সন্ধি
451. বর্গের প্রথম বর্ণের পর যে কোন বর্গের পঞ্চম বর্ণ থাকলে সন্ধি করার সময় প্রথম বর্গের স্থলে কোন বর্ণ হয়?
- ক. বর্গের পঞ্চম বর্ণ
- খ. বর্গের চতুর্থ বর্ণ
- গ. বর্গের তৃতীয় বর্ণ
- ঘ. বর্গের প্রথম বর্ণ
উত্তরঃ বর্গের পঞ্চম বর্ণ
452. 'প্রত্যূষ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. প্রতি + উষ
- খ. প্রতি + ঊষ
- গ. প্রত্য + ঊষ
- ঘ. প্রত্য + উষ
উত্তরঃ প্রতি + ঊষ
454. 'মরূদ্যান' শব্দের সন্ধি বিচ্ছেদ--
- ক. মরূ + দ্যান
- খ. মরু + ঊদ্যান
- গ. মরু + উদ্যান
- ঘ. মরু + দ্যান
উত্তরঃ মরু + উদ্যান
455. 'আশ্চর্য'- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. আ + চর্য
- খ. আশ + চর্য
- গ. অতি + চার্য
- ঘ. অ + আর্চ
উত্তরঃ আ + চর্য
457. 'ইতস্তত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. ইত + স্তত
- খ. ইতস্ + তত
- গ. ইতঃ + তত
- ঘ. ইত + তত
উত্তরঃ ইতঃ + তত
458. 'উচ্ছাস' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. উৎ + চ্ছাস
- খ. উৎ + শ্বাস
- গ. উৎ + ছাস
- ঘ. উত + চ্ছাস
উত্তরঃ উৎ + শ্বাস
460. তৃষ্ণার্ত -সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. তৃষ্ণা + রিত
- খ. তৃষ্ণা + ষর্ত
- গ. তৃষ্ণা + ঋত
- ঘ. তৃষ্ণা + আর্ত
উত্তরঃ তৃষ্ণা + ঋত
461. 'দিগন্ত' -এর সন্ধি বিশ্লেষণ--
- ক. দিখ্ + অন্ত
- খ. দি + অন্ত
- গ. দিগ্ + অন্ত
- ঘ. দিক্ + অন্ত
উত্তরঃ দিক্ + অন্ত
462. 'গিরীশ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. গিরী + ইশ
- খ. গিরী + শ
- গ. গিরি + ঈশ
- ঘ. গিঃ + রিশ
উত্তরঃ গিরি + ঈশ
- ক. দুঃশ্চিন্তা
- খ. বিদ্যালয়
- গ. অহরহ
- ঘ. ণিজন্ত
উত্তরঃ বিদ্যালয়
465. সন্ধি বিচ্ছেদ করুনঃ 'তিরস্কার'--
- ক. তিরসঃ + কার
- খ. তিরঃ + কার
- গ. তির + স্কার
- ঘ. তিরস + কার
উত্তরঃ তিরঃ + কার
466. গতানুগতিক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
- ক. গতানু + গতিক
- খ. গত + অনুগতিক
- গ. গতা + অনুগতিক
- ঘ. গত + আনুগতিক
উত্তরঃ গত + অনুগতিক
467. 'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. পুরা + আধ্যক্ষ
- খ. পুরা + অধ্যক্ষ
- গ. পুর + অধ্যক্ষ
- ঘ. পুর + আধ্যক্ষ
উত্তরঃ পুর + অধ্যক্ষ
468. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
- ক. ষট্ + দশ = ষোড়শ
- খ. নিঃ + রব = নীরব
- গ. জল + ওকা = জলৌকা
- ঘ. বাক্ + দান = বাকদান
উত্তরঃ ষট্ + দশ = ষোড়শ
469. সন্ধি বিচ্ছেদ করুনঃ অর্ধেক =
- ক. অর্ধ + ক
- খ. অর্ধে + ক
- গ. অর্ধ + এক
- ঘ. আধা + এক
উত্তরঃ অর্ধ + এক
470. 'শশাঙ্ক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. শম + অঙ্ক
- খ. শশা + অঙ্ক
- গ. শস + অঙ্ক
- ঘ. শশ + অঙ্ক
উত্তরঃ শশ + অঙ্ক
471. 'আদ্যোপান্ত' শব্দটির সন্ধি বিচ্ছেদ--
- ক. আদ্য + উপান্ত
- খ. আদ্যো + পান্ত
- গ. আদ্য + পান্ত
- ঘ. আদি + পান্ত
উত্তরঃ আদ্য + উপান্ত
472. নিচের অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. ভৌ + উক = ভাবুক
- খ. আদ্য + অন্ত = আদ্যন্ত
- গ. অনু + এষণ = অন্বেষণ
- ঘ. সু + অল্প = স্বল্প
উত্তরঃ আদ্য + অন্ত = আদ্যন্ত
473. 'সদানন্দ' -র সন্ধি বিচ্ছেদ হলো--
- ক. সদ + অ + নন্দ
- খ. সৎ + আনন্দ
- গ. সদা + নন্দ
- ঘ. সদ + আনন্দ
উত্তরঃ সৎ + আনন্দ
474. 'সাহচর্য' শব্দটি গঠিত হয়েছে--
- ক. সমাসযোগে
- খ. সন্ধিযোগে
- গ. ধাতুযোগে
- ঘ. প্রত্যয়যোগে
উত্তরঃ সন্ধিযোগে