সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান
76. চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ
- ক. ইউরি গ্যাগারিন রাশিয়া
- খ. জন গ্লেন, যুক্তরাষ্ট্র
- গ. রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
- ঘ. নেল আর্মস্ট্রং,যুক্তরাষ্ট্র
উত্তরঃ নেল আর্মস্ট্রং,যুক্তরাষ্ট্র
77. চাঁদে মানুষ কোন মহাশূন্যযান উৎক্ষেপণকারী তৃতয় দেশ-
- ক. জার্মানি
- খ. জাপান
- গ. চীন
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ চীন
80. চাঁদে মানুষ কোন মহাশূন্যযানে যায়--
- ক. অ্যাপোলো-১০
- খ. অ্যাপোলো-১১
- গ. স্পুটনিক
- ঘ. চ্যালেঞ্জার
উত্তরঃ অ্যাপোলো-১১
81. ‘পার্থ ফাইন্ডার (Pathfinder) কি?
- ক. চাঁদে অবতরণকারী একটি যানের নাম
- খ. রাতের অন্ধকারে পথ দেখা যায় এরূপ একটি আলোর মেশিন
- গ. শুক্র গ্রহে অবতরণকারী যানটির নাম
- ঘ. মঙ্গল গ্রহে অবতরণকারী যানটির নাম
উত্তরঃ মঙ্গল গ্রহে অবতরণকারী যানটির নাম
82. মঙ্গলগ্রহে অবতরণকারী খেয়াযানটির নাম কি?
- ক. ডিসকভারি
- খ. ক্যাসিনি
- গ. চ্যালেঞ্জার
- ঘ. পাথফাইন্ডার
উত্তরঃ পাথফাইন্ডার
- ক. ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
- খ. একটি স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
- গ. ভূ-পৃষ্ঠের একস্থান থেকে অন্যস্থানে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য
- ঘ. এক ধরনের আবহাওয়াজ্ঞাপক ভূ-উপগ্রহ
উত্তরঃ ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
84. রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-
- ক. রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
- খ. রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
- গ. কোয়াসার প্রভৃতি মহাজাগতিরক উৎস থেকে সংকেত অনুধাবন
- ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
উত্তরঃ উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
85. মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী কে?
- ক. নেইল আর্মস্ট্রং
- খ. ডেনিস টিটো
- গ. মাইকেল কলিন্স
- ঘ. ইউরি গ্যাগরিন
উত্তরঃ ডেনিস টিটো
86. মহাকাশে প্রথম নারী পর্যটকের নাম কি?
- ক. কল্পনা
- খ. ভ্যালেন্তিনা তেরেস্কোভা
- গ. শিরিন এবাদি
- ঘ. আনুশেহ আনসারি
উত্তরঃ আনুশেহ আনসারি
87. The 'Habble Telescope' is----
- ক. The name of a book
- খ. An observatory in UK
- গ. Placed in orbit round the earth for cosomic observation
- ঘ. Used in space crafts
উত্তরঃ Placed in orbit round the earth for cosomic observation
- ক. Virtual Satellite
- খ. Very Small Aparture Terminal
- গ. Virtical Satellite
- ঘ. Very Small Applitude Terminal
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. ৩৬০ কোটি বছর
- খ. ৪৬০ কোটি বছর
- গ. ৪৫০ কোটি বছর
- ঘ. ৬০০ কোটি বছর
উত্তরঃ ৪৫০ কোটি বছর
- ক. ৫৫০০ মিলিয়ন বছর
- খ. ৫২০০ মিলিয়ন বছর
- গ. ৪৯০০ মিলিয়ন বছর
- ঘ. ৪৫০০ মিলিয়ন বছর
উত্তরঃ ৪৫০০ মিলিয়ন বছর
- ক. ৬০০০ কিঃমিঃ
- খ. ৩৪৮৬ কিঃমিঃ
- গ. ৬৪৩৪ কিঃমিঃ
- ঘ. ৪০৭০ কিঃমিঃ
উত্তরঃ ৬৪৩৪ কিঃমিঃ
93. পৃথিবীর উত্তর দক্ষিণের ব্যাস কত?
- ক. ১৫০৯ কিঃমিঃ
- খ. ১৪৭০২ কিঃমিঃ
- গ. ১২৭০৯ কিঃমিঃ
- ঘ. ১১৩০৯ কিঃমিঃ
উত্তরঃ ১২৭০৯ কিঃমিঃ
- ক. ২৪৯০২ মাইল
- খ. ২৫০০০ মাইল
- গ. ৩০৯০০ মাইল
- ঘ. ৩১০০০ মাইল
উত্তরঃ ২৪৯০২ মাইল
- ক. পরিপূর্ণ গোলক
- খ. সমতল ক্ষেত্র
- গ. অভিগত গোলক
- ঘ. অর্ধবৃত্ত
উত্তরঃ অভিগত গোলক
- ক. ২৫,০০০ মাইল
- খ. ৩৫,০০০ মাইল
- গ. ৩০,০০০ মাইল
- ঘ. ১৫,০০০ মাইল
উত্তরঃ ২৫,০০০ মাইল
97. What is the approximate circumference of the earth?
- ক. ৫০,০০০ km
- খ. ২৫,০০০ km
- গ. ১৬,০০০ km
- ঘ. ৪০,০০০ km
উত্তরঃ ২৫,০০০ km