শুদ্ধিকরণ

101. শুদ্ধ শব্দ কোনটি?

  • ক. জাতিসত্ত্বা
  • খ. সস্ত্রীক
  • গ. সমীচিন
  • ঘ. গীতাঞ্জলী

উত্তরঃ সস্ত্রীক

বিস্তারিত

102. কোনটি শুদ্ধ বানান?

  • ক. উদ্ভূত
  • খ. উদ্বুত
  • গ. উদ্ধূত
  • ঘ. ঊদ্ভুত

উত্তরঃ উদ্ভূত

বিস্তারিত

103. কোনটি শুদ্ধ বানান?

  • ক. তিরস্কার
  • খ. তীরস্কার
  • গ. তীরস্কার
  • ঘ. তীরষ্কার

উত্তরঃ তিরস্কার

বিস্তারিত

104. শুদ্ধ বানানটি কোনটি?

  • ক. কিম্বদন্তী
  • খ. কিংবদন্তী
  • গ. কিম্বদন্তি
  • ঘ. কিংবধন্তি

উত্তরঃ কিংবদন্তী

বিস্তারিত

105. কোনটি শুদ্ধ?

  • ক. ভূমিশাৎ
  • খ. ভূমিষাৎ
  • গ. ভূমিসাৎ
  • ঘ. বুমিষাৎ

উত্তরঃ ভূমিসাৎ

বিস্তারিত

106. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অন্তঃকরণ
  • খ. অন্তকরণ
  • গ. আন্তকরণ
  • ঘ. অন্তোকরণ

উত্তরঃ অন্তঃকরণ

বিস্তারিত

107. কোন বানানটি শুদ্ধ?

  • ক. প্রমাদদ্যোন
  • খ. প্রমোদোদ্যান
  • গ. প্রমোদ্যদান
  • ঘ. প্রমোদুধ্যান

উত্তরঃ প্রমোদোদ্যান

বিস্তারিত

108. শুদ্ধ বানানটি কোনটি?

  • ক. প্রকষ্ট
  • খ. প্রকষ্ঠ
  • গ. প্রকোষ্ট
  • ঘ. প্রকোষ্ঠ

উত্তরঃ প্রকোষ্ঠ

বিস্তারিত

109. শুদ্ধ বানানটি কোনটি?

  • ক. উত্ত্যক্ত
  • খ. উত্যক্ত
  • গ. উত্ত্বক্ত
  • ঘ. ঊত্যক্ত

উত্তরঃ উত্যক্ত

বিস্তারিত

110. কোন বানানটি শুদ্ধ?

  • ক. বীনাপানি
  • খ. বিণাপানি
  • গ. বীণাপাণি
  • ঘ. বীণাপানি

উত্তরঃ বীণাপাণি

বিস্তারিত

111. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ষান্মাষিক
  • খ. ষান্মাষিক
  • গ. ষান্মাসিক
  • ঘ. শান্মাষিক

উত্তরঃ ষান্মাষিক

বিস্তারিত

112. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মহিরূহ
  • খ. মহীরূহ
  • গ. মহীরুহ
  • ঘ. মহিরুহু

উত্তরঃ মহীরুহ

বিস্তারিত

113. কোনটি শুদ্ধ বানান?

  • ক. অত্যন্ত
  • খ. অত্যান্ত
  • গ. অত্ত্যন্ত
  • ঘ. আত্যান্ত

উত্তরঃ অত্যন্ত

বিস্তারিত

114. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অতীথি
  • খ. অতীথী
  • গ. অতিথী
  • ঘ. অতিথি

উত্তরঃ অতিথি

বিস্তারিত

115. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অধিনস্থ
  • খ. অধীনস্থ
  • গ. অধিনস্ত
  • ঘ. অধীন

উত্তরঃ অধীন

বিস্তারিত

116. কোনটি শুদ্ধ বানান?

  • ক. আবিস্কার
  • খ. আবিশকার
  • গ. আবিষ্কার
  • ঘ. আভিস্কার

উত্তরঃ আবিষ্কার

বিস্তারিত

117. কোন বানানটি শুদ্ধ?

  • ক. শিরোপীড়া
  • খ. শিরঃপীড়া
  • গ. শিরপীড়া
  • ঘ. শিরপিড়া

উত্তরঃ শিরঃপীড়া

বিস্তারিত

118. কোন বানানটি শুদ্ধ?

  • ক. আমাবশ্যা
  • খ. অমাবস্যা
  • গ. অমাবশ্যা
  • ঘ. অমাবষ্যা

উত্তরঃ অমাবস্যা

বিস্তারিত

119. কোনটি শুদ্ধ বানান?

  • ক. আসক্তি
  • খ. আশক্তি
  • গ. আসত্তি
  • ঘ. আষক্তি

উত্তরঃ আসক্তি

বিস্তারিত

120. কোন বানানটি শুদ্ধ?

  • ক. আশষি
  • খ. আশিস
  • গ. অশীষ
  • ঘ. অশিস্

উত্তরঃ আশিস

বিস্তারিত

121. কোনটি শুদ্ধ বানান?

  • ক. ঈশ্বরিক
  • খ. ইশ্বরিক
  • গ. ঐশ্বরিক
  • ঘ. ঐশ্বরীক

উত্তরঃ ঐশ্বরিক

বিস্তারিত

122. কোন বানানটি শুদ্ধ?

  • ক. উচ্ছ্বাসিত
  • খ. উচ্ছ্বসিত
  • গ. উচ্ছাশিত
  • ঘ. উচ্ছাসিত

উত্তরঃ উচ্ছ্বসিত

বিস্তারিত

123. কোন বানানটি শুদ্ধ?

  • ক. আষাঢ়
  • খ. দারিদ্র
  • গ. শ্বশান
  • ঘ. বিশেষন

উত্তরঃ আষাঢ়

বিস্তারিত

124. কোনটি শুদ্ধ বানান?

  • ক. উপলব্ধি
  • খ. উপলদ্দি
  • গ. ঔপলব্ধি
  • ঘ. ঊপলব্ধি

উত্তরঃ উপলব্ধি

বিস্তারিত

125. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ঊর্ধ্ব
  • খ. উধ্ব
  • গ. ঊর্ধ
  • ঘ. ঊর্দ্ধ

উত্তরঃ ঊর্ধ্ব

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects