সন্ধি

201. ‘মনীষা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. মনস্+ঈষা
  • খ. মনি+ইষা
  • গ. মনী+ইষ
  • ঘ. মন+ইষা

উত্তরঃ মনস্+ঈষা

বিস্তারিত

202. 'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ----

  • ক. তপ+বন
  • খ. তপঃ+বন
  • গ. তপো+বন
  • ঘ. তপোঃ+বন

উত্তরঃ তপঃ+বন

বিস্তারিত

203. 'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. উদ+যোগ
  • খ. উৎ+যোগ
  • গ. উদ্যো+গ
  • ঘ. উত+যোগ

উত্তরঃ উৎ+যোগ

বিস্তারিত

204. ‘দৈনিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. দৈ+এক
  • খ. দৈ+নিক
  • গ. দৈঃ+নিক
  • ঘ. দিন+এক

উত্তরঃ দিন+এক

বিস্তারিত

205. ‘অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. অহ+রহ
  • খ. অহঃ+রহ
  • গ. অহঃ+অহ
  • ঘ. অহ+অহ

উত্তরঃ অহঃ+অহ

বিস্তারিত

206. 'বিচ্ছিন্ন' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. বিচ+ছিন্ন
  • খ. বি+ছিন্ন
  • গ. বিৎ+চ্ছিন্ন
  • ঘ. বিৎ+ছিন্ন

উত্তরঃ বি+ছিন্ন

বিস্তারিত

207. কোনটি সন্ধি গঠিত নির্ভুল শব্দ?

  • ক. দূঃ+নীতি=দূর্নীতি
  • খ. দূর+ণীতি=দূর্ণীতি
  • গ. দুর+নীতি=দূর্ণীতি
  • ঘ. দুঃ+নীতি=দূর্নীতি

উত্তরঃ দুঃ+নীতি=দূর্নীতি

বিস্তারিত

208. ‘ব্যর্থ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো-

  • ক. বি+আর্থ
  • খ. ব্য+অর্থ
  • গ. বি+অর্থ
  • ঘ. ব্যা+অর্থ

উত্তরঃ বি+অর্থ

বিস্তারিত

209. ‘জমানো’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে-

  • ক. জমা+নও
  • খ. জমা+ন
  • গ. জমা+নো
  • ঘ. জমা+আনো

উত্তরঃ জমা+আনো

বিস্তারিত

210. ‘চিরুনি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে-

  • ক. চিরু+নি
  • খ. চির+উনি
  • গ. চিরু+নই
  • ঘ. চির+ঊনি

উত্তরঃ চির+উনি

বিস্তারিত

211. ‘উল্লাস’ এর সন্ধি বিচ্ছেদ-

  • ক. উৎ+লাস
  • খ. উদ+লাস
  • গ. উল+লাস
  • ঘ. উঃ+লাস

উত্তরঃ উৎ+লাস

বিস্তারিত

212. ‘মনস্তাপ’-এর সন্ধি বিচ্ছেদ-

  • ক. মন+তাপ
  • খ. মনস+তাপ
  • গ. মনঃ+তাপ
  • ঘ. মনো+তাপ

উত্তরঃ মনঃ+তাপ

বিস্তারিত

213. ‘কাঁদুনি’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে-

  • ক. কাঁদ+নি
  • খ. কাঁদো+উনি
  • গ. কাঁদ+ইনি
  • ঘ. কাঁদ+উনি

উত্তরঃ কাঁদ+উনি

বিস্তারিত

214. ‘মোড়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে-

  • ক. মোড়+এক
  • খ. মুড়ি+অক
  • গ. মুড়+অক
  • ঘ. মোড়+ক

উত্তরঃ মুড়+অক

বিস্তারিত

215. ‘যদ্যাপি’ এর সন্ধি বিচ্ছেদ-

  • ক. যদ+পি
  • খ. যদি+অপি
  • গ. যদ+অপি
  • ঘ. যদ্য+অপি

উত্তরঃ যদি+অপি

বিস্তারিত

216. ‘ধার’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

  • ক. ধি+অর
  • খ. ধী+অর
  • গ. ধার+অ
  • ঘ. ধা+র

উত্তরঃ ধার+অ

বিস্তারিত

217. 'বৈঠক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

  • ক. বৈঠ+অক
  • খ. বৈ+ঠক
  • গ. বৈঠ+ক
  • ঘ. বি+ঠক

উত্তরঃ বৈঠ+ক

বিস্তারিত

218. ‘যাচ্ছেতাই’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. যাচ্ছে+তাই
  • খ. যা+ইচ্ছে+তাই
  • গ. ক, খ দুটাই
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ যা+ইচ্ছে+তাই

বিস্তারিত

219. ‘পনির’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-

  • ক. পনি+এর
  • খ. পনি+র
  • গ. পন+ইর
  • ঘ. পন+ই+র

উত্তরঃ পনি+এর

বিস্তারিত

220. ‘প্রত্যুপকার’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. প্রতি+উপকার
  • খ. প্রতি+অপকার
  • গ. প্রতি+উপরকার
  • ঘ. প্রত্যুপ+কার

উত্তরঃ প্রতি+উপকার

বিস্তারিত

221. ‘আশ্চর্য’ কোন সন্ধির উদাহরণ?

  • ক. স্বরসন্ধির
  • খ. ব্যঞ্জন সন্ধির
  • গ. বিসর্গ সন্ধির
  • ঘ. সংস্কৃত সন্ধির

উত্তরঃ ব্যঞ্জন সন্ধির

বিস্তারিত

222. ‘যজ্ঞ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. যজ+ঞ
  • খ. যজ্+ন
  • গ. যজ+জ
  • ঘ. যজ্+গ

উত্তরঃ যজ্+ন

বিস্তারিত

223. ‘ষষ্ঠ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. ষস্+ঠ
  • খ. ষট্+ঠ
  • গ. ষষ্+থ
  • ঘ. ষষ্+ট

উত্তরঃ ষষ্+থ

বিস্তারিত

224. ‘শুভেচ্ছা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. শুভে+ইচ্ছা
  • খ. শুভ+ইচ্ছা
  • গ. শুভঃ+ইচ্ছা
  • ঘ. শুভো+ইচ্ছা

উত্তরঃ শুভ+ইচ্ছা

বিস্তারিত

225. ‘কুলটা’-কোন্ সন্ধির উদাহরণ?

  • ক. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
  • খ. ব্যঞ্জনসন্ধি
  • গ. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি
  • ঘ. বিসর্গ সন্ধি

উত্তরঃ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects