বিখ্যাত চরিত্র ও তাঁর স্রষ্টা

1. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায?

  • ক. জোহরা
  • খ. আলালের ঘরের দুলাল
  • গ. মৃত্যুক্ষুধা
  • ঘ. হাজার বছর ধরে

উত্তরঃ আলালের ঘরের দুলাল

বিস্তারিত

2. 'অপু ও দূর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের?

  • ক. দিবারাত্রির কাব্য
  • খ. পথের পাঁচালী
  • গ. বোবা কাহিনী
  • ঘ. নৌকাডুবি

উত্তরঃ পথের পাঁচালী

বিস্তারিত

3. জাগো বাহে কুণ্ঠে সবাই’- এই অবিস্মরণীয় আহ্বানউচ্চারণরণ করে কোন চরিত্রটি?

  • ক. দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটকের তোরাব
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ নাটকের দাদা ঠাকুর
  • গ. মামুনুর রশীদের ‘ওরা কদম আলী’ নাটকের কদম আলী
  • ঘ. সৈয়দ শামসুল হকের ‘নূরুল দীনের সারাজীবন’ নাটকের নূরুল দীন

উত্তরঃ সৈয়দ শামসুল হকের ‘নূরুল দীনের সারাজীবন’ নাটকের নূরুল দীন

বিস্তারিত

4. অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে?

  • ক. সৈয়দ মুজতবা আলী
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. মুনীর চৌধুরী

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

5. 'মুর্দা ফকির' চরিত্রটি কোন নাটকের?

  • ক. শঙ্খনীল কারাগার
  • খ. কবর
  • গ. নুরুলদীনের সারা জীবন
  • ঘ. সেনাপতি

উত্তরঃ কবর

বিস্তারিত

6. মনসামঙ্গলের চরিত্র কোনটি?

  • ক. সনকা
  • খ. ফুল্লরা
  • গ. ঈশ্বরী পাটনী
  • ঘ. ভাঁড়ুদত্ত

উত্তরঃ সনকা

বিস্তারিত

7. খুল্লনা ও লহনা চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত?

  • ক. মনসামঙ্গল
  • খ. ধর্মমঙ্গল
  • গ. চণ্ডীমঙ্গল
  • ঘ. অন্নদামঙ্গল

উত্তরঃ চণ্ডীমঙ্গল

বিস্তারিত

8. ধর্মমঙ্গলের চরিত্র কোনটি?

  • ক. মদনা
  • খ. লাউসেন
  • গ. ইছাই ঘোষ
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

9. বড়াই ও ধারা চরিত্রদ্বয়ের স্রষ্টা কে?

  • ক. বিদ্যাপতি
  • খ. চণ্ডীদাস
  • গ. ভারতচন্দ্র
  • ঘ. আলাওল

উত্তরঃ চণ্ডীদাস

বিস্তারিত

10. শকুন্তলা চরিত্রটির স্রষ্টা কে?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. মধুসূদন দত্ত
  • ঘ. ঈশ্বরগুপ্ত

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

11. কোনটি 'ছুটি' গল্পের চরিত্র?

  • ক. ফটিক
  • খ. মাখন
  • গ. গয়া
  • ঘ. ক ও খ

উত্তরঃ ক ও খ

বিস্তারিত

12. 'গয়া' কোন গল্পের চরিত্র?

  • ক. ফুলের মূল্য
  • খ. মামলার ফল
  • গ. বিলাসী
  • ঘ. একটিও নয়

উত্তরঃ মামলার ফল

বিস্তারিত

13. 'আলালের ঘরের দুলাল' উপন্যাসের চরিত্র কোনটি?

  • ক. ঠকচাচা
  • খ. বাঞ্ছারাম
  • গ. বাবু রাম বাবু
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

14. অমিত ও লাবণ্য কোন উপন্যাসের চরিত্র?

  • ক. শেষের কবিতা
  • খ. চোখের বালি
  • গ. নৌকাডুবি
  • ঘ. গোরা

উত্তরঃ শেষের কবিতা

বিস্তারিত

15. ভিখু, পাঁচী কোন গল্পের চরিত্র?

  • ক. প্রাগৈতিহাসিক
  • খ. মেজদিদি
  • গ. গৃহদাহ
  • ঘ. শ্রীকান্ত

উত্তরঃ প্রাগৈতিহাসিক

বিস্তারিত

16. 'অন্নদা দিদি' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?

  • ক. গৃহদাহ
  • খ. চরিত্রহীন
  • গ. শ্রীকান্ত
  • ঘ. দত্তা

উত্তরঃ শ্রীকান্ত

বিস্তারিত

17. কোন চরিত্রটি 'লালসালু' উপন্যাসে নেই?

  • ক. রহীমা
  • খ. জমিলা
  • গ. আমেনা বিবি
  • ঘ. করিমা বিবি

উত্তরঃ করিমা বিবি

বিস্তারিত

18. 'শেষের কবিতা' উপন্যাসের নায়ক কে?

  • ক. শোভনলাল
  • খ. অমিত রায়
  • গ. নরেন
  • ঘ. অভিক

উত্তরঃ অমিত রায়

বিস্তারিত

19. তারাশঙ্কর- এর কবি উপন্যাসের চরিত্র কোনটি?

  • ক. ঠাকুর ঝি
  • খ. অপু
  • গ. নিতাই
  • ঘ. ক ও খ

উত্তরঃ ক ও খ

বিস্তারিত

20. 'অর্জুন' চরিত্রটি কোন গ্রন্থের?

  • ক. বিদায় অভিশাপ
  • খ. চিত্রাঙ্গদা
  • গ. বিসর্জন
  • ঘ. পদ্মাবতী

উত্তরঃ চিত্রাঙ্গদা

বিস্তারিত

21. বড়াই ও রাধা চরিত্র দুটি কোন গ্রন্থের?

  • ক. পদ্মাবতী
  • খ. চণ্ডীমঙ্গল
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. চিত্রাঙ্গদা

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন

বিস্তারিত

22. 'আদুরী' চরিত্রটি কোন নাটকের?

  • ক. কৃষ্ণকুমারী
  • খ. শকুন্তলা
  • গ. রক্তকরবী
  • ঘ. নীলদর্পণ

উত্তরঃ নীলদর্পণ

বিস্তারিত

23. 'তিলোত্তমা' চরিত্রটির স্রষ্টা ঔপন্যাসিক-

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. তারাশঙ্কর
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

24. রবীন্দ্রনাথের 'ছুটি' গল্পের চরিত্র কোনটি?

  • ক. অপু
  • খ. ফটিক
  • গ. গফুর
  • ঘ. মাখন

উত্তরঃ ফটিক

বিস্তারিত

25. শশী, কুসুম চরিত্র দুটির স্রষ্টা কে?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • গ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects