সাধারন বিজ্ঞান
1. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
- ক. ফসফরাস
- খ. নাইট্রোজেন
- গ. পটাশিয়াম
- ঘ. সালফার
উত্তরঃ নাইট্রোজেন
2. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
- ক. নিউট্রন ও প্রোটন
- খ. ইলেকট্রন ও প্রোটন
- গ. নিউট্রন ও পজিট্রন
- ঘ. ইলেকট্রন ও পজিট্রন
উত্তরঃ নিউট্রন ও প্রোটন
3. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
- ক. অক্সিজেন পরিবহন করা
- খ. রোগ প্রতিরোধ করা
- গ. রক্ত জমাট বাধতে সাহায্য করা
- ঘ. উপরে উল্লিখিত সব কয়টিই
উত্তরঃ অক্সিজেন পরিবহন করা
5. ইনসুলিন নিংসৃত হয় কোথা থেকে?
- ক. অগ্ন্যাশয় হতে
- খ. প্যানক্রিয়াস হতে
- গ. লিভার হতে
- ঘ. পিটুইটারী গ্লান্ড হতে
উত্তরঃ অগ্ন্যাশয় হতে
7. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-
- ক. গ্লাইকোজেন
- খ. গ্লুকোজ
- গ. ফ্রক্টোজ
- ঘ. সুক্রোজ
উত্তরঃ গ্লাইকোজেন
8. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
- ক. জুওলজী
- খ. বায়োলজী
- গ. ইভোলিউশন
- ঘ. জেনেটিক্স
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. আয়োডিন
- খ. আয়রন
- গ. ম্যাগনেশিয়াম
- ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস
উত্তরঃ ক্যালসিয়াম ও ফসফরাস
11. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল-
- ক. এরোগ মানবদেহের কিডনি নষ্ট করে
- খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
- গ. এ রোগ হতে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
- ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়
উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
12. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
- ক. নদী
- খ. সাগর
- গ. হ্রদ
- ঘ. বৃষ্টিপাত
উত্তরঃ বৃষ্টিপাত
13. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
- ক. পরমাণু শক্তি
- খ. কয়লা
- গ. প্রাকৃতিক গ্যাস
- ঘ. পেট্রোল
উত্তরঃ পরমাণু শক্তি
16. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস-
- ক. পরিপাক
- খ. খাদ্য গ্রহণ
- গ. শ্বসন
- ঘ. রক্ত সংবহন
উত্তরঃ শ্বসন
17. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-
- ক. ঘনত্ব কম
- খ. ঘনত্ব বেশি
- গ. তাপমাত্রা বেশি
- ঘ. দ্রবণীয়তা বেশি
উত্তরঃ ঘনত্ব বেশি
18. গাড়ীয় ব্যাটারিতে এসিড ব্যবহৃত হয়?
- ক. নাইট্রিক
- খ. সালফিউরিক
- গ. হাইড্রোক্লোরিক
- ঘ. পারক্লোরিক
উত্তরঃ সালফিউরিক
22. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
- ক. সূর্যরশ্মি
- খ. পীট কয়লা
- গ. পেট্রোল
- ঘ. প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ সূর্যরশ্মি
25. অ্যালটিমিটার কি?
- ক. তাপ পরিমাপক যন্ত্র
- খ. উঞ্চতা পরিমাপক যন্ত্র
- গ. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
- ঘ. উচ্চতা পরিমাপক যন্ত্র
উত্তরঃ উচ্চতা পরিমাপক যন্ত্র