ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1. কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
- ক. ভ্রান্তিবিলাস
 - খ. বেতাল পঞ্চবিংশতি
 - গ. প্রভাবতী সম্ভাষণ
 - ঘ. সংস্কৃত সাহিত্যের ইতিহাস
 
উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি
2. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা?
- ক. হুতোম পেঁচার নক্সা
 - খ. কীর্তিবিলাস
 - গ. বেতাল পঞ্চবিংশতি
 - ঘ. শর্মিষ্ঠা
 
উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি
3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা
- ক. প্রভাবতী সম্ভাষণ
 - খ. জীবন চরিত্র
 - গ. বেতাল পঞ্চবিংশতি
 - ঘ. সীতার বনবাস
 
উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ
4. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
- ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
 - খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - গ. রামমোহন রায়
 - ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
 
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
5. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তবিলাস’ কোন নাটকের গন্য অনুবাদ?
- ক. মার্চেন্ট অব ভেনিস
 - খ. কমেডি অব এররস
 - গ. দ্যা মিডসামার নাইটস ড্রিম
 - ঘ. টেমিং অব দ্যা শ্রু
 
উত্তরঃ কমেডি অব এররস
6. শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন-
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
 - খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 - ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
 
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
7. ‘শকুন্তলা’ কার লেখা গ্রন্থ?
- ক. উইলিয়াম কেরি
 - খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - গ. রামরাম বসু
 - ঘ. চণ্ডিচরণ মুন্সি
 
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
8. ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
- ক. শকুন্তলা
 - খ. সীতার বনবাস
 - গ. বর্ণপরিচয়
 - ঘ. ভ্রান্তিবিলাস
 
উত্তরঃ বর্ণপরিচয়
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
 - খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 - গ. উইলিয়াম কেরী
 - ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
 
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
10. বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. প্যারীচাঁদ মিত্র
 - গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 - ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
11. বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি?
- ক. রামায়ণ
 - খ. শকুন্তলা
 - গ. বেতাল পঞ্চবিংশতি
 - ঘ. বেদান্ত গ্রন্থ
 
উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি
12. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন ধরনের রচনা?
- ক. কাব্যগ্রন্থ
 - খ. নাটক
 - গ. উপন্যাস
 - ঘ. অনুবাদগ্রন্থ
 
উত্তরঃ অনুবাদগ্রন্থ
13. ‘বিধবা বিবাহ আইন’ কত সালে পাশ হয়?
- ক. ১৮৫৫ সালে
 - খ. ১৮৫৬ সালে
 - গ. ১৮৫৭ সালে
 - ঘ. ১৮৫৮ সালে
 
উত্তরঃ ১৮৫৬ সালে
14. বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
- ক. বঙ্কিমচরিত
 - খ. ঈশ্বরচন্দ্রচরিত
 - গ. রামায়ণচরিত
 - ঘ. বিদ্যাসাগরচরিত
 
উত্তরঃ বিদ্যাসাগরচরিত
15. বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি?
- ক. শকুন্তলা
 - খ. কপালকুণ্ডলা
 - গ. প্রভাবতী সম্ভাষণ
 - ঘ. সীতার বনবাস
 
উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ
16. নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?
- ক. প্রভাত সংগীত
 - খ. সন্ধ্যা সংগীত
 - গ. প্রভাবতী সম্ভাষণ
 - ঘ. প্রান্তিক
 
উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ
17. নিচের কোন গ্রন্থে যতি চিহ্নের সার্থক প্রয়োগ করা হয়?
- ক. কপাল কুন্ডলা
 - খ. বেতাল পঞ্চবিংশতি
 - গ. মরু শিখা
 - ঘ. মেঘনাদ বধ
 
উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি
18. কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়?
- ক. বেতাল পঞ্চবিংশতি
 - খ. সীতার বনবাস
 - গ. শকুন্তলা
 - ঘ. বেদান্ত গ্রন্থ
 
উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি
19. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি?
- ক. বিদ্যাসাগর
 - খ. চট্টোপাধ্যায়
 - গ. বন্দ্যোপাধ্যায়
 - ঘ. শর্মা
 
উত্তরঃ বন্দ্যোপাধ্যায়
20. বাংলা ভাষায় বাক্যের অর্থ উদ্ধারের সুবিধার্থে কে প্রথমে দাঁড়ি, কমা, সেমিকোলন ইত্যাদির প্রবর্তন করেন?
- ক. উইলিয়াম কেরী
 - খ. প্যারীচাঁদ মিত্র
 - গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
 
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ক. রাজাবলী
 - খ. বত্রিশ সিংহাসন
 - গ. হিতোপদেশ
 - ঘ. শকুন্তলা
 
উত্তরঃ শকুন্তলা
- ক. প্যারীচাঁদ
 - খ. বিদ্যাসাগর
 - গ. রামমোহন রায়
 - ঘ. অক্ষয় কুমার দত্ত
 
উত্তরঃ বিদ্যাসাগর
23. বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?
- ক. রামরাম বসু
 - খ. রাম নারায়ণ তর্করত্ন
 - গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - ঘ. রাজা রামমোহন রায়
 
উত্তরঃ রাজা রামমোহন রায়
24. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?
- ক. হেক্টর বধ
 - খ. ইডিপাস
 - গ. মুখরা রমণী বশীকরণ
 - ঘ. ভ্রান্তিবলাস
 
উত্তরঃ ভ্রান্তিবলাস
25. কারা ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি দেন?
- ক. ফোর্ট উইলিয়াম কলেজ
 - খ. হিন্দু সমাজ
 - গ. সংস্কৃত কলেজ
 - ঘ. ব্রিটিশ সরকার
 
উত্তরঃ সংস্কৃত কলেজ