সন্ধি
327. 'বাগদত্তা' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. বাগ + দত্তা
- খ. বাক + ত্তা
- গ. বাক + দত্তা
- ঘ. বাকদ + তা
উত্তরঃ বাক + দত্তা
329. 'সচ্ছিন্তা' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. সচ + চিন্তা
- খ. সদ + চিন্তা
- গ. সচ্চিন + তা
- ঘ. সৎ + চিন্তা
উত্তরঃ সৎ + চিন্তা
330. 'কুজ্ঝটিকা' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. কু + ঝটিকা
- খ. কুজ্ + ঝটিকা
- গ. কুৎ + ঝটিকা
- ঘ. কুজ্ঝ + টিকা
উত্তরঃ কুৎ + ঝটিকা
334. 'বারংবার' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. বার + বার
- খ. বার + আবার
- গ. বারম্ + বার
- ঘ. বারম্ + আবার
উত্তরঃ বারম্ + বার
336. 'রাজ্ঞী' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. রা + জ্ঞী
- খ. রাজ + জ্ঞী
- গ. রা + জজ্ঞী
- ঘ. রাজ + নী
উত্তরঃ রাজ + নী
337. 'দ্যুলোক' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. দু + লোক
- খ. দিব্ + আলোক
- গ. দুঃ + লোক
- ঘ. দিব্ + লোক
উত্তরঃ দিব্ + লোক
338. 'উত্থাপন' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. উৎ + স্থাপন
- খ. উথ + আপন
- গ. উথঃ + পন
- ঘ. উথ্ + পণ
উত্তরঃ উৎ + স্থাপন
339. 'ততোধিক' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. ততো + অধিক
- খ. ততঃ + অধিক
- গ. ততো + ধিক
- ঘ. ততঃ + ধিক
উত্তরঃ ততঃ + অধিক
342. স্বাধীনতা 'এর সন্ধি বিচ্ছেদ -
- ক. সু + অধীনতা
- খ. স + অধীনতা
- গ. শ + অধীনতা
- ঘ. স্ব +অধীনতা
উত্তরঃ স্ব +অধীনতা
344. 'সীমান্ত' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. সীমা + অন্ত
- খ. সীম + অন্ত
- গ. সিমঃ + অন্ত
- ঘ. সী + অন্ত
উত্তরঃ সীম + অন্ত
346. কোন নিয়ম ব্যতীত সাধিত সন্ধিকে কি বলে ?
- ক. স্বয়ংসিদ্ধ
- খ. স্বরসন্ধি
- গ. নিপাতনে সিদ্ধ
- ঘ. স্বীয় সন্ধি
উত্তরঃ নিপাতনে সিদ্ধ
347. 'বনৌষধি' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. বন + ওষধি
- খ. বন + ঔষধ
- গ. বন + ঔষধি
- ঘ. বন + ঔষোধি
উত্তরঃ বন + ওষধি
349. 'নিজন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. নিজ + আন্ত
- খ. নিজ + অন্ত
- গ. নিচ + অন্ত
- ঘ. নিচ + অন্তর
উত্তরঃ নিচ + অন্ত