শুদ্ধিকরণ
376. কোন বাক্যটি শুদ্ধ?
- ক. ৫ জন ছাত্র ইস্কুলে যায়
- খ. ৫ জন ছাত্র স্কুলে যায়
- গ. ৫ জন ছাত্রগণ স্কুলে যায়
- ঘ. ৫ জন ছাত্ররা স্কুলে যায়
উত্তরঃ ৫ জন ছাত্র স্কুলে যায়
377. কোন বাক্যটি শুদ্ধ?
- ক. আমার আর বাঁচিবার স্বাদ নাই
- খ. তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন
- গ. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ কোনটিই নয়
378. শুদ্ধ বাক্য কোনটি?
- ক. দীনতা অপ্রশংসনীয়
- খ. দীনতা নিন্দনীয়
- গ. শুধু গায়ের জোরে কাজ হয় না
- ঘ. শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না
উত্তরঃ শুধু গায়ের জোরে কাজ হয় না
379. শুদ্ধ বাক্য কোনটি?
- ক. দুর্বলবশত অনাথা বসে পড়ল
- খ. বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল
- গ. বঙ্কিমচন্দ্রের ভয়ানক মেধা ছিল
- ঘ. বঙ্কিমচন্দ্রের ভয়ংকর প্রতিভা ছিল
উত্তরঃ বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল
- ক. পাঁচ
- খ. চার
- গ. ছয়
- ঘ. আট
উত্তরঃ আট
- ক. অগ্নীবীণা
- খ. অগ্নিবিণা
- গ. অগ্নীবিণা
- ঘ. অগ্নিবীণা
উত্তরঃ অগ্নিবীণা
399. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
- ক. একত্রিত
- খ. ধসপ্রাপ্ত
- গ. মিথস্ক্রিয়া
- ঘ. উপর্যুক্ত
উত্তরঃ ধসপ্রাপ্ত
There are no comments yet.