সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান
26. সূর্যের মধ্য কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?
- ক. নাইট্রোজেন
- খ. হাইড্রোজেন
- গ. ইথাইল
- ঘ. হিলিয়াম
উত্তরঃ হাইড্রোজেন
- ক. ৬০০০° সে.
- খ. ১০০০° সে.
- গ. ১২০০০° সে.
- ঘ. ৮০০০° সে.
উত্তরঃ ৬০০০° সে.
28. সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়?
- ক. ২ কোটি ৩০ লক্ষ গুণ
- খ. ২ কোটি ৪০ লক্ষ গুণ
- গ. ২ কোটি ৫০ লক্ষ গুণ
- ঘ. ২ কোটি ৬০ লক্ষ গুণ
উত্তরঃ ২ কোটি ৩০ লক্ষ গুণ
30. গ্রহটির নামকরণ রোমান যুদ্ধদেবতার নামে আছে-
- ক. মার্স
- খ. স্যাটার্ন
- গ. জুপিটার
- ঘ. এপোলো
উত্তরঃ মার্স
33. Which of the following is not the name of the Greek God? /নিচের কোন নামটি গ্রিক দেবতার নাম নয়?
- ক. Venus
- খ. Jupiter
- গ. Neptune
- ঘ. Pluto
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
34. Which of these is not a planet in the Solar system?/নিচের কোনটি সৌরজগতের গ্রহ নয়?
- ক. Mars
- খ. Neptune
- গ. Venus
- ঘ. Pluto
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
35. Which one is the largest planet in the solar system?/সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?
- ক. বৃহস্পতি(Jupiter)
- খ. শনি(Saturn)
- গ. মঙ্গল(Mars)
- ঘ. পৃথিবী(Earth)
উত্তরঃ বৃহস্পতি(Jupiter)
36. সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে---
- ক. ২৫ ঘন্টা
- খ. ২৮ ঘন্টা
- গ. ২৫ বছর
- ঘ. ২৫ দিন
উত্তরঃ ২৫ দিন
38. Which planet is the nearest to sun?/ সূর্যের নিকটতম গ্রহের নাম কি?
- ক. Mercury
- খ. Venus
- গ. Jupiter
- ঘ. Mars
উত্তরঃ Mercury
39. সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?
- ক. শুক্র
- খ. বুধ
- গ. পৃথিবী
- ঘ. বৃহস্পতি
উত্তরঃ বুধ
46. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো-
- ক. ৯৩ মিলিয়ন মাইল
- খ. ৯০ মিলিয়ন মাইল
- গ. ৭৫ মিলিয়ন মাইল
- ঘ. ১২০ মিলিয়ন মাইল
উত্তরঃ ৯৩ মিলিয়ন মাইল
48. সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-
- ক. ৭ মিনিট ৪০ সেকেন্ড
- খ. ৮ মিনিট ২০ সেকেন্ড
- গ. ৭ মিনিট ৩০ সেকেন্ড
- ঘ. ৮ মিনিট
উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেন্ড
49. যদি সূর্য থেকে হঠাৎ আলো বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ কতক্ষনে এ পরিবর্তন প্রত্যক্ষ করবে
- ক. তৎক্ষণাৎ
- খ. ৮ মি. পরে
- গ. ৮ মি. ৪০ সে. পরে
- ঘ. ৮ মি. ২০ সে. পরে
উত্তরঃ ৮ মি. ২০ সে. পরে