শুদ্ধিকরণ

376. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. ৫ জন ছাত্র ইস্কুলে যায়
  • খ. ৫ জন ছাত্র স্কুলে যায়
  • গ. ৫ জন ছাত্রগণ স্কুলে যায়
  • ঘ. ৫ জন ছাত্ররা স্কুলে যায়

উত্তরঃ ৫ জন ছাত্র স্কুলে যায়

বিস্তারিত

377. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. আমার আর বাঁচিবার স্বাদ নাই
  • খ. তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন
  • গ. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

378. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. দীনতা অপ্রশংসনীয়
  • খ. দীনতা নিন্দনীয়
  • গ. শুধু গায়ের জোরে কাজ হয় না
  • ঘ. শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না

উত্তরঃ শুধু গায়ের জোরে কাজ হয় না

বিস্তারিত

379. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. দুর্বলবশত অনাথা বসে পড়ল
  • খ. বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল
  • গ. বঙ্কিমচন্দ্রের ভয়ানক মেধা ছিল
  • ঘ. বঙ্কিমচন্দ্রের ভয়ংকর প্রতিভা ছিল

উত্তরঃ বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল

বিস্তারিত

381. নিচের কোন বানানটি অশুদ্ধ?

  • ক. সমীচীন
  • খ. দারিদ্র
  • গ. মনকষ্ট
  • ঘ. ব্রাক্ষণ

উত্তরঃ মনকষ্ট

বিস্তারিত

382. কোনটি শুদ্ধ বানান?

  • ক. কূম্ভিলক
  • খ. কুম্ভিলক
  • গ. কূম্ভীলক
  • ঘ. কুম্ভীলক

উত্তরঃ কুম্ভিলক

বিস্তারিত

383. শুদ্ধ বানান কোনটি?

  • ক. পল্লোল
  • খ. পল্যল
  • গ. পল্লল
  • ঘ. পল্বল

উত্তরঃ পল্বল

বিস্তারিত

384. শুদ্ধ বানান কোনটি?

  • ক. প্রণয়ন
  • খ. প্রনয়ণ
  • গ. প্রনয়ন
  • ঘ. প্রণয়ণ

উত্তরঃ প্রণয়ন

বিস্তারিত

385. নির্ভুল বানান নয়--

  • ক. বন্দন
  • খ. পল্লল
  • গ. পরিপক্ব
  • ঘ. নিবাত

উত্তরঃ পল্লল

বিস্তারিত

386. কোনটি সঠিক শব্দ?

  • ক. অপাদমস্তক
  • খ. আপদমস্ত
  • গ. আপাদমস্তক
  • ঘ. আপদমস্তক

উত্তরঃ আপাদমস্তক

বিস্তারিত

387. নিচের কোনটি সঠিক নয়?

  • ক. হিরন্ময়
  • খ. দুষ্কর
  • গ. নমস্কার
  • ঘ. পরিষ্কার

উত্তরঃ হিরন্ময়

বিস্তারিত

388. শুদ্ধ বানান কোনটি?

  • ক. অকৃস্ট
  • খ. আকৃস্ট
  • গ. অকৃষ্ট
  • ঘ. আকৃষ্ঠ

উত্তরঃ অকৃষ্ট

বিস্তারিত

389. শুদ্ধ বানান কোনটি?

  • ক. অনুশাসন
  • খ. অনুশাষন
  • গ. অনুসাশন
  • ঘ. অনুশাশন

উত্তরঃ অনুশাসন

বিস্তারিত

390. শুদ্ধ বানান কোনটি?

  • ক. গুণগ্রাহী
  • খ. গূনগ্রাহী
  • গ. গুণগ্রাহি
  • ঘ. গূণগ্রাহী

উত্তরঃ গুণগ্রাহী

বিস্তারিত

391. কোনটি শুদ্ধ বানান?

  • ক. ভূমধ্যাধিকারী
  • খ. প্রবাহমাণ
  • গ. বৈশিষ্ট্যতা
  • ঘ. প্রজ্বলিত

উত্তরঃ প্রজ্বলিত

বিস্তারিত

392. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অত্বাধিক
  • খ. অত্তাধিক
  • গ. অত্যাধিক
  • ঘ. অত্যধিক

উত্তরঃ অত্যধিক

বিস্তারিত

393. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ইতোমধ্যে
  • খ. ইতিমধ্যে
  • গ. ইতোপূর্বে
  • ঘ. ইতিপূর্বে

উত্তরঃ ইতোমধ্যে

বিস্তারিত

394. কোনটি সঠিক?

  • ক. জ্বালাময়ী
  • খ. জ্বালাময়ি
  • গ. জালাময়ী
  • ঘ. যালাময়ী

উত্তরঃ জ্বালাময়ী

বিস্তারিত

395. কোনটি সঠিক?

  • ক. ভদ্রতচিত
  • খ. ভদ্রাচিত
  • গ. ভদ্রোচিত
  • ঘ. ভদ্রতাচিত

উত্তরঃ ভদ্রোচিত

বিস্তারিত

396. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. অগ্নীবীণা
  • খ. অগ্নিবিণা
  • গ. অগ্নীবিণা
  • ঘ. অগ্নিবীণা

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

397. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. ধাঁধা
  • খ. ধাধাঁ
  • গ. ধাধা
  • ঘ. ধাঁধাঁ

উত্তরঃ ধাঁধা

বিস্তারিত

398. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অমোর্ত
  • খ. অমর্ত
  • গ. অমত্র
  • ঘ. অমর্ত্য

উত্তরঃ অমর্ত্য

বিস্তারিত

399. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?

  • ক. একত্রিত
  • খ. ধসপ্রাপ্ত
  • গ. মিথস্ক্রিয়া
  • ঘ. উপর্যুক্ত

উত্তরঃ ধসপ্রাপ্ত

বিস্তারিত

400. কোন বানানটি সঠিক?

  • ক. যুপকাষ্ঠ
  • খ. যূপকাষ্ঠ
  • গ. যুপকাষ্ট
  • ঘ. যুপকাস্ট

উত্তরঃ যূপকাষ্ঠ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects