সন্ধি
351. 'ষড়ঋতু' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো -
- ক. ষট্ + ঋতু
- খ. সট্ + ঋতু
- গ. ষড় + ঋতু
- ঘ. শট + ঋতু
উত্তরঃ ষট্ + ঋতু
352. 'পৌঢ়' এর সন্ধি বিচ্ছেদ হলো -
- ক. প্রো + উঢ়
- খ. প্রৌ + উঢ়
- গ. প্র + উড়
- ঘ. প্র + উঢ়
উত্তরঃ প্র + উড়
355. বিসর্গ সন্ধি কয় ভাবে সাধিত হয় ?
- ক. তিন ভাবে
- খ. পাঁচ ভাবে
- গ. চার ভাবে
- ঘ. দুই ভাবে
উত্তরঃ দুই ভাবে
357. অল্প স্বরবিশিষ্ট পদ পূর্বপদে বসে কোন সমাসে ?
- ক. কর্মধারয়
- খ. দ্বন্দ্ব
- গ. তৎপুরুষ
- ঘ. দ্বিগু
উত্তরঃ দ্বন্দ্ব
358. বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কোন সমাস বলে ?
- ক. কর্মধারয়
- খ. তৎপুরুষ
- গ. দ্বিগু
- ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ কর্মধারয়
359. কর্মধারয় সমাসে প্রধানত কোন পদ মাঝে বসে ?
- ক. বিশেষ্য পদ
- খ. ক্রিয়াপদ
- গ. বিশেষণ পদ
- ঘ. সর্বনাম পদ
উত্তরঃ বিশেষণ পদ
360. কোনো কোনো ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন ?
- ক. তৎপুরুষ
- খ. দ্বিগু
- গ. বিশেষণ পদ
- ঘ. সর্বনাম পদ
উত্তরঃ তৎপুরুষ
361. উপমান অর্থ কি ?
- ক. তুলনীয় বস্তু নয়
- খ. তুলনীয় বস্তু
- গ. সম্মানিত বস্তু
- ঘ. অতুলনীয় বস্তু
উত্তরঃ তুলনীয় বস্তু
362. উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বুঝায় কোন সমাসে ?
- ক. মধ্যেপদলোপী কর্মধারয়
- খ. উপমিত কর্মধারয়
- গ. রূপক কর্মধারয়
- ঘ. উপমান কর্মধারয়
উত্তরঃ রূপক কর্মধারয়
365. অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এটির উদাহরণ কোনটি?
- ক. তৎ + রূপ = তদ্রূপ
- খ. সম্ + তান = সন্তান
- গ. রাজ + নী = রাজ্ঞী
- ঘ. তদ্ + কাল = তৎকাল
উত্তরঃ রাজ + নী = রাজ্ঞী
- ক. সংস্কার
- খ. স্বয়ংবরা
- গ. তন্মধ্যে
- ঘ. শঙ্কা
উত্তরঃ স্বয়ংবরা
369. কোনটি সঠিক সন্ধি?
- ক. সম্ + চায় = সঞ্চয়
- খ. রাজ + জ্ঞী = রাজ্ঞী
- গ. শ + অন = শয়ন
- ঘ. মনো + কষ্ট = মনোঃকষ্ট
উত্তরঃ সম্ + চায় = সঞ্চয়
370. 'পরস্পর' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. পরঃ + পর
- খ. পরঃ + পরঃ
- গ. পর + পর
- ঘ. পর + পরঃ
উত্তরঃ পর + পর
371. 'বর্জন' - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বৃজ + অন
- খ. ব + অর্জন
- গ. বুজ + অর্জন
- ঘ. বর + জন
উত্তরঃ বৃজ + অন
372. 'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. ষড় + ঋতু
- খ. ষট্ + ঋতু
- গ. ষড়ঃ + ঋতু
- ঘ. ষষ্ঠ + ঋতু
উত্তরঃ ষট্ + ঋতু
373. 'প্রাতরাশ' - এর সন্ধি বিচ্ছেদ---
- ক. প্রাত + রাশ
- খ. প্রাতঃ + রাশ
- গ. প্রাতঃ + আশ
- ঘ. প্রাত + আশ
উত্তরঃ প্রাতঃ + আশ