শুদ্ধিকরণ

276. কোন বানানটি শুদ্ধ?

  • ক. সূচিস্মিতা
  • খ. সূচিস্মীতা
  • গ. সূচীস্মিতা
  • ঘ. শুচিস্মিতা

উত্তরঃ শুচিস্মিতা

বিস্তারিত

277. কোন শব্দটি শুদ্ধ?

  • ক. মনমুগ্ধকর
  • খ. মনোমুগ্ধকর
  • গ. মনঃমুগ্ধকর
  • ঘ. মনোঃমুগ্ধকর

উত্তরঃ মনোমুগ্ধকর

বিস্তারিত

278. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন
  • খ. সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন
  • গ. সকল সভ্যরা এখানে উপস্থিত ছিলেন
  • ঘ. সকল সভ্যগন এখানে উপস্থিত ছিলেন

উত্তরঃ সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন

বিস্তারিত

279. কোন বানানটি সঠিক?

  • ক. বিভীষিকা
  • খ. বিভীসিকা
  • গ. বিভীষীকা
  • ঘ. বিভিষিকা

উত্তরঃ বিভীষিকা

বিস্তারিত

280. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর- বাক্যে 'বিদ্যান' ও 'শ্রেষ্ঠতর' পদদুটির শুদ্ধরূপ কি?

  • ক. বিদ্যান, শ্রেষ্টতর
  • খ. বিদ্যান, শ্রেষ্ঠ
  • গ. বিদ্বান, শ্রেষ্ঠ
  • ঘ. বিদ্বান, শ্রেষ্ঠতর

উত্তরঃ বিদ্বান, শ্রেষ্ঠ

বিস্তারিত

281. অনাথিনী শব্দটির শুদ্ধরূপ কোনটি?

  • ক. অনাথিনী
  • খ. অনাথিনি
  • গ. অনাথা
  • ঘ. অনাথীনি

উত্তরঃ অনাথা

বিস্তারিত

282. সে একজন বিদুষা নারী- বাক্যে 'বিদুষা' শব্দের সঠিক রূপ কোনটি?

  • ক. বিদূষী
  • খ. বিদূষা
  • গ. বিদুষী
  • ঘ. বিদুষি

উত্তরঃ বিদুষী

বিস্তারিত

283. রহিমা পাগলী হয়ে গেছে- বাক্যে 'পাগলী' শব্দটির সঠিক রূপ কোনটি?

  • ক. পাগলিনী
  • খ. পাগলি
  • গ. পাগল
  • ঘ. পাগলীনি

উত্তরঃ পাগল

বিস্তারিত

284. তানজিলা একজন ভাগ্যবান মহিলা- এ বাক্যটি যে কারণে অশুদ্ধ---

  • ক. প্রত্যয়জনিত
  • খ. লিঙ্গজনিত
  • গ. সমাসজনিত
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ লিঙ্গজনিত

বিস্তারিত

285. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সূর্য উদয় হয়েছে
  • খ. আমার টাকার আবশ্যকতা নেই
  • গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
  • ঘ. ধৈর্যতা, সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ

উত্তরঃ আমার টাকার আবশ্যকতা নেই

বিস্তারিত

286. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সূর্য উদিত হয়েছে
  • খ. আমার টাকার আবশ্যক নেই
  • গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
  • ঘ. ধৈর্যতা, সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ

উত্তরঃ সূর্য উদিত হয়েছে

বিস্তারিত

287. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সূর্য উদয় হয়েছে
  • খ. আমার টাকার আবশ্যক নেই
  • গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
  • ঘ. ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ

উত্তরঃ ধৈর্য ও সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ

বিস্তারিত

288. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সূর্য উদয় হয়েছে
  • খ. আমার টাকার আবশ্যক নেই
  • গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
  • ঘ. শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক উপস্থিত ছিলেন

উত্তরঃ শোকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবী, বিজ্ঞানী, দার্শনিক উপস্থিত ছিলেন

বিস্তারিত

289. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

  • ক. ধরন
  • খ. লবন
  • গ. বৃহদার্থ
  • ঘ. পরিষ্কার

উত্তরঃ লবন

বিস্তারিত

290. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. সংশ্রব
  • খ. ধস
  • গ. উজ্জ্বল
  • ঘ. দূর্গ

উত্তরঃ ধস

বিস্তারিত

291. বাংলা একাডেমি বানান বিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?

  • ক. ঊনসত্তর
  • খ. রচনাবলি
  • গ. মরুঝড়
  • ঘ. বৈশাখি

উত্তরঃ বৈশাখি

বিস্তারিত

292. নিচের কোন বানানটি অশুদ্ধ?

  • ক. বাণী
  • খ. শূণ্য
  • গ. অরণ্য
  • ঘ. লবণ

উত্তরঃ শূণ্য

বিস্তারিত

293. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মূহূর্মুহু
  • খ. মূহুর্মুহু
  • গ. মূহুর্মূহু
  • ঘ. মুহুর্মুহু

উত্তরঃ মুহুর্মুহু

বিস্তারিত

294. কোন বানানটি শুদ্ধ?

  • ক. আভিধানিক
  • খ. আভীধানিক
  • গ. অভিধানিক
  • ঘ. অভীধানিক

উত্তরঃ আভিধানিক

বিস্তারিত

295. কোন বানানটি শুদ্ধ?

  • ক. শীতাতপ
  • খ. শীততাপ
  • গ. শিতাতপ
  • ঘ. শিততাপ

উত্তরঃ শীতাতপ

বিস্তারিত

296. নিম্মের কোন বানানটি সঠিক?

  • ক. ব্যধি
  • খ. রোগাগ্রস্থ
  • গ. ক এবং খ উভয়ই
  • ঘ. অনিষ্ট কামিনা

উত্তরঃ অনিষ্ট কামিনা

বিস্তারিত

297. কোন বানানটি সঠিক?

  • ক. মহত্ত
  • খ. মহত্ত্ব
  • গ. মহত্ব
  • ঘ. মহত

উত্তরঃ মহত্ত্ব

বিস্তারিত

298. কোন বানানটি সঠিক?

  • ক. প্রোণাম
  • খ. পোণাম
  • গ. প্রণাম
  • ঘ. প্রনাম

উত্তরঃ প্রণাম

বিস্তারিত

299. কোন বানানটি সঠিক?

  • ক. অহোরাত্রী
  • খ. অহঃরাত্র
  • গ. অহোরাত্র
  • ঘ. অহোরাত্রি

উত্তরঃ অহোরাত্র

বিস্তারিত

300. কোন বানানটি শুদ্ধ?

  • ক. রোঁস্তরা
  • খ. রেস্তোরাঁ
  • গ. রেস্তোঁরা
  • ঘ. রেঁস্তোরা

উত্তরঃ রেস্তোরাঁ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects