পদ

51. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি?

  • ক. বিশেষ্য ও বিশেষণ পদ
  • খ. ক্রিয়া ও সর্বনাম পদে
  • গ. বিশেষ্য ও ক্রিয়া পদে
  • ঘ. বিশেষণ ও ক্রিয়া পদে

উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম পদে

বিস্তারিত

52. ‘বীণাপাণি’ সমস্ত পদটি কোন সমাস?

  • ক. ব্যধিকরণ বহুব্রীহি
  • খ. ব্যতিহার বহুব্রীহি
  • গ. মধ্যপদলোপী বহুব্রীহি
  • ঘ. অলুক বহুব্রীহি

উত্তরঃ ব্যধিকরণ বহুব্রীহি

বিস্তারিত

53. ‘মরি! মরি ! কী সুন্দর প্রভাতের রূপ’ - এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?

  • ক. যন্ত্রণা
  • খ. বিরক্তি
  • গ. সম্মতি
  • ঘ. উচ্ছ্বাস

উত্তরঃ উচ্ছ্বাস

বিস্তারিত

54. ‘না’ কোন জাতীয় শব্দ?

  • ক. অব্যয়
  • খ. সর্বনাম
  • গ. ক্রিয়া
  • ঘ. বিশেষণ

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

55. ‘লবণ’ শব্দের বিশেষণ কোনটি?

  • ক. ললিত
  • খ. লোনা
  • গ. লবণাক্ত
  • ঘ. নোনতা

উত্তরঃ লবণাক্ত

বিস্তারিত

56. কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?

  • ক. ধীরে চল
  • খ. ঘোড়া খুব দ্রুত চলে
  • গ. সে পুণ্যবান
  • ঘ. মেটে কলসি

উত্তরঃ ঘোড়া খুব দ্রুত চলে

বিস্তারিত

57. পদ কত প্রকার?

  • ক. চার
  • খ. সাত
  • গ. ছয়
  • ঘ. পাঁচ

উত্তরঃ পাঁচ

বিস্তারিত

58. ‘মেঘলা’ কি ধরনের শব্দ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. বিশেষ্যের বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

59. কোনটি অব্যয় পদ?

  • ক. শয়ন
  • খ. মেধাবী
  • গ. অথবা
  • ঘ. তোমার

উত্তরঃ অথবা

বিস্তারিত

60. ‘সে সকাল থেকেই খাই খাই করছে।’ এ বাক্যে ‘খাই খাই’ কোন ধরনের পদ?

  • ক. ক্রিয়াপদ
  • খ. ক্রিয়া বিশেষ্য
  • গ. দ্বিত্ব বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ দ্বিত্ব বিশেষণ

বিস্তারিত

61. ‘এ যে আমাদের চেনা লোক’ - বাক্যে ‘চেনা’ কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. অব্যয়
  • গ. ক্রিয়া
  • ঘ. বিশেষণ

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

62. ‘এ মাটি সোনার বাড়া’ - এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

  • ক. বিশেষণের অতিশায়ন
  • খ. রূপবাচক বিশেষণ
  • গ. উপাদানবাচক বিশেষণ
  • ঘ. বিধেয় বিশেষণ

উত্তরঃ বিশেষণের অতিশায়ন

বিস্তারিত

63. ‘আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব’ বাক্যটি কোন ধরনের বাক্য?

  • ক. সরল বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. জটিল বাক্য
  • ঘ. নির্দেশাত্মক বাক্য

উত্তরঃ জটিল বাক্য

বিস্তারিত

64. ‘চাতুর্য’ শব্দের বিশেষণ -

  • ক. চতুরতা
  • খ. চতুরালি
  • গ. চতুর
  • ঘ. চৈতন্য

উত্তরঃ চতুর

বিস্তারিত

65. ‘লাজ’ কোন ধরনের শব্দ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. বিশেষ্য
  • গ. বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

66. নিচের কোনটি সর্বনাম?

  • ক. করিম
  • খ. কী
  • গ. বালক
  • ঘ. এবং

উত্তরঃ কী

বিস্তারিত

67. সর্বজন এর বিশেষণ কী?

  • ক. বিশ্বজন
  • খ. সর্বজনীন
  • গ. ঐশ্বরিক
  • ঘ. বিশ্বজনীন

উত্তরঃ সর্বজনীন

বিস্তারিত

68. ‘মন’ শব্দের বিশেষণ -

  • ক. মানস
  • খ. মানসিক
  • গ. মনন
  • ঘ. মানুষ

উত্তরঃ মানসিক

বিস্তারিত

69. জন্ম শব্দের বিশেষণ -

  • ক. জীবন
  • খ. জাত
  • গ. বংশ
  • ঘ. জাতি

উত্তরঃ জাত

বিস্তারিত

70. সে এখন যাবে না। - এই বাক্যে ‘না’ কোন পদ?

  • ক. বিশেষণ
  • খ. অব্যয়
  • গ. ক্রিয়াবিশেষণ
  • ঘ. অনুসর্গ

উত্তরঃ ক্রিয়াবিশেষণ

বিস্তারিত

71. ‘এ যে আমাদের চেনালোক’ চেনা কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. অব্যয়
  • গ. ক্রিয়া
  • ঘ. বিশেষণ

উত্তরঃ বিশেষণ

বিস্তারিত

72. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?

  • ক. বিশেষণের পূর্বে
  • খ. বিশেষ্যের পূর্বে
  • গ. প্রথমে
  • ঘ. শেষে

উত্তরঃ শেষে

বিস্তারিত

73. ‘হাঁড়ি হাঁড়ি সন্দেশ’ - এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?

  • ক. বিশেষ্য ও বিশেষণ
  • খ. বিশেষণ ও ক্রিয়া
  • গ. বিশেষ্য ও বিশেষ্য
  • ঘ. বিশেষণ ও বিশেষণ

উত্তরঃ বিশেষ্য ও বিশেষ্য

বিস্তারিত

74. কল কল রবে নদী বইছে। এখানে কল কল কোন অব্যয়?

  • ক. সমুচ্চয়ী
  • খ. অনুসর্গ
  • গ. অনন্বয়ী
  • ঘ. অনুকার

উত্তরঃ অনুকার

বিস্তারিত

75. ‘সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে।’ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. সর্বনাম
  • ঘ. অব্যয়

উত্তরঃ বিশেষ্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects