সন্ধি

426. সংসদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. সম + সদ
  • খ. সং + সদ
  • গ. সম্ + সদ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সম্ + সদ

বিস্তারিত

427. অতি + অধিক =

  • ক. অত্যাধিক
  • খ. অত্যোধিক
  • গ. অত্যধিক
  • ঘ. ওত্যোধিক

উত্তরঃ অত্যধিক

বিস্তারিত

428. সন্ধি=

  • ক. সম্ + √ধা + ঈ
  • খ. সম্ + √ধ + ই
  • গ. সমা + √ধা + ই
  • ঘ. সম্ + √ধা + ই

উত্তরঃ সম্ + √ধা + ই

বিস্তারিত

429. 'ক্ষিতিশ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. ক্ষিত + ঈশ
  • খ. ক্ষিত + ইশ
  • গ. ক্ষিতি + ঈশ
  • ঘ. ক্ষিতি + ইশ

উত্তরঃ ক্ষিতি + ঈশ

বিস্তারিত

430. 'অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়।' এই নিয়মের উদাহরণ কোনটি?

  • ক. মহা + উৎসব = মহোৎসব
  • খ. যোগ + ঈশ = যোগেশ
  • গ. মহা + ওষধ = মহৌষধ
  • ঘ. মহা + অর্ঘ = মহার্ঘ

উত্তরঃ মহা + উৎসব = মহোৎসব

বিস্তারিত

431. উপর্যুপরি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. উপরি + পরি
  • খ. উপর্যু + পরি
  • গ. উপর + উপর
  • ঘ. উপরি + উপরি

উত্তরঃ উপরি + উপরি

বিস্তারিত

432. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ--

  • ক. গো + অক্ষ = গবাক্ষ
  • খ. নর + ইন্দ্র = নরেন্দ্র
  • গ. ভো + উক = ভাবুক
  • ঘ. বন + ওষধি = বনৌষধি

উত্তরঃ গো + অক্ষ = গবাক্ষ

বিস্তারিত

433. 'জগজ্জীবন' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. জগ + জ্জীবন
  • খ. জগ + জীবন
  • গ. জগৎ + জীবন
  • ঘ. জগত + জীবন

উত্তরঃ জগৎ + জীবন

বিস্তারিত

434. 'ত (ৎ) কিংবা দ এর স্থলে হ থাকলেউভয়ে মিলে দ্ধ হয়।' নিয়মের উদাহরণ কোনটি?

  • ক. উৎ + নত = উন্নত
  • খ. তৎ + অবধি = তদবধি
  • গ. চিৎ + ময় = চিন্ময়
  • ঘ. পদ + হতি = পদ্ধতি

উত্তরঃ পদ + হতি = পদ্ধতি

বিস্তারিত

435. ‘ত (ৎ) এর পর ‘ম’ থাকলে ত (ৎ) স্থলে ন হয়’ সূত্রের উদাহরণ কোনটি?

  • ক. সৎ + ভাব = সদ্ভাব
  • খ. মৃৎ + ময় = মৃন্ময়
  • গ. চলৎ + শক্তি = চলচ্ছক্তি
  • ঘ. উৎ + যোগ = উদ্যোগ

উত্তরঃ মৃৎ + ময় = মৃন্ময়

বিস্তারিত

436. কিঞ্চিৎ =

  • ক. কিম্ + চিত্
  • খ. কি + চিৎ
  • গ. ক + চিৎ
  • ঘ. কিম + চিৎ

উত্তরঃ কিম + চিৎ

বিস্তারিত

437. 'ট এর পরে দ ও স্বরবর্ণ থাকলে ট স্থলে ড় হয়।' এর উদাহরণ কোনটি?

  • ক. সম + কার = সংস্কার
  • খ. যজ্ + ন = যজ্ঞ
  • গ. কিম্ + বা = কিংবা
  • ঘ. ষট্ + ঋতু = ষড়ঋতু

উত্তরঃ ষট্ + ঋতু = ষড়ঋতু

বিস্তারিত

438. শিরোধার্য =

  • ক. শিরঃ + ধর্য
  • খ. শিরঃ + ধার্য
  • গ. শীর + ধার্য
  • ঘ. শির + ধার্য

উত্তরঃ শিরঃ + ধার্য

বিস্তারিত

439. কোনটি খাঁটি বাংলা সন্ধির উদাহরণ?

  • ক. ঘোড়া + দৌড় = ঘোড়াদৌড়
  • খ. প্রতিঃ + আশ = প্রতিরাশ
  • গ. বৃষ্ + তি = বৃষ্টি
  • ঘ. সূর্য + উদয় = সূর্যোদয়

উত্তরঃ ঘোড়া + দৌড় = ঘোড়াদৌড়

বিস্তারিত

440. একাকার =

  • ক. এ + আকার
  • খ. এক + এক
  • গ. এক + আকর
  • ঘ. এক + একার

উত্তরঃ এক + আকর

বিস্তারিত

441. ন্যূণ--

  • ক. নী + ঊন
  • খ. নি + উন
  • গ. নি + ঊন
  • ঘ. নি = উন

উত্তরঃ নি + ঊন

বিস্তারিত

442. কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?

  • ক. যথা + উচিৎ = যথোচিত
  • খ. যথাঃ + ইষ্ট = যথেষ্ট
  • গ. শীত + ঋত = শীতার্ত
  • ঘ. মহা + ঋষি = মহর্ষি

উত্তরঃ যথাঃ + ইষ্ট = যথেষ্ট

বিস্তারিত

443. 'দর্শক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ--

  • ক. দৃ + অক
  • খ. দৃশ্ + ষ্ণক
  • গ. দৃশ্ + অক
  • ঘ. দৃ + শক্

উত্তরঃ দৃশ্ + অক

বিস্তারিত

444. 'ধনুষ্টংকর'- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. ধনুট + ঙ্কার
  • খ. ধনু + টঙ্কার
  • গ. ধনুঃ + টঙ্কার
  • ঘ. ধনুষ + টঙ্কার

উত্তরঃ ধনুঃ + টঙ্কার

বিস্তারিত

445. 'অত্যধিক'- এর সন্ধি বিচ্ছেদ করুনঃ

  • ক. অ + তাধিক
  • খ. অতি + অধিক
  • গ. অত্যা + অধিক
  • ঘ. অতি + ধিক

উত্তরঃ অতি + অধিক

বিস্তারিত

446. ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. শ্রু + অন
  • খ. সিম্ + হ
  • গ. ইতঃ + পূর্বে
  • ঘ. মনঃ + কষ্ট

উত্তরঃ সিম্ + হ

বিস্তারিত

447. 'চতুরঙ্গ' এর সন্ধি বিচ্ছেদ করুনঃ

  • ক. চার + অঙ্গ
  • খ. চতুর + অঙ্গ
  • গ. চতুঃ + অঙ্গ
  • ঘ. চতু + অঙ্গ

উত্তরঃ চতুঃ + অঙ্গ

বিস্তারিত

448. যথেষ্ট এর সন্ধি বিচ্ছেদ রূপ কেমন হবে?

  • ক. যথাঃ + ইষ্ট
  • খ. যথা + ইস্ট
  • গ. যথা + ইষ্ট
  • ঘ. যথা + ঈষ্ট

উত্তরঃ যথা + ইষ্ট

বিস্তারিত

449. ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী -নিচের কোন নিয়মে এ সন্ধি হয়েছে?

  • ক. অ + ই = এ
  • খ. আ + ই = এ
  • গ. অ + ঈ = এ
  • ঘ. আ + ঈ = এ

উত্তরঃ আ + ঈ = এ

বিস্তারিত

450. সন্ধি-বিচ্ছেদ কোনটি সঠিক জগদীশ--

  • ক. জগৎ + ঈশ
  • খ. জগৎ + দীশ
  • গ. জগ + ঈশ
  • ঘ. জগ + দীশ

উত্তরঃ জগৎ + ঈশ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects