সন্ধি
501. ‘ক্ষুৎপিপাসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
- ক. ক্ষুধ + পিপাসা
- খ. ক্ষুধা + পিপাসা
- গ. ক্ষুত + পিপাসা
- ঘ. ক্ষুদ + পিপাসা
উত্তরঃ ক্ষুধ + পিপাসা
502. সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি??
- ক. মনঃ + কষ্ট = মনোকষ্ট (মনঃকষ্ট)
- খ. চক্ষু + রোগ = চক্ষুরোগ
- গ. পরি + কার = পরিষ্কার
- ঘ. ইতঃ + মধ্যে = ইতোমধ্যে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
503. 'ঢাকেশ্বরী' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. ঢাকা + ঈশ্বরী
- খ. ঢাকা + ইশ্বরী
- গ. ঢাক + ইশ্বরী
- ঘ. ঢাক + ঈশরী
উত্তরঃ ঢাকা + ঈশ্বরী
504. নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
- ক. বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
- খ. সমাসবদ্ধ পদে সন্ধি করা অনুচিত
- গ. ধাতুর সঙ্গে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত
- ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ উপরের কোনোটিই নয়
505. 'অন্বেষণ' এর সন্ধি বিচ্ছেদ -
- ক. অনু + ষণ
- খ. অনু + এষণ
- গ. অন্বে + ষণ
- ঘ. অন্বে + এষণ
উত্তরঃ অনু + এষণ
506. বৃহস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বৃহৎ + পতি
- খ. বৃহ + অস্পতি
- গ. বৃহস + পতি
- ঘ. বৃহঃ + পতি
উত্তরঃ বৃহৎ + পতি
507. ‘বিদ্বজ্জন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বিদ্য + জ্জন
- খ. বিদ্বৎ + জন
- গ. বিদ্ব + জন
- ঘ. বিদ্বৎ + জ্জন
উত্তরঃ বিদ্বৎ + জন
508. ‘নিষ্কর’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নিঃ + কর
- খ. নীঃ + কার
- গ. নিষ + কর
- ঘ. নিস + কর
উত্তরঃ নিঃ + কর
509. দ্যুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ+লোক
- খ. দিব্+লোক
- গ. দ্বি+লোক
- ঘ. দ্বিঃ+লোক
উত্তরঃ দিব্+লোক
511. ‘আশাতীত’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. আশা + অতিত
- খ. আশা + অতীত
- গ. আশ + অতিত
- ঘ. আশ + অতীত
উত্তরঃ আশা + অতীত
512. ‘অহরহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. অহ + রহ
- খ. অহ + রহ
- গ. অহো + রহ
- ঘ. অহঃ + অহ
উত্তরঃ অহঃ + অহ
513. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
- ক. গো + অক্ষ = গবাক্ষ
- খ. পৌ + অক = পাবক
- গ. বি + অঙ্গ = বঙ্গ
- ঘ. যতি + ইন্দ্র = যতীন্দ্র
উত্তরঃ গো + অক্ষ = গবাক্ষ
- ক. পড়ার সুবিধা
- খ. লেখার সুবিধা
- গ. উচ্চারণের সুবিধা
- ঘ. শোনার সুবিধা
উত্তরঃ উচ্চারণের সুবিধা
516. 'কৃষ্টি' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. কৃ + ক্তি
- খ. কৃষ + তি
- গ. কৃঃ +তি
- ঘ. কৃষ + টি
উত্তরঃ কৃষ + তি
517. "ব্যর্থ" শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. ব্য + অর্থ
- খ. বি + অর্থ
- গ. ব্যা + অর্থ
- ঘ. ব + অর্থ
উত্তরঃ বি + অর্থ
518. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. রূপতত্ত্বে
- খ. বাক্যতত্ত্বে
- গ. অর্থতত্ত্বে
- ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
519. ‘প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ -
- ক. প্রতি + বর্তন
- খ. প্রতি + আবর্তন
- গ. প্রতিঃ + বর্তন
- ঘ. প্রতিঃ + আবর্তন
উত্তরঃ প্রতি + আবর্তন
520. সন্ধিতে ‘চ' ও 'জ' এর নাসিক্য ধ্বনি কী হয়?
- ক. অনুস্বার
- খ. দ্বিত্ব
- গ. মহাপ্রাণ
- ঘ. তালব্য
উত্তরঃ তালব্য
522. প্রচ্ছদ' শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো :
- ক. প্রচ্ছদ+অ
- খ. প্র+ছদ
- গ. প্রচ্ছ+দ
- ঘ. প্রৎ+ছদ
উত্তরঃ প্র+ছদ
524. ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?
- ক. মতঃ + এক
- খ. মতঃ + ঐক্য
- গ. মত + এক
- ঘ. মত + ঐক্য
উত্তরঃ মত + ঐক্য
525. 'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ ____
- ক. ষড় + ঋতু
- খ. ষড়্ + ঋতু
- গ. ষট + ঋতু
- ঘ. ষট্ + ঋতু
উত্তরঃ ষট্ + ঋতু