শুদ্ধিকরণ

301. কোন বানানটি শুদ্ধ?

  • ক. নুজ্য
  • খ. ন্যূজ
  • গ. ন্যুজ
  • ঘ. নূজ্য

উত্তরঃ ন্যূজ

বিস্তারিত

302. কোন বানানটি শুদ্ধ?

  • ক. আচর্য
  • খ. আশ্চর্য্য
  • গ. আচার্য
  • ঘ. আচার্য্য

উত্তরঃ আচার্য

বিস্তারিত

303. কোন বানানটি শুদ্ধ?

  • ক. করতা
  • খ. কর্তা
  • গ. কর্ত্তা
  • ঘ. কর্ত্বা

উত্তরঃ কর্তা

বিস্তারিত

304. কোন বানানটি শুদ্ধ?

  • ক. চোষ্যে
  • খ. চোষ্য
  • গ. চুষ্য
  • ঘ. চূষ্য

উত্তরঃ চোষ্য

বিস্তারিত

305. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ইংরাজি
  • খ. ইংরাজী
  • গ. ইংরেজী
  • ঘ. ইংরেজি

উত্তরঃ ইংরেজি

বিস্তারিত

306. কোন বানানটি শুদ্ধ?

  • ক. গাভী
  • খ. গাবী
  • গ. গাবি
  • ঘ. গাভি

উত্তরঃ গাভী

বিস্তারিত

307. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অহর্নীশ
  • খ. অহর্নিশ
  • গ. অহনিস
  • ঘ. অহর্নিশি

উত্তরঃ অহর্নিশ

বিস্তারিত

308. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অণুকূল
  • খ. অনূকুল
  • গ. অনুকুল
  • ঘ. অনুকূল

উত্তরঃ অনুকূল

বিস্তারিত

309. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ভৌগলীক
  • খ. ভৌগোলীক
  • গ. ভৌগলিক
  • ঘ. ভৌগোলিক

উত্তরঃ ভৌগোলিক

বিস্তারিত

310. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ঊভিত
  • খ. উচিত
  • গ. উচীত
  • ঘ. উচিৎ

উত্তরঃ উচিত

বিস্তারিত

311. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুর্তী
  • খ. মুর্তি
  • গ. ভুল
  • ঘ. ভূল

উত্তরঃ ভুল

বিস্তারিত

312. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ফণীভূশন
  • খ. ফণিভূসণ
  • গ. ফণিভুষণ
  • ঘ. ফণিভূষণ

উত্তরঃ ফণিভূষণ

বিস্তারিত

313. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অধ্যবশায়
  • খ. অধ্যবসায়
  • গ. অধ্যাব্শয়
  • ঘ. অধ্যাবসায়

উত্তরঃ অধ্যবসায়

বিস্তারিত

314. কোন বানানটি শুদ্ধ?

  • ক. উহ্যে
  • খ. উর্হ্য
  • গ. ঊহ্য
  • ঘ. উহ্য

উত্তরঃ ঊহ্য

বিস্তারিত

315. কোন বানানটি শুদ্ধ?

  • ক. বয়ঃপ্রাপ্ত
  • খ. বঃয়প্রাপ্ত
  • গ. বয়প্রাপ্ত
  • ঘ. বয়োপ্রাপ্ত

উত্তরঃ বয়ঃপ্রাপ্ত

বিস্তারিত

316. কোন বানানটি শুদ্ধ?

  • ক. তপবণ
  • খ. তপঃবন
  • গ. তপবন
  • ঘ. তপোবন

উত্তরঃ তপোবন

বিস্তারিত

317. কোন বানানটি শুদ্ধ?

  • ক. প্রত্যুস
  • খ. প্রত্যূষ
  • গ. প্রত্যূস
  • ঘ. প্রত্যুষ

উত্তরঃ প্রত্যূষ

বিস্তারিত

318. কোন বানানটি শুদ্ধ?

  • ক. দর্শন
  • খ. দর্সন
  • গ. দর্ষন
  • ঘ. দর্শণ

উত্তরঃ দর্শন

বিস্তারিত

319. কোন বানানটি শুদ্ধ?

  • ক. রূঢ়ি
  • খ. রূড়ী
  • গ. রূরি
  • ঘ. রূড়ি

উত্তরঃ রূঢ়ি

বিস্তারিত

320. কোন বানানটি শুদ্ধ?

  • ক. বেয়্য
  • খ. বেয়
  • গ. ব্যায়
  • ঘ. ব্যয়

উত্তরঃ ব্যয়

বিস্তারিত

321. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তারা সব পুড়াতে গেল
  • খ. তারা শবদাহ পুড়ে ফেলল
  • গ. তারা শব পোটাতে গেল
  • ঘ. তারা শবদাহ করতে গেল

উত্তরঃ তারা শবদাহ করতে গেল

বিস্তারিত

322. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. তারা আগামী মঙ্গলবার আসছেন
  • খ. তারা আগামী মঙ্গলবার আসবে
  • গ. তারা আগত মঙ্গলবার আসিবেন
  • ঘ. তারা আগত মঙ্গলবার আসবে

উত্তরঃ তারা আগামী মঙ্গলবার আসবে

বিস্তারিত

323. শুদ্ধ বাক্যটি হলো--

  • ক. তার মত করিত লোক হয় না
  • খ. তার মত করিতকর্মি লোক হয় না
  • গ. তার মত করিতকর্মা লোক হয় না
  • ঘ. তার মত করিতকর্মী লোক হয় না

উত্তরঃ তার মত করিতকর্মা লোক হয় না

বিস্তারিত

324. শুদ্ধ বাক্যটি হলো--

  • ক. জাতিতে জাতী আজ সখ্যতা
  • খ. জাতিতে জাতি আজ সখ্য
  • গ. জাতীতে জাতি আজ সখ্যতা
  • ঘ. জাতীতে জাতিতে আজ সখ্যতা

উত্তরঃ জাতিতে জাতি আজ সখ্য

বিস্তারিত

325. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. ইহা আবশ্যক নাই
  • খ. ইহার আবশ্যকতা নাই
  • গ. ইহা আবশ্যক নয়
  • ঘ. ইহার আবশ্যক নাই

উত্তরঃ ইহার আবশ্যকতা নাই

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects