সন্ধি
251. ‘অলঙ্কার’ শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেণষণ কোনটি?
- ক. অলম + কার
- খ. অলং + কার
- গ. অ + লঙ্কার
- ঘ. অলঙ্ক + কার
উত্তরঃ অলম + কার
252. পাশাপাশি দু'টি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে?
- ক. উপসর্গ
- খ. অনুসর্গ
- গ. সমাস
- ঘ. সন্ধি
উত্তরঃ সন্ধি
253. সন্ধি ব্যকরণের কোন অংশে আলোচিত হয় ?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. শব্দতত্ত্বে
- গ. রূপাতত্ত্ব
- ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
256. সন্ধির প্রধান উদ্দেশ্য কি ?
- ক. শব্দের পরিবর্ধন করা
- খ. শব্দকে দুর্বোধ্য করা
- গ. শব্দের স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা আনয়ন
- ঘ. শব্দকে পরিশীলিত করা
উত্তরঃ শব্দের স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা আনয়ন
- ক. তিন প্রকার
- খ. দুই প্রকার
- গ. চার প্রকার
- ঘ. ছয় প্রকার
উত্তরঃ দুই প্রকার
258. প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে
- ক. সমীভবনের
- খ. বিষমীভবনের
- গ. অভিশ্রুতির
- ঘ. বিপ্রকর্ষের
উত্তরঃ সমীভবনের
259. বাংলা ভাষার ব্যবহৃত সন্ধি কত প্রকার (বাংলায় মূলত সংস্কৃত সন্ধি প্রচলিত) ?
- ক. ২ প্রকার
- খ. ৩ প্রকার
- গ. ৪ প্রকার
- ঘ. ৫ প্রকার
উত্তরঃ ৩ প্রকার
260. কোন শব্দের বিসর্গের ব্যবহার নেই ?
- ক. তদ্ভব শব্দে
- খ. অর্ধতৎসম শব্দে
- গ. খাঁটি বাংলা শব্দে
- ঘ. যৌগিক শব্দে
উত্তরঃ খাঁটি বাংলা শব্দে
262. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই ?
- ক. স্বর সন্ধি
- খ. ব্যঞ্জন সন্ধি
- গ. বিসর্গ সন্ধি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিসর্গ সন্ধি
264. বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত ?
- ক. নিপাতনে সিদ্ধ সন্ধি
- খ. স্বরসন্ধি
- গ. ব্যঞ্জন সন্ধি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ব্যঞ্জন সন্ধি
269. একাদশ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. একা + দশ
- খ. একা + আদশ
- গ. একা + দেশ
- ঘ. এক + দশ
উত্তরঃ এক + দশ
270. 'বনস্পতি ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. বনঃ + পতি
- খ. বন + পতিঃ
- গ. বন + স্পতি
- ঘ. বন + পতি
উত্তরঃ বন + পতি
271. 'গোষ্পদ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. গো + আপদ
- খ. গো + পদ
- গ. গো + অস্পদ
- ঘ. গো + অস্পদ
উত্তরঃ গো + পদ
273. 'পর্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. পর + অন্ত
- খ. পরি + অন্ত
- গ. পরিঃ + অন্ত
- ঘ. পরঃ + অন্ত
উত্তরঃ পরি + অন্ত
274. সন্ধি হলো -
- ক. দুই শব্দের মিলন
- খ. দুই বাক্যের মিলন
- গ. দুই বর্ণের মিলন
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ দুই বর্ণের মিলন
275. সন্ধি ভাষাকে -
- ক. জটিল করে
- খ. দুর্বোধ্য করে
- গ. সংক্ষিপ্ত করে
- ঘ. শ্রুতিমধুর করে
উত্তরঃ শ্রুতিমধুর করে