সন্ধি

376. 'অহরহ' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. অহ + রহ
  • খ. অহঃ + রহ
  • গ. অহঃ + অহ
  • ঘ. অহ + অহ

উত্তরঃ অহঃ + অহ

বিস্তারিত

377. 'ব্যর্থ' শব্দটির সন্ধিবিছেদ হলো---

  • ক. বি + আর্থ
  • খ. ব্য + অর্থ
  • গ. বি + অর্থ
  • ঘ. ব্যা + অর্থ

উত্তরঃ বি + অর্থ

বিস্তারিত

378. 'অহরহ' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. অহো + রহো
  • খ. অহঃ + রহ
  • গ. অহো + রহ
  • ঘ. অহ + রহ

উত্তরঃ অহঃ + রহ

বিস্তারিত

379. 'দৃষ্টান্ত' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. দৃষ্টি + অন্ত
  • খ. দৃষ্টি + আন্ত
  • গ. দৃষ্ট + আন্ত
  • ঘ. দৃষ্ট + অন্ত

উত্তরঃ দৃষ্টি + অন্ত

বিস্তারিত

380. 'পবিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে?

  • ক. পো + বিত্র
  • খ. প + অবিত্র
  • গ. পব + ইত্র
  • ঘ. পো + ইত্র

উত্তরঃ পো + ইত্র

বিস্তারিত

381. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • ক. ধ্বনিতত্ত্ব
  • খ. রূপতত্ত্ব
  • গ. পদক্রম
  • ঘ. বাক্যকরণ

উত্তরঃ ধ্বনিতত্ত্ব

বিস্তারিত

382. পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?

  • ক. সন্ধি
  • খ. সমাস
  • গ. উপসর্গ
  • ঘ. অনুসর্গ

উত্তরঃ সন্ধি

বিস্তারিত

383. দুই বর্ণের পরস্পর মিলন কে কি বলে?

  • ক. সন্ধি
  • খ. সমাস
  • গ. পদ
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ সন্ধি

বিস্তারিত

384. 'ততধিক' শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়--

  • ক. তত + অধিক
  • খ. তত + ধিক
  • গ. ততঃ + অধিক
  • ঘ. ততো + ধিক

উত্তরঃ ততঃ + অধিক

বিস্তারিত

385. সন্ধির প্রধান সুবিধা কি?

  • ক. পড়ার সুবিধা
  • খ. লেখার সুবিধা
  • গ. উচ্চারণের সুবিধা
  • ঘ. শোনার সুবিধা

উত্তরঃ উচ্চারণের সুবিধা

বিস্তারিত

386. 'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ---

  • ক. ষড় + ঋতু
  • খ. ষড়ু + ঋতু
  • গ. ষট + ঋতু
  • ঘ. ষট্ + ঋতু

উত্তরঃ ষট্ + ঋতু

বিস্তারিত

387. দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. দুঃ + লোক
  • খ. দিব্ + লোক
  • গ. দ্বি + লোক
  • ঘ. দ্বিঃ + লোক

উত্তরঃ দ্বিঃ + লোক

বিস্তারিত

388. 'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ--

  • ক. রত্না + কর
  • খ. রত্ন + কর
  • গ. রত্না + আকর
  • ঘ. রত্ন + আকর

উত্তরঃ রত্ন + কর

বিস্তারিত

389. 'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়?

  • ক. পদ + ধতি
  • খ. পৎ + ধতি
  • গ. পথ + ধতি
  • ঘ. পদ্ + হতি

উত্তরঃ পদ্ + হতি

বিস্তারিত

390. 'পাগলামি' শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়--

  • ক. পাগল + লামি
  • খ. পাগল + মি
  • গ. পাগল + আমি
  • ঘ. পাগলা + মি

উত্তরঃ পাগল + আমি

বিস্তারিত

391. কোনটি 'লবণ' শব্দের সন্ধি বিচ্ছেদ?

  • ক. লো + অন
  • খ. ল + অন
  • গ. লে + অন
  • ঘ. ল + বন

উত্তরঃ লো + অন

বিস্তারিত

392. 'বহ্ন্যুৎসব' শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. বহ্ন্যু + উৎসব
  • খ. বহ্নুৎ + উৎসব
  • গ. বহ্ন্য + উৎসব
  • ঘ. বহ্নি + উৎসব

উত্তরঃ বহ্ন্য + উৎসব

বিস্তারিত

393. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?

  • ক. শিক্ষালয়
  • খ. অহরহ
  • গ. দিগন্ত
  • ঘ. পদ্ধতি

উত্তরঃ শিক্ষালয়

বিস্তারিত

394. 'স্বাগত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. সু + আগত
  • খ. স্বা + গত
  • গ. সু + গত
  • ঘ. সা + আগত

উত্তরঃ সু + আগত

বিস্তারিত

395. সংবাদ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. সং + বাদ
  • খ. সম + বাদ
  • গ. সুম + বাদ
  • ঘ. সু + আবাদ

উত্তরঃ সম + বাদ

বিস্তারিত

396. রবীন্দ্র- শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রবী + ন্দ্র
  • খ. রবি + ঈন্দ্র
  • গ. রবি + ইন্দ্র
  • ঘ. রব + ইন্দ্র

উত্তরঃ রবি + ইন্দ্র

বিস্তারিত

397. পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. পর্য + আলোচনা
  • খ. পরি + আলোচনা
  • গ. পর্যা + আলোচনা
  • ঘ. পর্যালো + চনা

উত্তরঃ পরি + আলোচনা

বিস্তারিত

398. 'খোদা + আই' কোন প্রত্যয়?

  • ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  • খ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  • গ. বাংলা কৃৎ প্রত্যয়
  • ঘ. তদ্ধিত প্রত্যয়

উত্তরঃ সংস্কৃত কৃৎ প্রত্যয়

বিস্তারিত

399. কোনটি 'ক্ষুধার্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ?

  • ক. ক্ষুৎ + আর্ত
  • খ. ক্ষুধা + আর্ত
  • গ. ক্ষুধা + ঋত
  • ঘ. ক্ষুধ + আর্ত

উত্তরঃ ক্ষুধ + আর্ত

বিস্তারিত

400. 'বৃহস্পতি' - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. বৃহস্ + পতি
  • খ. বৃহৎ + পতি
  • গ. বৃহঃ + পতি
  • ঘ. বৃহস্পত + ই

উত্তরঃ বৃহঃ + পতি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects