বাচ্য পরিবর্তন
1. “আমার বই পড়া হয়েছে” বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে-
- ক. আমি বই পড়ছি
- খ. আমরা বই পড়েছি
- গ. আমি বই পড়তে যাচ্ছি
- ঘ. আমি বই পড়েছি
উত্তরঃ আমি বই পড়েছি
2. যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?
- ক. কর্ম-কর্তৃবাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. ভাববাচ্য
- ঘ. কর্তৃবাচ্য
উত্তরঃ ভাববাচ্য
- ক. আমি আর গেলাম না
- খ. এবার মাছ ধরা যাক
- গ. আম বোধ হয় পেকেছে
- ঘ. কুকুর লোকটিকে কামড়াল
উত্তরঃ এবার মাছ ধরা যাক
4. নিচের কোন বাক্যটি ভাববাচ্যের?
- ক. আমি ভাত খেয়েছি
- খ. আমার ভাত খাওয়া হয়েছে
- গ. আমাকে ভাত দেওয়া হয়নি
- ঘ. তোরা সব ভাতের যোগাড় কর
উত্তরঃ আমাকে ভাত দেওয়া হয়নি
5. তুমি বেড়ালে। এ বাক্যের ভাববাচ্যের রূপান্তর-
- ক. তোমার বেড়ানো হলো
- খ. তোমার বেড়ানো শেষ
- গ. তুমি বেড়িয়ে এলে
- ঘ. তোমা কর্তৃক বেড়ানো হলো
উত্তরঃ তোমার বেড়ানো হলো
6. ‘বাঁশি বাজে ওই দূরে’-- কোন বাচ্যের উদাহরণ?
- ক. ভাববাচ্যের
- খ. কর্তৃবাচ্যের
- গ. কর্ম-কর্তৃবাচ্যের
- ঘ. কর্মবাচ্যের
উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্যের
7. ‘চাঁদ দেখা যাচ্ছে’ এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?
- ক. কর্তৃবাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. ভাববাচ্য
- ঘ. কর্মকর্তৃবাচ্য
উত্তরঃ কর্মকর্তৃবাচ্য
8. "তিনি বললেন যে, বইটা তার দরকার" বাক্যটি কিসের উদাহরণ?
- ক. প্রত্যক্ষ উক্তির
- খ. কর্ম বাচ্যের
- গ. কর্তৃবাচ্যের
- ঘ. পরোক্ষ উক্তির
উত্তরঃ পরোক্ষ উক্তির
11. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে কিসের প্রয়োজন হয়?
- ক. কর্তায় প্রথমা ও ক্রিয়া কর্তানুযায়ী হয়
- খ. কর্মে প্রথমা এবং ক্রিয়া উত্তম পুরুষ হয়
- গ. কর্তায় ষষ্ঠী বিভক্তির প্রয়োজন হয়
- ঘ. কর্তায় ক্রিয়া অকর্মক হতে হয়
উত্তরঃ কর্তায় প্রথমা ও ক্রিয়া কর্তানুযায়ী হয়
12. মাতা কর্তৃক শিশু শিক্ষা পায়- কোন বাচ্যের উদাহরণ?
- ক. কর্তৃবাচ্য
- খ. ভাববাচ্য
- গ. কর্মবাচ্য
- ঘ. কর্ম-কর্তৃবাচ্য
উত্তরঃ কর্মবাচ্য
- ক. উত্তম পুরুষ
- খ. মধ্যম পুরুষ
- গ. নামপুরুষ
- ঘ. প্রত্যক্ষ উক্তির
উত্তরঃ নামপুরুষ
14. বাচ্য ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
15. কর্তৃবাচ্যের ক্রিয়াপদ সর্বদাই কার অনুসারী হয়?
- ক. কর্মের
- খ. ভাবের
- গ. কর্তার
- ঘ. ক্রিয়ার
উত্তরঃ কর্তার
16. কর্তৃবাচ্যের কর্তায় কোন বিভক্তিযুক্ত হয়?
- ক. প্রথমা
- খ. দ্বিতীয়া
- গ. তৃতীয়া
- ঘ. সপ্তমী
উত্তরঃ প্রথমা
17. কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়?
- ক. ৭মী
- খ. ২য়া, ৬ষ্ঠী বা শূণ্য বিভক্তি
- গ. ৩য়া
- ঘ. ৫মী
উত্তরঃ ২য়া, ৬ষ্ঠী বা শূণ্য বিভক্তি
18. রোগী পথ্য সেবন করে- কোন বাচ্যের উদাহরণ?
- ক. কর্তৃবাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. ভাববাচ্য
- ঘ. কর্ম-কর্তৃবাচ্য
উত্তরঃ কর্তৃবাচ্য
20. যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কি বলে?
- ক. কর্তৃবাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. ভাববাচ্য
- ঘ. কর্ম-কর্তৃবাচ্য
উত্তরঃ কর্ম-কর্তৃবাচ্য
21. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে ক্রিয়া কার অনুসারী হয়?
- ক. কর্মের
- খ. ভাবের
- গ. ক্রিয়ার
- ঘ. কর্তার
উত্তরঃ কর্তার
22. এবার একটি গান হোক- কোন বাচ্যের উদাহরণ?
- ক. কর্তৃবাচ্য
- খ. কর্মবাচ্য
- গ. ভাববাচ্য
- ঘ. কর্ম-কর্তৃবাচ্য
উত্তরঃ ভাববাচ্য
23. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত করতে হয়?
- ক. প্রথমা
- খ. ২য়া
- গ. ৩য়া
- ঘ. ৬ষ্ঠী
উত্তরঃ প্রথমা
24. তুমি কখন এলে? বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করলে কি হবে?
- ক. তোমার দ্বারা কখন আসা হলো?
- খ. তোমার কখন আসা হলো?
- গ. তুমি দ্বারা কখন আসা হলো?
- ঘ. তুমি কখন আসা হলো
উত্তরঃ তোমার কখন আসা হলো?
25. কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যের কি হয় না?
- ক. কর্মবাচ্য
- খ. কর্তৃবাচ্য
- গ. কর্মকর্তৃবাচ্য
- ঘ. ভাববাচ্য
উত্তরঃ কর্মবাচ্য