শুদ্ধিকরণ
278. কোন বাক্যটি শুদ্ধ?
- ক. সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
- খ. সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
- গ. সকল সভ্যরা এখানে উপস্থিত ছিলেন
- ঘ. সকল সভ্যগন এখানে উপস্থিত ছিলেন
উত্তরঃ সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
280. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর- বাক্যে 'বিদ্যান' ও 'শ্রেষ্ঠতর' পদদুটির শুদ্ধরূপ কি?
- ক. বিদ্যান, শ্রেষ্টতর
- খ. বিদ্যান, শ্রেষ্ঠ
- গ. বিদ্বান, শ্রেষ্ঠ
- ঘ. বিদ্বান, শ্রেষ্ঠতর
উত্তরঃ বিদ্বান, শ্রেষ্ঠ
282. সে একজন বিদুষা নারী- বাক্যে 'বিদুষা' শব্দের সঠিক রূপ কোনটি?
- ক. বিদূষী
- খ. বিদূষা
- গ. বিদুষী
- ঘ. বিদুষি
উত্তরঃ বিদুষী
283. রহিমা পাগলী হয়ে গেছে- বাক্যে 'পাগলী' শব্দটির সঠিক রূপ কোনটি?
- ক. পাগলিনী
- খ. পাগলি
- গ. পাগল
- ঘ. পাগলীনি
উত্তরঃ পাগল
284. তানজিলা একজন ভাগ্যবান মহিলা- এ বাক্যটি যে কারণে অশুদ্ধ---
- ক. প্রত্যয়জনিত
- খ. লিঙ্গজনিত
- গ. সমাসজনিত
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ লিঙ্গজনিত
- ক. সূর্য উদয় হয়েছে
- খ. আমার টাকার আবশ্যকতা নেই
- গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
- ঘ. ধৈর্যতা, সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
উত্তরঃ আমার টাকার আবশ্যকতা নেই
- ক. সূর্য উদিত হয়েছে
- খ. আমার টাকার আবশ্যক নেই
- গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
- ঘ. ধৈর্যতা, সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
উত্তরঃ সূর্য উদিত হয়েছে
- ক. সূর্য উদয় হয়েছে
- খ. আমার টাকার আবশ্যক নেই
- গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
- ঘ. ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
উত্তরঃ ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
- ক. সূর্য উদয় হয়েছে
- খ. আমার টাকার আবশ্যক নেই
- গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
- ঘ. শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক উপস্থিত ছিলেন
উত্তরঃ শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক উপস্থিত ছিলেন
291. বাংলা একাডেমি বানান বিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?
- ক. ঊনসত্তর
- খ. রচনাবলি
- গ. মরুঝড়
- ঘ. বৈশাখি
উত্তরঃ বৈশাখি
296. নিম্মের কোন বানানটি সঠিক?
- ক. ব্যধি
- খ. রোগাগ্রস্থ
- গ. ক এবং খ উভয়ই
- ঘ. অনিষ্ট কামিনা
উত্তরঃ অনিষ্ট কামিনা