সন্ধি
128. ‘চলচ্চিত্র’-এর সন্ধি বিচ্ছেদ-
- ক. চল+চিত্র
- খ. চলত+চিত্র
- গ. চলৎ+চিত্র
- ঘ. চল+চীত্র
উত্তরঃ চলৎ+চিত্র
129. ‘পদ্ধতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
- ক. পদ+ধতি
- খ. পৎ+ধতি
- গ. পথ+ধতি
- ঘ. পদ্+হতি
উত্তরঃ পদ্+হতি
130. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ+লোক
- খ. দিব্+লোক
- গ. দ্বি+লোক
- ঘ. দ্বিঃ+লোক
উত্তরঃ দিব্+লোক
131. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. দুল্+না
- খ. দোল+না
- গ. দোল+অনা
- ঘ. দোলনা+আ
উত্তরঃ দুল্+না
132. ‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. নির+অবধি
- খ. নির+বধি
- গ. নিঃ+অবধি
- ঘ. নিঃ+বধি
উত্তরঃ নির+অবধি
136. সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সং+বিধান
- খ. সং+অবিধান
- গ. সম+বিধান
- ঘ. সম+ধান
উত্তরঃ সম+বিধান
137. ‘বনস্পতি’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বন+পতিঃ
- খ. বন+স্পতি
- গ. বনঃ+পতি
- ঘ. বন+পতি
উত্তরঃ বন+পতি
139. ‘মনোযোগ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. মন+যোগ
- খ. মন+উৎ+যোগ
- গ. মনঃ+যোগ
- ঘ. মনো+যোগ
উত্তরঃ মনঃ+যোগ
- ক. শির+ছদ = শিরচ্ছেদ
- খ. শিরঃ+ছেদ = শিরচ্ছেদ
- গ. শিরো+ছেদ = শিরচ্ছেদ
- ঘ. শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
উত্তরঃ শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
142. ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দৃশ+অনীয়
- খ. দৃশ্য+অনীয়
- গ. দৃশ্য+নীয়
- ঘ. দৃশ্য+নীয়
উত্তরঃ দৃশ+অনীয়
143. সন্ধি সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনে সন্ধির দৃষ্টান্ত?
- ক. ব্যঞ্জন ধ্বনি
- খ. স্বর ধ্বনি
- গ. নিপাতনে সিদ্ধ
- ঘ. বিসর্গ সন্ধি
উত্তরঃ নিপাতনে সিদ্ধ
144. সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
- ক. সহ + চর + র্য
- খ. সহচর + ৎ ফলা
- গ. সহচর + য
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সহচর + য
145. বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ-
- ক. বাগ + অম্বর
- খ. বাগ + আড়ম্বর
- গ. বাক্ + অম্বর
- ঘ. বাক্ + আড়ম্বর
উত্তরঃ বাক্ + আড়ম্বর
148. ‘পরিচ্ছেদ’ শব্দটি কোন্ শ্রেণীর সন্ধির নিয়মে গঠিত?
- ক. বিসর্গ সন্ধি
- খ. ব্যঞ্জন সন্ধি
- গ. অনিয়মিত সন্ধি
- ঘ. স্বরসন্ধি
উত্তরঃ ব্যঞ্জন সন্ধি
150. ‘নমস্কার’ কোন সন্ধির উদাহরণ?
- ক. স্বরসন্ধির
- খ. ব্যঞ্জন সন্ধির
- গ. নিপাতনে সিদ্ধ সন্ধির
- ঘ. স-জাতবিসর্গ সন্ধির
উত্তরঃ স-জাতবিসর্গ সন্ধির