সন্ধি
476. 'নিরাকার' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নিরঃ + কার
- খ. নির + আকর
- গ. নিঃ + আকর
- ঘ. নি + আকার
উত্তরঃ নিঃ + আকর
- ক. পর + পর = পরপর
- খ. শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র
- গ. অষ্ট + বিংশ = অষ্টবিংশ
- ঘ. অতি + অধিক = অত্যাধিক
উত্তরঃ শরৎ + চন্দ্র = শরচ্চন্দ্র
- ক. চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
- খ. প্রশ্ন + আবলি = প্রশ্নাবলী
- গ. অগ্নি + উৎপাত = অগ্নুৎপাত
- ঘ. অতি + অধিক = অত্যাধিক
উত্তরঃ চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
479. সন্ধিবিচ্ছেদ করঃ নিরীক্ষণ
- ক. নিরীক্ষা + অণ
- খ. নির + ঈক্ষণ
- গ. নিরি + ইক্ষণ
- ঘ. নিঃ + ঈক্ষণ
উত্তরঃ নিঃ + ঈক্ষণ
480. 'কুশাসন' এর সন্ধিবিচ্ছেদ হলো--
- ক. কুশ্ + আসন
- খ. কুশ + আসন
- গ. কুশ + শাসন
- ঘ. কু + শাসন
উত্তরঃ কুশ + আসন
481. সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ?
- ক. জাত্যভিমান
- খ. দুরাবস্থা
- গ. বৃহদার্থ
- ঘ. অত্যাধিক
উত্তরঃ জাত্যভিমান
483. কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয়েছে?
- ক. বাক্ + ইশ্বরী = বাগীশ্বরী
- খ. চলৎ + শক্তি = চলচ্ছক্তি
- গ. জগৎ + মোহন = জগমোহন
- ঘ. শরৎ + চন্দ্র = শরৎচন্দ্র
উত্তরঃ শরৎ + চন্দ্র = শরৎচন্দ্র
484. 'পতঞ্জলি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. পতৎ + অঞ্জলি
- খ. পত্ + অঞ্জলি
- গ. পতঃ + অঞ্জলী
- ঘ. পত + অঞ্জলী
উত্তরঃ পতৎ + অঞ্জলি
485. উড্ডীন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. উত + ডীন
- খ. উত + ডিন
- গ. উৎ + ডিন
- ঘ. উৎ + ডীন
উত্তরঃ উৎ + ডীন
486. 'ঘর্মার্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ--
- ক. ঘর্ম + ঋত
- খ. ঘাম + ঋত
- গ. ঘর্ম + আর্ত
- ঘ. ঘাম + আর্ত
উত্তরঃ ঘাম + ঋত
488. সুবন্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে?
- ক. সু + অন্ত
- খ. সুপ্ + অন্ত
- গ. সুপ + অন্ত
- ঘ. সুব + অন্ত
উত্তরঃ সুপ্ + অন্ত
489. অহর্নিশ শব্দের সন্ধি বিচ্ছেদ--
- ক. অহ + নিশ
- খ. অহর + নিশ
- গ. অহঃ + নিশ
- ঘ. অহঃ + নিশা
উত্তরঃ অহঃ + নিশা
490. কথাচ্ছলে এর সন্ধিবিচ্ছেদ কী?
- ক. কথা + চ্ছলে
- খ. কথা + চ্ছল
- গ. কথা + ছলে
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কথা + ছলে
492. ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. তত + অধিক
- খ. ততঃ + অধিক
- গ. ততো + অধিক
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ততঃ + অধিক
494. নদ্যম্বু শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. নদী + অম্বু
- খ. নদি + অম্বু
- গ. ন + অম্বু
- ঘ. ন্য + অম্বু
উত্তরঃ নদী + অম্বু
495. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ধ্বনিতত্ত্ব
- খ. রূপতত্ত্ব
- গ. বাক্যতত্ত্ব
- ঘ. বাগার্থতত্ত্ব
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
496. সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বন +পতি = বনস্পতি (বনঃ+পতি)
- খ. অহঃ+রহঃ = অহরহ
- গ. সং+সার=সংসার
- ঘ. ছেলে+মি= ছেলেমি
উত্তরঃ বন +পতি = বনস্পতি (বনঃ+পতি)
498. ‘নিষ্ঠুর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ -
- ক. নি + ষ্ঠুর
- খ. নিঃ + ঠুর
- গ. নিঃ + ষ্ঠুর
- ঘ. নি + ঠুর
উত্তরঃ নিঃ + ঠুর
499. ‘বারীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বারী + ঈশ
- খ. বারি + ঈশ
- গ. বারী + ইশ
- ঘ. বারি + ইশ
উত্তরঃ বারি + ঈশ
500. কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক. ক্ষুৎ+আর্ত
- খ. ক্ষুধা+আর্ত
- গ. ক্ষুধা+ঋত
- ঘ. ক্ষুধ+আর্ত
উত্তরঃ ক্ষুধা+ঋত