শুদ্ধিকরণ

401. কোনটি শুদ্ধ বানানে লিখিত?

  • ক. বন্দোপাধ্যায়
  • খ. দূর্যোগ
  • গ. সান্তনা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

402. কোন বানানটি অশুদ্ধ?

  • ক. মিথস্ক্রিয়া
  • খ. উপরোক্ত
  • গ. ঊর্ধ্বমুখী
  • ঘ. আকাঙ্ক্ষিত

উত্তরঃ উপরোক্ত

বিস্তারিত

403. নিচের কোন শব্দ ভুল?

  • ক. মূহুর্মুহূ
  • খ. অভ্যন্তরীণ
  • গ. শ্রদ্ধাঞ্জলি
  • ঘ. স্বায়ত্তশাসন

উত্তরঃ মূহুর্মুহূ

বিস্তারিত

404. নিচের কোন নাম শুদ্ধ বানানে লেখা হয়েছে?

  • ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. শরৎচন্দ চট্রোপাধ্যায়
  • গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. শরতচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

405. কোনটি সঠিক বানান?

  • ক. মনঃন্তর
  • খ. মন্বন্তর
  • গ. মনোন্তর
  • ঘ. মনন্তর

উত্তরঃ মন্বন্তর

বিস্তারিত

406. কোন বানানটি শুদ্ধ নয়?

  • ক. ধারনা
  • খ. ধরন
  • গ. গ্রহণ
  • ঘ. প্রেরণ

উত্তরঃ ধারনা

বিস্তারিত

407. কোন বানানটি সঠিক?

  • ক. উপচিকির্ষা
  • খ. অকুতোভয়
  • গ. অবর্ণনীয়
  • ঘ. বিবমিসা

উত্তরঃ অবর্ণনীয়

বিস্তারিত

408. কোন শব্দটির বানান শুদ্ধ?

  • ক. অর্ন্তভূক্ত
  • খ. অন্তর্ভূক্ত
  • গ. অর্ন্তভুক্ত
  • ঘ. অন্তর্ভুক্ত

উত্তরঃ অন্তর্ভুক্ত

বিস্তারিত

409. কোন বানানটি অশুদ্ধ?

  • ক. প্রেতিনী
  • খ. পরিখা
  • গ. জীর্ণশীর্ণ
  • ঘ. ভৌগোলিক

উত্তরঃ প্রেতিনী

বিস্তারিত

410. কোন শব্দটির বানান শুদ্ধ?

  • ক. ষড়াণন
  • খ. ষরানন
  • গ. ষোড়ানন
  • ঘ. ষড়ানন

উত্তরঃ ষড়ানন

বিস্তারিত

411. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সর্বদা পরিস্কৃতময় থাকিবে
  • খ. সর্বদা পরিচ্ছন্ন থাকিবে
  • গ. সর্বদা পরিস্কৃত থাকিবে
  • ঘ. সর্বদা পরিস্কার থাকিবে

উত্তরঃ সর্বদা পরিচ্ছন্ন থাকিবে

বিস্তারিত

412. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তোমরা কী ঢাকায় যাবে?
  • খ. তোমরা কী ঢাকা যাবে?
  • গ. তুমি কী ঢাকা যাবে?
  • ঘ. তুমি কি ঢাকা যাবে?

উত্তরঃ তুমি কি ঢাকা যাবে?

বিস্তারিত

413. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. রহিমা পাগলী হয়ে গেছে
  • খ. রহিমা পাগলিনী হয়ে গেছে
  • গ. রহিমা পাগল হয়ে গেছে
  • ঘ. রহিমা পাগলি হয়ে গেছে

উত্তরঃ রহিমা পাগল হয়ে গেছে

বিস্তারিত

414. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. বুনো ওল, বাঘা তেতুল
  • খ. বুনো কচু, বাঘা তেতুল
  • গ. ইহা প্রমান হইয়াছে
  • ঘ. ইহার আবশ্যক নাই

উত্তরঃ বুনো ওল, বাঘা তেতুল

বিস্তারিত

415. 'এমন অসহ্যনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই' বাক্যটির শুদ্ধরূপ কোনটি?

  • ক. এমন অসহ্যনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই
  • খ. এমন অসহ্যনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি না
  • গ. এমন অসহ্য ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

416. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত
  • খ. আসামীর অনুপস্থিতে বিচার চলছে
  • গ. এমন পাপিষ্ঠ মেয়েকে আমি ঘরে রাখব না
  • ঘ. রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিলেন

উত্তরঃ রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিলেন

বিস্তারিত

417. 'দুর্নীতির মামলায় মমিনকে "বন্দী" করা হইয়াছে। বাক্যে বন্দী শব্দটি কি কারণে অশুদ্ধ?

  • ক. প্রত্যয়জনিত
  • খ. লিঙ্গজনিত
  • গ. বানানজনিত
  • ঘ. শব্দ প্রয়োগজনিত

উত্তরঃ শব্দ প্রয়োগজনিত

বিস্তারিত

418. নিম্নের কোন বাক্যটি অশুদ্ধ?

  • ক. চিক চিক করে বালি কোথা নাহি কাদা
  • খ. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ
  • গ. রাঙ্গামাতি পার্বত্য এলাকা
  • ঘ. নিশ্চিত সংবাদ পেয়েছ কি?

উত্তরঃ বাংলাদেশ একটি উন্নতশীল দেশ

বিস্তারিত

419. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. খুবই লজ্জাষ্কার ঘটনা
  • খ. তার সাথে আমার কদাচিৎ দেখা হয়
  • গ. কনকনে শীতে ঠন্ঠন্ করে কাঁপছি
  • ঘ. তার কথায় আমি অপমান হলাম

উত্তরঃ কনকনে শীতে ঠন্ঠন্ করে কাঁপছি

বিস্তারিত

420. নিচের কোন বাক্যটি সঠিক নয়?

  • ক. মেয়েটি সুকেশী ও সুহাসিনী
  • খ. দৈনতা সব সময় ভালো নয়
  • গ. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
  • ঘ. জ্যোৎস্না রাত বড়ই মধুর

উত্তরঃ অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার

বিস্তারিত

421. কোনটি সঠিক বানান?

  • ক. লক্ষণীয়
  • খ. লক্ষ্যণীয়
  • গ. লক্ষ্যনীয়
  • ঘ. লক্ষনীয়

উত্তরঃ লক্ষণীয়

বিস্তারিত

422. ভুল বাক্য কোনটি?

  • ক. রাগিদ অত্যন্ত মেধাবী
  • খ. দারিদ্র্যতার মধ্যেও মহত্ব আছে
  • গ. শশিভূষণ কি আসে নাই?
  • ঘ. বাংলা বানান আয়ত্ত করা কঠিন নয়

উত্তরঃ দারিদ্র্যতার মধ্যেও মহত্ব আছে

বিস্তারিত

423. কোনটি ঠিক?

  • ক. আবর্ত (প্রবন্ধ)
  • খ. নির্জন স্বাক্ষর (ছোটগল্প)
  • গ. শিউলি (উপন্যাস)
  • ঘ. অভিশপ্ত নগরী (কাব্য)

উত্তরঃ শিউলি (উপন্যাস)

বিস্তারিত

424. কোন বানানটি শুদ্ধ?

  • ক. নীরিক্ষণ
  • খ. নিরীক্ষণ
  • গ. নীরিক্ষন
  • ঘ. নিরীক্ষন

উত্তরঃ নিরীক্ষণ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects