শুদ্ধিকরণ
360. কোনটি নির্ভুল?
- ক. দূরদশাগ্রস্ত
- খ. দূর্দশাগ্রস্থ
- গ. দুর্দশাগ্রস্ত
- ঘ. দুর্দশাগ্রস্থ
উত্তরঃ দুর্দশাগ্রস্ত
367. কোন বাক্যটি শুদ্ধ?
- ক. সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিৎ
- খ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
- গ. দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- ঘ. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
উত্তরঃ দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
368. কোন বাক্যটি শুদ্ধ?
- ক. কৃত্তিবাস বাঙলা রামায়াণ লিখেছেন
- খ. কৃত্তিবাস বাংলা রামায়াণ লিখেছেন
- গ. কীর্তিবাস বাংলা রামায়াণ লিখিয়াছেন
- ঘ. কীর্তিবাস বাঙলা রামায়াণ লিখিয়াছেন
উত্তরঃ কৃত্তিবাস বাংলা রামায়াণ লিখেছেন
369. কোন বাক্যটি সঠিক?
- ক. অধ্যাপনা ছাত্রদের তপস্যা
- খ. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
- গ. অধ্যয়ন ছাত্রদের তপসা
- ঘ. অধ্যয়নই ছাত্রদের তপস্যা
উত্তরঃ অধ্যয়নই ছাত্রদের তপস্যা
- ক. আমি, কবির ও তুমি বেড়াতে যাবো
- খ. কবির, আমি ও তুমি বেড়াতে যাবো
- গ. কবির, তুমি ও আমি বেড়াতে যাবো
- ঘ. তুমি, কবির ও আমি বেড়াতে যাবো
উত্তরঃ তুমি, কবির ও আমি বেড়াতে যাবো
371. কোনটি শুদ্ধ বাক্য?
- ক. নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
- খ. এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
- গ. আকণ্ঠ পর্যন্ত ভোজন করিলাম
- ঘ. গণিত খুব কঠিন
উত্তরঃ গণিত খুব কঠিন
372. কোন বাক্যটি শুদ্ধ?
- ক. তুমি নির্দোষ নও
- খ. তিনি তেলা বেগুনে রেগে উঠলেন
- গ. সবিনয়পূর্বক নিবেদন
- ঘ. নিরাপরাধীকে শাস্তি দিও না
উত্তরঃ তুমি নির্দোষ নও
- ক. আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত
- খ. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন
- গ. এ কথা প্রমাণ হয়েছে
- ঘ. 'গীতাঞ্জলী' পড়েছ কি?
উত্তরঃ 'গীতাঞ্জলী' পড়েছ কি?
374. কোনটি শুদ্ধ বাক্য?
- ক. মেয়েটি স্বয়ম্বর
- খ. ছেলেটি ভয়ানক মেধাবী
- গ. সব মাছগুলোর দাম কত
- ঘ. সব মাছের দাম কত?
উত্তরঃ সব মাছের দাম কত?
- ক. দশচক্রে ঈশ্বর ভূত
- খ. তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ
- গ. চোরটি সব মালসুদ্ধ ধরা পড়েছে
- ঘ. সমুদয় পক্ষীই নীড় বাঁধে
উত্তরঃ সমুদয় পক্ষীই নীড় বাঁধে
There are no comments yet.