শুদ্ধিকরণ

326. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. উপর্যুক্ত বাক্যটি সঠিক নয়
  • খ. উপর্যুক্ত বাক্যটি শুদ্ব নয়
  • গ. উপরোক্ত বাক্যটি সটিক নয়
  • ঘ. উপরোক্ত বাক্যটি সঠিক নয়

উত্তরঃ উপর্যুক্ত বাক্যটি সঠিক নয়

বিস্তারিত

327. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. মাতৃহীণ শিশুর কি দুঃখ
  • খ. মাতৃহীন শিশুর কি দুঃখ
  • গ. মাতৃহীন শিশুর কি দূঃখ
  • ঘ. মাতাহীন শিশুর কি দুঃখ

উত্তরঃ মাতৃহীন শিশুর কি দুঃখ

বিস্তারিত

328. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. আমি গীতাঞ্জলি পড়েছি
  • খ. আমি গীতাঞ্জলী পড়ছি
  • গ. আমি গীতাঞ্জলী পড়েছি
  • ঘ. আমি গীতাঞ্জলী পড়িয়াছি

উত্তরঃ আমি গীতাঞ্জলি পড়েছি

বিস্তারিত

329. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. চাচা ও আমি ঢাকায় থাকি
  • খ. আমি ও চাচা ঢাকায় বাস করি
  • গ. আমি ও চাচা ঢাকায় থাকি
  • ঘ. আমি ও চাচা ঢাকায় আছি

উত্তরঃ চাচা ও আমি ঢাকায় থাকি

বিস্তারিত

330. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. ছেলেটি অত্যন্ত মেধাবি
  • খ. ছেলেটি অত্যন্ত মেধাবী
  • গ. ছেলেটি ভয়ানক মেধাবি
  • ঘ. ছেলেটি ভয়ানক মেধাবী

উত্তরঃ ছেলেটি অত্যন্ত মেধাবী

বিস্তারিত

331. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. আপনি আমার স্বপক্ষে না বিপক্ষে
  • খ. আপনি আমার সপক্ষে না বিপক্ষে
  • গ. আপনি আমার পক্ষে না বিপক্ষে
  • ঘ. আপনি আমার স্বসপক্ষে না বিপক্ষে

উত্তরঃ আপনি আমার পক্ষে না বিপক্ষে

বিস্তারিত

332. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

  • ক. সমীচীন
  • খ. সান্ত্বনা
  • গ. মুমূর্ষু
  • ঘ. ফটোষ্ট্যাট

উত্তরঃ ফটোষ্ট্যাট

বিস্তারিত

333. কোনটি শুদ্ধ বানান?

  • ক. নুনতম
  • খ. ন্যুনতম
  • গ. ন্যূনতম
  • ঘ. নূন্যতম

উত্তরঃ ন্যূনতম

বিস্তারিত

334. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন
  • খ. 'শেষের কবিতা' একখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
  • গ. সকল ছাত্রই অমনোযোগী নয়
  • ঘ. পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি

উত্তরঃ পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি

বিস্তারিত

335. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. মধুসুদন দত্ত
  • খ. মধূসূদন দত্ত
  • গ. মধুসূদন দত্ত
  • ঘ. মধুসুধন দত্ত

উত্তরঃ মধুসূদন দত্ত

বিস্তারিত

336. শুদ্ধ বানানটি কোনটি?

  • ক. দারিদ্র
  • খ. দরিদ্র
  • গ. দারিদ্রতা
  • ঘ. দরিদ্রতা

উত্তরঃ দরিদ্রতা

বিস্তারিত

337. কোনটি শুদ্ধ?

  • ক. নিঃশোষিত
  • খ. নীরস
  • গ. মাধুরিয়া
  • ঘ. অধীনী

উত্তরঃ নীরস

বিস্তারিত

338. কোনটি শুদ্ধ বানান?

  • ক. সকট
  • খ. সকোট
  • গ. শকেট
  • ঘ. শকট

উত্তরঃ শকট

বিস্তারিত

339. কোন বানানটি শুদ্ধ?

  • ক. গণণা
  • খ. গণনা
  • গ. গনণা
  • ঘ. গননা

উত্তরঃ গণনা

বিস্তারিত

340. কলিকাতা বিশ্ববিদ্যালিয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়--

  • ক. ১৯৩৪ সালে
  • খ. ১৯৩৮ সালে
  • গ. ১৯৪০ সালে
  • ঘ. ১৯৩৬ সালে

উত্তরঃ ১৯৩৬ সালে

বিস্তারিত

341. 'আহ্বায়ক' শব্দের প্রমিত উচ্চারণ--

  • ক. আহোব্বায়োক
  • খ. আহব্বায়ক
  • গ. আওভায়ক্
  • ঘ. আওভায়োক্

উত্তরঃ আওভায়ক্

বিস্তারিত

342. কোন বানানটি শুদ্ধ?

  • ক. স্বায়ত্ত্ব
  • খ. স্বায়ত্ত
  • গ. স্বায়াত্ব
  • ঘ. স্বায়ত্ম

উত্তরঃ স্বায়ত্ত

বিস্তারিত

343. কোনটি শুদ্ধ বানান?

  • ক. অন্বেশণ
  • খ. অন্বেশন
  • গ. অন্বেষন
  • ঘ. অন্বেষণ

উত্তরঃ অন্বেষণ

বিস্তারিত

344. কোনটি শুদ্ধ বানান?

  • ক. দধীচী
  • খ. দধীচি
  • গ. দধিচী
  • ঘ. দধিচি

উত্তরঃ দধীচি

বিস্তারিত

345. কোনটি শুদ্ধ বানান?

  • ক. মনোহারিণি
  • খ. মনোহারিনি
  • গ. মনোহারিণী
  • ঘ. মনহারিণী

উত্তরঃ মনোহারিণী

বিস্তারিত

346. কোনটি শুদ্ধ বানান?

  • ক. অণূসূয়া
  • খ. অণুসুয়া
  • গ. অনুসূয়া
  • ঘ. অনসূয়া

উত্তরঃ অনসূয়া

বিস্তারিত

347. কোনটি শুদ্ধ বানান?

  • ক. ঈন্দ্রজালীক
  • খ. ঈন্দ্রজালিক
  • গ. ইন্দ্রজালিক
  • ঘ. ইন্দ্রজালীক

উত্তরঃ ইন্দ্রজালিক

বিস্তারিত

348. কোন বানানটি শুদ্ধ?

  • ক. পসারীনী
  • খ. পসারিনী
  • গ. পসারিনি
  • ঘ. পসারিণী

উত্তরঃ পসারিণী

বিস্তারিত

349. কোন বানানটি শুদ্ধ?

  • ক. সমবিব্যহারে
  • খ. সমভিব্যাহারে
  • গ. সমবিব্যাহারে
  • ঘ. সমভিব্যহারে

উত্তরঃ সমভিব্যাহারে

বিস্তারিত

350. কোন শব্দটি ভুল?

  • ক. অঞ্জলি
  • খ. পরিপক্ক
  • গ. কটূক্তি
  • ঘ. মরূদ্যান

উত্তরঃ পরিপক্ক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects