বাক্য ও বাক্য পরিবর্তন

26. নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ?

  • ক. যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে
  • খ. ভালো ছেলেকে সবাই ভালো বাসে
  • গ. তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম
  • ঘ. তুমি এলে আমি যাব

উত্তরঃ যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে

বিস্তারিত

27. 'মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে'- এই সরল বাক্যটির যৌগিক বাক্যের রূপান্তর কোনটি?

  • ক. যখন মেঘ গর্জন কর তখন ময়ূর নৃত্য করে
  • খ. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
  • গ. মেঘ গর্জন কর তাই ময়ূর নৃত্য করে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে

বিস্তারিত

28. 'ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে' -এই সরল বাক্যটির মিশ্রবাক্যের রূপান্তর কোনটি?

  • ক. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে
  • খ. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে
  • গ. ভালো ছেলেদের দ্বারা শিক্ষকদের আদেশ পালন করে
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে

বিস্তারিত

30. কোন বাক্যে যদি উপমার ভুল থাকে তবে উক্ত বাক্যে কোন গুণের অভাব দেখা দেয়?

  • ক. মাধুর্য
  • খ. আসত্তি
  • গ. যোগ্যতা
  • ঘ. আকাঙ্ক্ষা

উত্তরঃ যোগ্যতা

বিস্তারিত

31. "সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি"- কোন শ্রেণির বাক্য?

  • ক. সরল
  • খ. জটিল
  • গ. মিশ্র
  • ঘ. যৌগিক

উত্তরঃ যৌগিক

বিস্তারিত

32. বাক্যের ক্ষুদ্রতম অংশ কোনটি?

  • ক. বর্ণ
  • খ. ধ্বনি
  • গ. শব্দ
  • ঘ. চিহ্ন

উত্তরঃ শব্দ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects