ্যাগারিন কোন মহাকাশযানে চড়ে পৃথিবী পরিভ্রমণ করেন?

  • ক. মাকারি
  • খ. ভস্টক
  • গ. অ্যাপোলো
  • ঘ. ডিসকভারি

উত্তরঃ ভস্টক

বিস্তারিত

74. মহাকাশের প্রথম মহিলা অভিযাত্রীর নাম কি?

  • ক. মাদাম কুরি
  • খ. ভ্যালেন্তিনা তেরেসকোভা
  • গ. তাসফিয়া রাজভিকো
  • ঘ. তাসনুভা গোরবাচেভ

উত্তরঃ ভ্যালেন্তিনা তেরেসকোভা

বিস্তারিত

75. কবে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে? In which year man landed on the moon?

  • ক. ২০ জুন, ১৯৬৯
  • খ. ২৫ জুলাই, ১৯৬৮
  • গ. ২০ জুলাই, ১৯৬৯
  • ঘ. ২০ আগস্ট, ১৯৬৯

উত্তরঃ ২০ জুলাই, ১৯৬৯

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects