সৌরজগৎ পৃথিবী জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান

26. সূর্যের মধ্য কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?

  • ক. নাইট্রোজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. ইথাইল
  • ঘ. হিলিয়াম

উত্তরঃ হাইড্রোজেন

বিস্তারিত

27. সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?

  • ক. ৬০০০° সে.
  • খ. ১০০০° সে.
  • গ. ১২০০০° সে.
  • ঘ. ৮০০০° সে.

উত্তরঃ ৬০০০° সে.

বিস্তারিত

28. সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়?

  • ক. ২ কোটি ৩০ লক্ষ গুণ
  • খ. ২ কোটি ৪০ লক্ষ গুণ
  • গ. ২ কোটি ৫০ লক্ষ গুণ
  • ঘ. ২ কোটি ৬০ লক্ষ গুণ

উত্তরঃ ২ কোটি ৩০ লক্ষ গুণ

বিস্তারিত

29. সূর্যের কয়টি গ্রহ আছে?

  • ক. ৮
  • খ. ৯
  • গ. ১০
  • ঘ. ১১

উত্তরঃ

বিস্তারিত

30. গ্রহটির নামকরণ রোমান যুদ্ধদেবতার নামে আছে-

  • ক. মার্স
  • খ. স্যাটার্ন
  • গ. জুপিটার
  • ঘ. এপোলো

উত্তরঃ মার্স

বিস্তারিত

31. কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?

  • ক. নেপচুন
  • খ. পৃথিবী
  • গ. বৃহস্পতি
  • ঘ. মঙ্গল

উত্তরঃ বৃহস্পতি

বিস্তারিত

32. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

  • ক. পৃথিবী
  • খ. শনি
  • গ. বুধ
  • ঘ. নেপচুন

উত্তরঃ বুধ

বিস্তারিত

33. Which of the following is not the name of the Greek God? /নিচের কোন নামটি গ্রিক দেবতার নাম নয়?

  • ক. Venus
  • খ. Jupiter
  • গ. Neptune
  • ঘ. Pluto

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

34. Which of these is not a planet in the Solar system?/নিচের কোনটি সৌরজগতের গ্রহ নয়?

  • ক. Mars
  • খ. Neptune
  • গ. Venus
  • ঘ. Pluto

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

35. Which one is the largest planet in the solar system?/সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?

  • ক. বৃহস্পতি(Jupiter)
  • খ. শনি(Saturn)
  • গ. মঙ্গল(Mars)
  • ঘ. পৃথিবী(Earth)

উত্তরঃ বৃহস্পতি(Jupiter)

বিস্তারিত

36. সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে---

  • ক. ২৫ ঘন্টা
  • খ. ২৮ ঘন্টা
  • গ. ২৫ বছর
  • ঘ. ২৫ দিন

উত্তরঃ ২৫ দিন

বিস্তারিত

37. সৌরজগতের দ্রুততম গ্রহ হলো-

  • ক. বৃহস্পতি
  • খ. শনি
  • গ. বুধ
  • ঘ. শুক্র

উত্তরঃ বুধ

বিস্তারিত

40. ‘শুকতারা’ একটি-

  • ক. গ্রহ
  • খ. উপগ্রহ
  • গ. নক্ষত্র
  • ঘ. নীহারিকা

উত্তরঃ গ্রহ

বিস্তারিত

41. শুক্রগ্রহের অপর নাম কি?

  • ক. শুকতারা
  • খ. সন্ধ্যাতারা
  • গ. সিরিয়াস
  • ঘ. ক ও খ

উত্তরঃ ক ও খ

বিস্তারিত

42. পৃথিবী মহাকাশে একটি-

  • ক. জ্যোতিষ্ক
  • খ. নীহারিকা
  • গ. নক্ষত্র
  • ঘ. উপগ্রহ

উত্তরঃ জ্যোতিষ্ক

বিস্তারিত

43. পৃথিবী সৌরজগতের একটি-

  • ক. নক্ষত্র
  • খ. গ্রহ
  • গ. উপগ্রহ
  • ঘ. জ্যোতিষ্ক

উত্তরঃ গ্রহ

বিস্তারিত

44. পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ?

  • ক. অষ্টম
  • খ. নবম
  • গ. চতুর্থ
  • ঘ. তৃতীয়

উত্তরঃ তৃতীয়

বিস্তারিত

45. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

  • ক. বুধ
  • খ. শুক্র
  • গ. বৃহস্পতি
  • ঘ. মঙ্গল

উত্তরঃ শুক্র

বিস্তারিত

46. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো-

  • ক. ৯৩ মিলিয়ন মাইল
  • খ. ৯০ মিলিয়ন মাইল
  • গ. ৭৫ মিলিয়ন মাইল
  • ঘ. ১২০ মিলিয়ন মাইল

উত্তরঃ ৯৩ মিলিয়ন মাইল

বিস্তারিত

47. পৃথিবীর জমজ নামে পরিচিত কোন গ্রহ?

  • ক. শনি
  • খ. মঙ্গল
  • গ. বুধ
  • ঘ. শুক্র

উত্তরঃ শুক্র

বিস্তারিত

48. সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-

  • ক. ৭ মিনিট ৪০ সেকেন্ড
  • খ. ৮ মিনিট ২০ সেকেন্ড
  • গ. ৭ মিনিট ৩০ সেকেন্ড
  • ঘ. ৮ মিনিট

উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেন্ড

বিস্তারিত

49. যদি সূর্য থেকে হঠাৎ আলো বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ কতক্ষনে এ পরিবর্তন প্রত্যক্ষ করবে

  • ক. তৎক্ষণাৎ
  • খ. ৮ মি. পরে
  • গ. ৮ মি. ৪০ সে. পরে
  • ঘ. ৮ মি. ২০ সে. পরে

উত্তরঃ ৮ মি. ২০ সে. পরে

বিস্তারিত

50. পৃথিবীর উপগ্রহ কয়টি?

  • ক. ৩
  • খ. ৭
  • গ. ৫
  • ঘ. ১

উত্তরঃ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects